ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধ করুন
০৬ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ভারতে হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গায় মসজিদের ইমামসহ ৬জন মুসলিম হত্যাযজ্ঞের ঘটনায় বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। বিভিন্ন দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে বলেন, উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ভারতের মুসলিম জনগোষ্ঠী আজ আতঙ্কিত ও তটস্থ।
নেতৃবৃন্দ বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দফায় দফায় মুসলিম জনগোষ্ঠীর উপর বর্বরোচিত হামলা চালিয়ে দেশটিকে মুসলিম শূন্য করতে চায়। ভারতীয় নিরীহ মুসলমানদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে মোদি সরকার চরমভাবে ব্যর্থ। অবিলম্বে মুসলিম হত্যা নির্যাতন বন্ধ করতে হবে।
খেলাফত মজলিস : ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও ও নুর জেলায় সম্প্রতি দাঙ্গায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে একটি মসজিদের ইমামসহ এখনো পর্যন্ত ৬জন মুসলিম নিহতের ঘটনায় উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ভারতের মুসলিম জনগোষ্ঠী আজ আতঙ্কিত ও তটস্থ। হরিয়ানা রাজ্যের যে মসজিদে আগুন লাগিয়ে ইমামকে হত্যা করা হয়েছে এটা চরম হিন্দুত্ববাদী র্ববরতা ছাড়া আর কিছুই নয়। কোন ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস ও ধর্মীয় নেতাকে হত্যার কথা কোন সভ্য ধর্মের অনুসারীরা করতে পারে না। নেতৃদ্বয় বলেন, ভারত নিজেদেরকে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করলেও মূলত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে দেশটি আত্মসমর্পণ করে বসে আছে। বিজেপি সরকার এসব দাঙ্গা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের ইন্ধন ছাড়া এমন দু:সাহস দাঙ্গাবাজরা করতে পারে না। আমরা অবিলম্বে নিহত ইমাম হাফিজ সাদসহ সকল হত্যাকা-ের বিচার দাবি করছি। নিজ দেশের মুসলিম নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ খেলাফত মজলিস :
ভারতের হরিয়ানার গুরগাঁওতে একটি মসজিদে একদল হিন্দু আগুন লাগিয়ে মসজিদের ইমামসহ তিনজনের নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, ভারতে বিভিন্নন্থানে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে। ইতিপূর্বে দুই মুসলিম যুবককে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ভারতের সরকার হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
নেতৃদ্বয় আরও বলেন, ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচয় দিলেও মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এবং রাষ্ট্রে কোনো জোরালো প্রদক্ষেপ না নেওয়ায় সেখানকার হিন্দুরা মুসলমানদের উপর বার বার অমানবিক আচরণ করেই যাচ্ছে। মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। মসজিদে আগুন দিয়ে যারা ইমামকে হত্যা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। যাতে করে কেউ আর এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না পায়। নেতৃদ্বয় বলেন, মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বিধায় একই এলাকায় মুসলমান ও হিন্দু বসবাস করতে পারে। তারা মুসলমানদেরর রক্ত নিয়ে হলি খেলা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। না হয় ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
নেতৃদ্বয় ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ করার আহ্বান জানান। এদিকে আজ এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারী জেনারেল রশীদ মুশতাক ভারতে ইমামসহ তিনজনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলমানদের উপর এভাবে অত্যাচার কোনোভাবেই সহ্য করা যায় না। ভারত সরকারকে এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত