মেজবানি ভূঁরিভোজ অতঃপর ধরা
০২ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
প্রবাসীর বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা আর ৮০ ভরি স্বর্ণালংকার চুরির পর ওই টাকায় কোরবানির গরু কেনেন চোর দলের নেতা। বাবার মৃত্যুবার্ষিকীতে আয়োজন করেন ভোজের। মেজবানি খাওয়ানো হয় কয়েশ মানুষকে। অপর একজন ভাগের টাকায় কিনেন একটি মোটরসাইকেল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের হাতে ধরা পড়ার পর চোর চক্রের ৪ সদস্য এসব তথ্য জানায়।
চাঞ্চল্যকর চুরির ঘটনাটি তদন্তে নেমে ১০ দিনের মধ্যেই জড়িত ৪ জনকে গ্রেফতারের পাশাপাশি কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পিবিআই। গ্রেফতার ৪ জন হলেন, হেলাল উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সোহাগ এবং আবুল কাশেম বাচা। হেলাল, সালাউদ্দিন ও আবুল কাশেমের বাড়ি নোয়াখালী। সোহাগের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। আবুল কাশেম বর্তমানে মীরসরাইয়ে স্থায়ীভাবে বসবাস করেন। বাকি ৩ জন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় থাকেন।
গত ৮ জুন বিকেল ৫টা থেকে পরদিন সন্ধ্যা ৭টার মধ্যে কোনো একসময় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে ইয়াছিন নগর গ্রামে প্রবাসী আব্দুল কাদেরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাউজান থানায় দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ৫৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়েছে।
আব্দুল কাদের বলেন, আমি ৩২ বছর বিদেশে ছিলাম। দেশে ফিরে পাকা বাড়ি তৈরি করি। আমার বাড়ি খুবই সুরক্ষিত, সিসি ক্যামেরা লাগানো ছিল। ঘটনার দিন আমরা পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আগেরদিন বৃষ্টির মধ্যে গাছ ভেঙ্গে পড়ে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে ঘরের লোহার গেট ও মূল দরজা ভেঙ্গে চোর হানা দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলার দেড় মাসেও কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৯ জুলাই আদালতে তদন্তসংস্থা পরিবর্তনের আবেদন জানান আব্দুল কাদের। আদালতের নির্দেশে ২০ জুলাই মামলা তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। ১০ দিনের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের এবং তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত টানা দুইদিন নগরীর বায়েজিদ বোস্তামি, হাটহাজারী ও মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
তাদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকার শতাব্দি জুয়েলার্স থেকে ৫ ভরি এবং হাটহাজারীর মীরা জুয়েলার্স থেকে আরো ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার ৪ জনের কাছ থেকে চুরি করা ডিজিটাল ক্যামেরা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পিবিআই।
পিবিআই চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান বলেন, গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা, এটি একেবারেই ক্লুলেস ছিল। রাউজানে যে কৌশলে চুরির ঘটনা ঘটেছে, দেখা গেছে একইভাবে গত কয়েক মাসে হাটহাজারী-ফটিকছড়িতেও চুরির ঘটনা ঘটেছে। তখন আমরা তদন্তে বিভিন্ন কৌশল প্রয়োগ করে একটি আন্তঃজেলা চোরচক্রকে শনাক্ত করতে সক্ষম হই। এই চক্রের সদস্যরা দিনে বাড়ি রেকি করে। গভীর রাতে অটোরিকশায় গিয়ে চুরি করে।
রাউজানে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় নেতৃত্ব দেয় আবুল কাশেম। তার সঙ্গে ছিল হেলাল ও বেলাল নামে দুই ভাই। দুটি অটোরিকশা নিয়ে তারা চুরি করতে গিয়েছিল। এর একটি সালাউদ্দিন চালিয়েছেন, অন্যটি একরাম নামে আরেকজন চালায়। সোহাগ চুরি করা মোবাইল কিনেছিলো। তার হেফাজত থেকে মোবাইল উদ্ধার হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বেলাল ও একরাম এখনো পলাতক আছে।
পিবিআই জানায়, চুরি করা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বিক্রি টাকা থেকে তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে পেয়েছে বলে জানিয়েছে। আবুল কাশেম জানিয়েছে, সে চুরির টাকা থেকে কোরবানির গরু কিনে। তার বাবা একবছর আগে মারা গেছেন। মৃত্যুবার্ষিকীতে সে ভোজের আয়োজন করে। কয়েকশ মানুষকে খাওয়ানো হয়। গ্রেফতার হেলাল চুরির টাকায় একটি মোটরসাইকেল কিনেছে। হেলাল ও বেলাল তারা দুই ভাইয়ের পেশা চুরি করা। জীবনে তারা চুরি ছাড়া আর কিছুই করেনি। চুরির টাকায় দুই ভাইয়ের সংসার চলে বলেও জানায় পিবিআই।
চুরি করার সময় অটোরিকশা চালিয়েছে চালক সালাউদ্দিন। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সে নিজেকে নির্দোষ দাবি করে। কারণ চোরদের নিয়ে চুরির উদ্দেশে যাওয়াকে তার চাকরি বলে মনে করে সে। জিজ্ঞাসাবাদে সে বলে, আমি নিজে তো চুরি করিনি, অটোরিকশা চালিয়ে ভাড়া পেয়েছি। এখানে আমার দোষ কোথায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু
ফ্যাসিবাদী সাবেক মেয়র আতিক আবারও ৫ দিনের রিমান্ডে
একসঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ৪ ঘূর্ণিঝড়
"হিনার আবেগঘন পোস্টে দুশ্চিন্তায় ভক্ত-অনুরাগী"
নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি জাবি ছাত্রশিবিরের
ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস আলম
যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা