ডেঙ্গুর গজব থেকে পরিত্রাণে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে জুমার খুৎবা-পূর্ব বয়ান
০৪ আগস্ট ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দেশে ডেঙ্গুর প্রভাব প্রকট আকার ধারণ করেছে যা পূর্বের তুলনায় অনেক বেশি। অন্তরের পরিশুদ্ধির পাশাপাশি ডেঙ্গুর গজব থেকে রক্ষা পেতে নিজেদের আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। জলাবদ্ধতাই এডিস মশার জন্মানোর প্রধান উৎস। তাই নিজেদের আশেপাশে কোথাও পানি জমে থাকতে দেখলে দ্রুত তা অপসারণ করে ফেলতে হবে।
সর্বপরি আল্লাহর এ গজব থেকে পরিত্রাণের জন্য তাঁর নিকট প্রত্যাবর্তন করতে হবে। নিজেকে সপেদিতে হবে তাঁর গোলামির তরে। বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাইতে হবে। নিজেদের গুনাহের জন্য লজ্জিত হয়ে, গুনাহ মুক্ত থাকার খালেস নিয়ত ও আমল করতে হবে। গতকাল রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক জুমার খুৎবা পূর্ব বয়ানে এসব কথা বলেন। খতিব সাহেব সকলকে নিজ নিজ গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে আমাদের আল্লাহর নিকট প্রত্যাবর্তন করা উচিৎ। দাম্ভিকতা, ক্ষমতা, পেশি ও মস্তিস্কশক্তি, সামরিক ও পারমানবিক শক্তি আল্লাহর আযাবের কাছে ঠুনকো বালুকণা ছাড়া কিছুই না। আমরা যা নিয়ে গর্ব-অহংকার করছি তা তো কেবল আল্লাহর অনুগ্রহ ব্যতীত কিছুই নয়। তিনি চাইলে যেকোন মুহুর্তে আমাদের সকল কিছু কেঁড়ে নিতে সক্ষম। মুহুর্তের মধ্যে আমাদের পাহাড়সম জনপ্রিয়তা ধুলিসাৎ করে দিতে পারেন তিনি। আবার তিনিই পারেন অশান্ত এ পৃথিবীকে নিমেশেই শান্ত করে দিতে।
খতিব বলেন, আরবী মাসসূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও বরকতময় মুহররম অতিক্রান্ত করছি, যা নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি। এ মাসকে কেন্দ্রকরে ইসলামের তাৎপর্যপূর্ণ বহু ইতিহাস বিদ্যমান। বিশেষকরে ১০ মুহররম তথা আশুরা দিনের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। আল্লাহ ও রাসূল (স.) এর নিকট যতগুলো মাস মহিমান্বিত ও পবিত্র তন্মধ্যে মহররম অন্যতম।
খতিব বলেন, রহমাতুল্লিল আলামীন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) যেদিন মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন সেদিন থেকে হিজরী সন গণনা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আসমান জমিন সৃষ্টির দিনের নির্ধারিত নিয়মে আল্লাহর নিকট মাসের সংখ্যা বারটি। তন্মধ্যে চারটি পবিত্র এটাই সঠিক নীতি। সুতরাং এ মাসগুলোতের নিজেদের উপর যুলুম করো না (সূরা তাওবা-৩৬)। আল্লাহ রাব্বুল আলামীনের এ বাণী দ্বারা আমরা বুঝতে পারি যে মুহররম মাস কতটা গুরুত্বপূর্ণ। তিনি এ মাসে নিজেদের উপর যুলুম তথা গুনাহে লিপ্ত হওয়ার প্রতি জোড়ালোভাবে নিষেধাজ্ঞা করেছেন। একই সাথে মুহররম মাসের ১০ তারিখ তথা আশুরা দিবসকে ঘিরে পৃথিবী সৃষ্টি থেকে এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস সংগঠিত হয়েছে। আসুন আমরা এ মহিমান্বিত ও বরকতময় মাসকে কেন্দ্র করে নিজেদের আত্মাকে পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাগণের তালিকাভুক্ত হই। খতিব বলেন, আজকে সমাজের যে দিকে তাঁকাবেন আল্লাহর গজব আর আজাবের নিদর্শন দেখতে পাবেন। ইতালির দিকে তাকিয়ে দেখেন একাংশ শক্তিশালী ঝড়ে কবলে অপরাংশ তীব্র তাপদাহ এরই মাঝে ভয়াবহ দাবানলে দেশটির বনাঞ্চল ভষ্মিভুত হচ্ছে। আটলান্টিকের উপকূলীয় অঞ্চলে শীতল পানির প্রবাহের কারণে ক্রমশ ¯্রত হ্রাস পাচ্ছে। মেরুঅঞ্চলের বরফের স্তর অনেকাংশেই কমে আসছে। যার ফলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে বলে গবেষকগণ আশঙ্কা করছেন।
এছাড়ার বিশ্বের বিভিন্ন অঞ্চল আল্লাহর গজবে নানাবিধ সঙ্কটের মুখোমুখি হয়েছে। এর একমাত্র কারণ আমাদের গুনাহ। নিজেদের উপর নিজেদের জুলুম।
তাই আসুন আমরা আযাব ও গজব থেতে নিজেদের হেফাজতের নিমিত্তে আল্লাহর কাছে পানাহ্ চাই। ক্ষমা প্রার্থনার জন্য মুহররম একটি অন্যতম সময় যা বর্তমানে চলমান। আমরা এ মাসকে কাজে লাগিয়ে আল্লাহর অসন্তষ্টি থেকে মুক্ত হয়ে, তাঁর প্রিয় বান্দা হিসেবে জিন্দেগী গঠন করতে পারি। পারিবারিক, সামাজিক. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও রহমতের সুশিতল ছায়াকে পুনর্বিন্যাস করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। আমীন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, ভরসা একমাত্র আল্লাহর উপর, রোগব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা থেকে মুক্তি দানকারী একমাত্র তিনিই। তাঁর ইচ্ছায় সব কিছুই। তাঁর ইচ্ছার বাহিরে গাছের একটি পাতাও নড়ে না, নড়তে পারেনা। তাঁরই ইচ্ছায় যে কেউ রোগাক্রান্ত হয়, আবার কেহ সুস্থ হয়। তিনি মানুষের কল্যাণেই যাকে যখন ইচ্ছা বিপদে আক্রান্ত করেন আবার যখন ইচ্ছা তখন মুক্তি দেন। তার হাতে সব কিছুই। নিমিষেই তিনি সব কিছু অচল করে দিতে পারেন। আবার চোখের পলকেই সব কিছুই সচল করে দিতে পারেন। এটাই তার মহিমা। সুতরাং সব কিছুর আস্থা ও সর্বপ্রকার ভরসা একমাত্র তারাই উপর। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার উপর ভরসা করে, আল্লাহ তায়ালা তার জন্য যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন। (সূরা তালাক, আয়াত নং ৩)।
খতিব বলেন, প্রিন্ট মিডিয়ার ভাষ্য ও হাসপাতালগুলোর অবস্থা দৃশ্যে প্রতীয়মান, যত যা কিছু করা হচ্ছে কেন যেন ডেঙ্গুর প্রকোপ মোটেও কমছে না। দেশের অবস্থা প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতিও যেন সঙ্কটের দিকেই। এ অবস্থায় ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে মুক্তি, দেশের সার্বিক অবস্থার উন্নতি, শান্তি-শৃঙ্খলা সর্বসাধারণের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে মহান আল্লাহর নিকট ক্ষমা ও আশ্রয় প্রার্থনা এবং তার দিকেই প্রত্যাবর্তনের বিকল্প নেই। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, তোমরা আমাকে ডাক। আমি তোমাদের ডাকে সাড়া দিব। (আল কোরআন)। আল্লাহ সবাইকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করেন। আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার