ইবিতে স্বাক্ষর জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ
০৬ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতি, পরিদর্শকবিহীন পরীক্ষা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ হোসেন। নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার পরিদর্শক থেকে তাকে বাদ দেওয়াসহ অনিয়মের অভিযোগ তুলে এসব বিষয়ে গত ১২ জুলাই ভিসি বরাবর লিখিত আবেদন দেন তিনি।
লিখিত অভিযোগে তিনি বলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে গত ১১ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মান উন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির সভাপতি (সহকারী অধ্যাপক আতিফা কাফি) উক্ত পরীক্ষাগুলোর পরিদর্শক হিসাবে নিয়ম বহির্ভূতভাবে অজ্ঞাত কারণে আমাকে বাদ দিয়েছে। এ ছাড়া উক্ত পরীক্ষা গুলোর একাধিক রুটিন প্রণয়ন, পরিদর্শকবিহীন পরীক্ষা গ্রহণ, ভিন্ন শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা গ্রহণ ও একই দিনে একই শিক্ষার্থীর একাধিক পরীক্ষা গ্রহণ ইত্যাদি নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যা বিভাগের সভাপতির নিকট বারংবার জানানোর পরও রহস্যজনক কারণে সভাপতি নিরব থেকেছেন এবং তার কোন সদুত্তর দিতে পারেননি। সর্বোপরি এ বিষয়ে তিনি কোন পদক্ষেপ গ্রহণ না করে উক্ত মান উন্নয়ন পরীক্ষার চূড়ান্ত বিল প্রশাসন বরাবর প্রেরণ করা হয়েছে। এমনকি বিলের মধ্যে বিভিন্ন রকম অসামঞ্জস্য লক্ষনীয়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাবর্ষের রিটেক পরীক্ষার পরিদর্শক তালিকা থেকেও আমাকে বাদ দেয়া হয়েছে যা সম্পূর্ন অনৈতিক ও বৈষম্যমূলক। এই বিষয়ে যথাযথ তদন্তপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান ওই শিক্ষক।
এদিকে একটা পরীক্ষায় চারবার রুটিন পরিবর্তন করা হয়েছে-যা হয়রানিকর বলে মন্তব্য করেছেন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষকদের গ্রুপ রাজনীতি ও আন্তকোন্দলের কারণে বিভাগের এমন অবস্থা বলে জানা গেছে।
পরে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দারকে সদস্য করা হয়।
কমিটির সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কমিটি গঠনের বিষয়ে চিঠি পেয়েছি। কমিটির আহ্বায়ক ট্রেজারার স্যার অসুস্থ আছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে বিষয়টি নিয়ে বসবো। বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন বলেন, আমার কাছে অনিয়ম দৃষ্টিগোচর হওয়ায় আমি প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আশা করি উপযুক্ত তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন নিয়মবহির্ভূতভাবে বিভাগ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন বলে জানিয়েছে সূত্র। সূত্র জানায়, তিনি বিভাগে না এসেও অন্যদের মাধ্যমে বিল উত্তোলনের পেপারে স্বাক্ষর করিয়ে নিতে বলেন। নিয়ম অনুযায়ী বিভাগের মিটিংয়ের কয়েকদিন আগেই নোটিশ দেয়া হয়, বিভাগে উপস্থিত না থাকার ফলে নোটিশ দৃষ্টিগোচর না হওয়ায় তিনি কিছু মিটিংয়ে এটেন্ড করতে পারেন নি। এছাড়া তিনি কয়েকটা ক্লাস নিয়েই শিক্ষার্থীদের সেমিস্টার শেষ করে দেন বলে অভিযোগ উঠেছে।
বিভাগের সহকারী অধ্যাপক ও পরীক্ষা কমিটির সভাপতি আতিফা কাফি বলেন, যদি তদন্ত কমিটি হয়ে থাকে তাহলে কমিটির সাথেই এই বিষয়ে বলবো।
এই বিষয়ে জানতে চাইলে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি এ এইচ এম নাহিদ বলেন, আমি আমার সহকর্মীর বিরুদ্ধে কোন কিছু বলতে চাই না। তদন্ত কমিটি আমার কাছে আসলে আমার যে তথ্য-উপাত্ত দেয়া দরকার আমি তা দেবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফ বিজিবির অভিযানে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ভক্তদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছে
এবার হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি দুই ব্যক্তি নিহত
তৃতীয়বার কমলো স্বর্ণের দাম
আবারও পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি
আবারও ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত ৯১
প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!