ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

তারেক-জোবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। মামলার রায়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার জেলায় জেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবাদে-

সিলেট ব্যুরো জানায়, রায়কে প্রত্যাখ্যান করে সিলেটে গতকাল জেলা ও মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল করেন। সাজা প্রত্যাহার না করলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন নেতারা। মিছিল নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব ও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ প্রমুখ।

বগুড়া ব্যুরো জানায়, রায়ের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নবাববাড়ী রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। এতে তিন সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, জেলা ছাত্রদলের সাইদুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

দিনাজপুর অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গতকাল বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে পুলিশের বেধে দেয়া সীমানায় মিছিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মন্নোফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে। গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, রায়ের প্রতিবাদে মাগুরায় গতকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল বের করেন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামপুরপাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সেøাগানে শহরের সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, শালিখা বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন টুকু, জেলা বিএনপির তত্বাবধায়ক সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল এ সময় উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে গতকাল বিকেলে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, প্রহসন মূলক রায়ের প্রতিবাদে ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিট। আইনজীবী সমিতির দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির মূল ফটকে এক সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিট এর সভাপতি অ্যাড. মো. মোহসিনউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মো. সালাহউদ্দীন সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু