ছয় জেলায় সড়কে নিহত ৮

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০২ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

দেশের পৃথক জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এরমধ্যে রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহতসহ, টাঙ্গাইলের মির্জাপুরে দুই, বেনাপোল, সিলেট, ও মানিকগঞ্জে একজন করে নিহত হয়েছে, এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল।

নিহতরা হলো, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও একই গ্রামের আবুল হোসেন। আহতরা হলো, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর হোসেন, একই গ্রামের তৈয়ব আলী, সাকেয়া গ্রামের আনসারুজ্জামান ও একই গ্রামের চঞ্চল।

ওসি হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিনটি গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরীর সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনপপুরের সাকোয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ব্যুরো জানায়, সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। এ ঘটনায় কারচালক আহত হয়েছেন। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, যাত্রীবাহী বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় পৌঁছলে সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ হতাহতদের ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

বেনাপোল অফিস জানায়, যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় পন্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সড়কের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মোড় ঘুরে প্রধান সড়কে উঠছিল। এ সময় ভারতে রফতানিকৃত একটি পন্যবাহী ট্রাক জোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাবেদপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার খাগরাকুড়ি এলাকার আবুল বাশারের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাকির হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে আম বোঝাই পিকআপভ্যান উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম ও অর্থ বর্মণ।

পুলিশ জানায়, আম বোঝাই পিকআপভ্যান সকাল ৯টার দিকে মহাসড়কের জামুর্কী ব্রিজের কাছে যাত্রীবাহীবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পদ্মাসেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শ্রীনগর এলাকার বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেনÑ পটুয়াখালীর লালন, করিম, বিথি, বরিশালের শামীম হোসেন ও ইমানা।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ বাসের ৫ যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ কর্মকর্তা মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কান কুমার সিংহ জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি সরানো হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আরও

আরও পড়ুন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ

ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ

কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ

বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক

বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা

বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন

বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন

সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!

সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!

শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী

শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি

সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন

সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন

ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন

ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন

সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে

পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের

এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের

মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা

মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা

সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান

সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান

কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!

কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!

হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ

হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ