পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগের নেতাকে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ আরেক নেতার বিরুদ্ধে
০৬ আগস্ট ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান ওরফে শ্রাবণের বিরুদ্ধে একই সংগঠনের সাবেক সহসম্পাদক সবুজকে পিস্তল ঠেকিয়ে তুলে নেয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণখানের গাওয়াইর কাজীবাড়ি এলাকায় এ ঘটনার পর থেকে সবুজ উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সবুজ বলেন, আবু সুফিয়ান বিয়ে ও সন্তানের বিষয়টি লুকিয়ে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন। এ ছাড়া আবু সুফিয়ান হজ ক্যাম্প, কসাইবাড়ি, রেলগেটের ফুটপাতসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন। কোনো কারণে সম্প্রতি সেটাও বন্ধ হয়েছে। সুফিয়ানের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্প্রতি কে বা কারা বিষয়টি ফেসবুকে ছড়িয়ে দেন। এসবের জন্য আবু সুফিয়ান তাঁকে আমাকে দোষারোপ করেন। এসব নিয়ে আবু সুফিয়ান তার ওপর ক্ষিপ্ত হন।
সবুজের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দক্ষিণখানের গাওয়াইর কাজীবাড়ি এলাকায় আবু সুফিয়ান তার মাথায় পিস্তল ঠেকান। কিছুক্ষণের মধ্যে জড়ো হন আরও ৩০ থেকে ৩৫ জন। তারা সবাই তাঁকে প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের কিছু লোক জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করেন। এরই একপর্যায়ে তারা কয়েকজন মিলে তাঁকে মারতে মারতে একটি অটোরিকশায় করে ‘কেসি হাসপাতালের’ দিকে নিয়ে যেতে থাকেন। সেখানে ঘটনাক্রমে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন তাঁদের থামান।
তোফাজ্জল হোসেন বলেন, হঠাৎ দেখি একটি ছেলেকে (সবুজ) কয়েকজন মিলে মারধর করছে। ওই ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারা একটি অটোরিকশায় তুলে ওই ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল। পরে আমি কেসি হাসপাতালের সামনে গিয়ে তাদের পথ আটকাই। দেখি ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শ্রাবণ ও তার সঙ্গে আরও কয়েকজন। ওই ছেলেও (সবুজ) আমাকে দেখে ‘কাকা, বাঁচান বলে’ চিৎকার শুরু করেছে। পরে আমি সব কয়টাকে অটোরিকশা থেকে নামাই। মারধরের কারণ জিজ্ঞাসা করি। কেউ কোনো সঠিক উত্তর দিতে পারছিল না। পরে পুলিশ এলে বিষয়টি মীমাংসার কথা বলে চলে আসি।’ এভাবে রাতের অন্ধকারে একজনকে মারধর করা মোটেও ঠিক হয়নি।
এসব অভিযোগ অস্বীকার করেছেন আবু সুফিয়ান বলেন, আমার বিয়ে, সন্তান থাকা বা চাঁদা তোলা নিয়ে যা বলা হয়েছে, সব মিথ্যা ও বানোয়াট। আমি সাইবার ক্রাইমে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ‘সবুজের সঙ্গে আমার এক ছোট ভাইয়ের আগে থেকে ঝামেলা ছিল। লোকজন সবুজকে মারধর করছিল। পরে পুলিশ তাদের ধরে ফেললে খবর পেয়ে আমি সেখানে যাই।
মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এটা তাদের নিজেদের (ছাত্রলীগ) মধ্যে গন্ডগোল। আমি বলেছিলাম, তাদের আইনগত কোনো সহযোগিতা লাগলে যেন থানায় যোগাযোগ করে। কিন্তু পরে আর এ ব্যাপারে কেউ থানায় আসেনি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ