২৩ প্রতিষ্ঠানের মালিক হওয়ার তথ্য দুদক টিমের হাতে
০৫ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে আরও জাল-জালিয়াতির তথ্য এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিমের হাতে। জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখল, কাগুজে প্রতিষ্ঠান সৃষ্টি, কর ফাঁকিসহ অর্থ পাচারের মতো তথ্যও এসেছে টিমের হাতে।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাজউক চেয়ারম্যানসহ অন্যান্যদের সহায়তায় আব্দুস সালাম মুর্শেদী রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ২৭/বি নম্বর বাড়িটি দখল করেন। এটি একটি সরকারি সম্পত্তি। এ ছাড়া নথি জালিয়াতির মাধ্যমে সালাম মুর্শেদী গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের সিইএন (ডি)-২৭ নম্বর বাড়িটি বরাদ্দ নেন। গুলশান-১, রোড-৮ এর ৬ নম্বর বাড়িটি কেনার সময় জমির প্রকৃত মূল্য না দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেন। ওই বাড়ি কেনার সমুদয় টাকার হিসাবও অস্বচ্ছ।
ওই কর্মকর্তা আরও জানান, হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান শুরুর পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সালাম মুর্শেদীর বিরুদ্ধে বহুমাত্রিক জাল-জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে। তাতে দেখা যায়, সালাম মুর্শেদী অন্তত ২৩টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে শুধু কাগুজে, কোনো কার্যক্রম নেই। যার মাধ্যমে কালো টাকা সাদা করছেন। তার ওই প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের হিসাবে নয়-ছয় করে বছরে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। এছাড়া প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদের কাছ থেকে এনভয় গ্রুপের মালিকানা সেটেলম্যান্ট করার সময় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন তিনি। যে অর্থ তার আয়কর রিটার্নেও যথাযথ প্রদর্শন করা হয়নি। মুলত কালো টাকা দিয়ে তিনি একের পর এক সম্পত্তি কিনছেন। কিছু দিন পরপর নামে-বেনামে কোম্পানি তৈরি করছেন। এসব কাগুজে প্রতিষ্ঠানে দেখিয়ে ওই প্রতিষ্ঠানকেই আবার লোকসানি দেখিয়ে অর্থপাচার করছেন বিদেশে। দুদকের টিম এখন এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে রেকর্ডপত্র তলব করেছে।
এর আগে আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১৩ কর্মকর্তাকে তলব করে দুদক। নথি জালিয়াতির মাধ্যমে সালাম মুর্শেদীকে গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের সিইএন (ডি)-২৭ নম্বর বাড়িটি বরাদ্দ দেয়া হয়-এমন অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ২০২২ সালের ১১ আগস্ট দুদকে আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদক আবেদন আমলে না নেয়ায় একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার সুমন। হাইকোর্টের নির্দেশে দুদক অনুসন্ধানে নামে। চলতি বছর ৩০ জানুয়ারি থেকে দুই সদস্যের একটি টিম এ বিষয়ে কাজ করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেঃমির্জা ফখরুল ইসলাম
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু