৩ বছরের মাথায় পাকতে শুরু করেছে কাজু বাদাম

গারো পাহাড়ে কফি চাষের অপার সম্ভাবনা

Daily Inqilab এস. কে. সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে

০৩ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম

সীমান্তবর্তী শেরপুর জেলা (উত্তর) ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়িসহ গোটা গারো পাহাড়ি অঞ্চলে কাজুবাদাম ও কফি চাষের অপার সম্ভাবনা রয়েছে। কফি পানীয় হিসেবে বিশ্বজুড়ে যেমন জনপ্রিয়, বাংলাদেশেও ঠিক তেমনিই শহর, বন্দর, গ্রামাঞ্চল সর্বত্রই এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশে যে কফি পাওয়া যায় তার বেশির ভাগ আমদানিকৃত। আশার কথা, পার্বত্যাঞ্চলে চাষ হচ্ছে কফি। কফির আবাদে ইতোমধ্যেই বান্দরবানের চাষিরা সফলতা পেয়েছেন। পাহাড়ের মাটি, আবহাওয়া ও পরিবেশ কফি ও কাজুবাদম চাষের জন্য উপযোগী।

ইতঃপূর্বে গারো পাহাড়ে ছিল নানা প্রজাতির পাহাড়ি ফলদ গাছ। সুতরাং এখানে কফি ও কাজু বাদাম চাষযোগ্যই হবে। কেননা বান্দরবান পাহাড় ও গারো পাহাড়ের মাটি, আবহাওয়া একই ধরনের। বান্দরবানের চিম্বুক পাহাড়ে কফি চাষ হচ্ছে, কৃষকরা সফলতাও পাচ্ছেন। একই ধরনের মাটি ও আবহাওয়া গারো পাহাড়ে কফি এবং কাজুবাদাম চাষ সম্ভব বলে শতবর্ষী ডা. আব্দুল বারী, আলহাজ¦ শরীফ উদ্দিন সরকার ও আলহাজ¦ গোলামসহ প্রবীণ লোকজনদের সাথে আলাপ করে জানা গেছে। তারা বলেন, চিম্বুক পাহাড়ে কফির চাষ হলে গারো পাহাড়ে হবে না কেন? মাটি ও আবহাওয়াতো একই। সুতরাং পাহাড়ে কফি-কাজুবাদাম চাষের সম্ভাবনা রয়েছে।

চিম্বুক পাহাড়ের কফি চাষ সরেজমিন ঘুরে এসে একটি বেসরকারী কোম্পানী বাজাজের রংপুর বিভাগীয় কর্মকর্তা শেরপুর শহরের বাসিন্দা আরিফুর রহমান সুজন বলেন, সেখানকার কফি চাষিদের সাথে আলাপ করে জেনেছি, চারা রোপণের ২ বছর থেকে ফলন দেয়। ৩য় বছর দেয়া শুরু হয় ফল। গাছ ৭০/৮০ বছর বাঁচে। জানুয়ারিতে ফুল আসে, সপ্তাহান্তেই ফলে পরিণত হয়। নভেম্বরে ফল পাকে। ফল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে হয়। তিনি বলেন, আম, জাম, জাম্বুরাসহ ফলদ বাগানে সাথী ফল হিসেবে কফি চাষ করা হচ্ছে। চারা বর্ষায় রোপণ করতে হয়। ছায়া ও মাটির আর্দ্রতা লাগে। বেশি ছায়া হলে ফলন কম হয়। রোদ প্রয়োজন। সেখানে রোবস্ট ও অ্যারিয়েন নামে ২ ধরনের কফি চাষ হচ্ছে। কফির খোসাসহ প্রতি কেজি দুই-আড়াইশ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেক গাছ থেকে বছরে ৫ থেকে ১৫ কেজি ফল পাওয়া যায়। ফলন শুরু থেকে টানা ৪০-৫০ বছর কফি পাওয়া যায়।
ওই কর্মকর্তা বলেন, চাকরি শেষে তিনি বাড়ী এসে গারো পাহাড়ে কফির চাষ করবেন। সে জন্যই তিনি সব বিষয়ে জেনেছেন। তিনি দৈনিক ইনকিলাবকে জানান, দেশে চাহিদার তুলনায় কফি উৎপাদন হয় কম। ফলে ইথিওপিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। অথচ পাহাড়ে চাষের মাধ্যমে চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা সম্ভব।

এদিকে শেরপুর উত্তরে পরীক্ষামূলকভাবে চাষ শুরু হয়েছে কাজুবাদামের। ইতোমধ্যে এখানকার বাগানগুলোয় কাজুবাদাম পরিপক্বও হতে শুরু করেছে। চাষিদের মুখে দেখা যাচ্ছে হাসির ঝিলিক। ভারত সীমান্তঘেঁষা প্রায় ৪০ কিলোমিটার দূরত্বের এ সীমান্তে হাতির আক্রমণ এবং পানির অভাবে অনেক জমি পতিত পড়ে থাকে। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে ৩ বছর আগে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ‘কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পর আওতায়’ ৩ উপজেলায় সাড়ে ১৮ একর জমিতে ৩৬টি প্রদর্শনী প্লটের মাধ্যমে কম্বোডিয়ান এম-২৩ জাতের কাজুবাদামের চারা বিতরণে এ অঞ্চলে কাজুবাদাম চাষ শুরু হয়। ৩ বছরের মাথায় প্রদর্শনী বাগানে ফুল ও ফল এসে বাদাম পাকতে শুরু করেছে। বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম। এসব গাছ থেকে ৫০-৬০ বছর পর্যন্ত ফল পাওয়া যাবে। প্রতি কেজি বাদাম বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ১ হাজার টাকায়। তবে প্রসেসিং ছাড়া ৪-৫শ’ টাকা কেজি দরে বিক্রি করা যায়। পাকার পর ওপরের অংশ আপেলের মতো খাওয়া যায় এবং নিচের অংশ নির্ধারিত যান্ত্রিক ব্যবস্থাপনায় বাদাম বের করা হয়ে থাকে।

এদিকে আমদানিনির্ভর এ উচ্চমূল্যের কাজু বাদামের চাষ হচ্ছে এ খবরে অনেকে উদ্যোক্তা ও বেকার যুবক বাগান দেখতে ছুটে আসছেন এবং তারাও বাণিজ্যিকভাবে লাভজনক কাজুবাদাম চাষে আগ্রহ প্রকাশ করছেন।
ঝিনাইগাতি উপজেলার গজনীর বাগান মালিক সোয়েব হাসান সাকিল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে কৃষি বিভাগের এ পাইলট প্রকল্পে চাষ হচ্ছে কাজুবাদাম। আমার বাগানে গত বছর থেকে ফুল আসতে শুরু করে। এবার ফুল ও ফল পাকতে শুরু করছে। ৫০ শতক জমিতে ২শ’ গাছ রয়েছে। তিন বছরে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি, আগামী বছর থেকে ফলন বাড়বে এবং প্রতি গাছে ১৫-২০ কেজি করে বাদাম পাওয়া যাবে। ৮শ’ থেকে ১ হাজার টাকা কেজি দরে এ বাদাম বিক্রি করা যাবে।

শেরপুর জেলা ‘কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়ি উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবির ইনকিলাবকে বলেন, উচ্চ মূল্যের এ কাজুবাদাম দেশে একটি নতুন অর্থকরী ফসল। কৃষি বিভাগের মাধ্যমে কাজুবাদামের উৎপাদন বাড়ানোর প্রকল্প নেয়া হয়েছে। এ ফসলের অনেক ঘাড়তি রয়েছে। প্রতি বছর আগাম আমদানি করতে প্রচুর টাকা ব্যয় করতে হয়। আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে সমৃদ্ধ করতে এ ফসল শেরপুরের গারো পাহাড়সহ পুরো দেশে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করছে। হাতির উপদ্রব নিয়ন্ত্রণ করা গেলে কৃষকদের মাঝে কাজুবাদাম চাষে ব্যাপক সাড়া জাগবে।’

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ. হুমায়ুন দিলদার ইনকিলাবকে বলেন, কৃষি বিভাগ কফি ও কাজুবাদাম প্রদর্শনী প্লট করে ইতোমধ্যেই প্রবল্প হাতে নিয়েছে, কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। চিম্বুক পাহাড়ে কফির চাষ হলে গারো পাহাড়ে হবে না কেন? মাটি ও আবহাওয়াতো একই। সুতরাং পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা রয়েছে।
ঝিনাইগাতী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক-আল-মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, ‘সারা দেশের যেসব অঞ্চলে কাজুবাদাম এবং কফির চাষের সম্ভাবনা রয়েছে, তা চাষের আওতায় আনতে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক ২১১ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। গারো পাহাড়কে এ প্রকল্পের আওতায় এনে কাজুবাদাম ও কফির চাষ করা যেতে পারে এবং ব্যাপক চাষের মাধ্যমে উৎপাদিত কফি ও কাজুবাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন ছাড়াও অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
আরও

আরও পড়ুন

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন