প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা
০৩ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম
প্রাইভেটকারের সঙ্গে একটি লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের ডান পাশের লুকিং গøাসটি ভেঙে যায়। আর তখনি প্রাইভেটকার আরোহী কয়েকজন যুবক নেমে পড়েন। ভাংগা লুকিং গøাস দিয়েই লেগুনার চালকের মাথায় একের পর আঘাত করেন। সঙ্গে কিল ঘুষি। এতে রক্তাক্ত জখম অবস্থায় অচেতন হয়ে পড়েন লেগুনা চালক। এরপর প্রাইভেটকার নিয়ে দ্রæতই ঘটনাস্থল ত্যাগ করেন এর আরোহীরা। আহত ওই চালককে সহকর্মীরা নিয়ে যান হাসপাতালে। ততক্ষণে তার মৃত্যু হয়। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত লেগুনা চালকের নাম সবুজ। ৩৫ বছর বয়সী সবুজ ফার্মগেট থেকে নিউমার্কেট রুটে লেগুনা চালাতেন। পুলিশ বলছে, প্রাইভেটকার ও এর একাধিক আরোহীকে সনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার হত্যার শিকার সবুজের লাশ দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পাঠানো হয়েছে। গ্রীনরোড স্টাফ কোয়ার্টারে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তার দুটি সন্তান রয়েছে।
গতকাল ঢাকা মেডিকেল মর্গে একই রুটের আরেক লেগুনা চালক জামাল হোসেন বলেন, নিহত সবুজ নিউমার্কেট-ফার্মগেট এলাকায় গাড়ি চালাতেন। গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি আরেকটি লেগুনার পেছনে বেঁধে সিএনজি পাম্পে যাচ্ছিলেন। পথে পান্থপথ এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের লুকিং গøাস ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের থাকা তিন থেকে চার জন ব্যক্তি প্রাইভেটকার থেকে নেমে ভাঙা লুকিং গøাস দিয়ে সবুজের মাথায় আঘাত করে এবং সবাই মিলে মারধর করে। এতে সবুজ অচেতন হয়ে পড়লে তারা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সবুজকে অপর লেগুনা চালক ফারুক ফার্মগেট লেগুনা স্ট্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত হয়েছে। গাড়িতে যারা ছিলেন তাদের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে পারবো।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় এলাকায় বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আবুল খায়ের যশোরের কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।
নিহত আবুল খায়েরের ভাই মফিজুর রহমান জানান, তার ভাই ভ্যানে করে বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজ করতেন। দুপুরে পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। পথে চন্দনকোঠা শেখপাড়া ফ্লাইওভারের নিচে এলে নড়াইল এ´প্রেস নামে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়