নদ-নদীর পানি বৃদ্ধিতে টঙ্গীতে ডাকাত আতঙ্ক
০৭ আগস্ট ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
টঙ্গীতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন পশ্চিম মেট্রো থানাধীন গুটিয়া, আন্দারুল, বাকরাল, ভাদাম ও মুদাফা এলাকার পাঁচ গ্রামের মানুষ। এখানে সন্ধ্যা ঘনিয়ে এলেই সশস্ত্র ডাকাতদলের সদস্যরা ইঞ্জিনচালিত দ্রুতগতির বিশেষ নৌ-যান নিয়ে তুরাগ নদের শাখা দিয়ে বিলে প্রবেশ করে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ যাত্রীবাহী, পিকনিক ও মালবাহী ট্রলার। দুর্ধর্ষ ডাকাতরা আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যাত্রীবাহী ট্রলার ও মানুষের বাসাবাড়িতে হানা দিয়ে মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যাচ্ছে। ডাকাতিকাজে বাধা দিলে নেমে আসে মারধর, নির্যাতন। ডাকাতদের ছোঁড়া গুলি ও মারধরে গুটিয়া এলাকার অন্ততঃ ৬/৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন-সুমন মিয়া (৩৮), সোহাগ মিয়া (২৬), সায়েম ওরফে বাবু (২৭), আব্দুল কাইয়ুম (৩২), সানোয়ার হোসেন (২৭), আকরাম হোসেন (২৫) ও জাকারিয়াসহ অজ্ঞাত আরো কয়েকজন। এদের মধ্যে ডাকাতদের ছোঁড়া গুলি লেগে সায়েম ওরফে বাবুর চোখ নষ্ট হয়ে গেছে এবং সোহাগ মিয়া হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ সায়েমের স্বজনরা গত জুলাই মাসে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় পুলিশ প্রশাসন ও নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করা হলেও দৃশ্যতঃ ওই এলাকাগুলোতে প্রয়োজনীয় পুলিশী তৎপরতা না থাকায় ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। ফলে ডাকাত আতঙ্কে থাকেন ওই এলাকার শিশু, বৃদ্ধ ও কিশোর-কিশোরীসহ সব বয়স এবং শ্রেণি পেশার মানুষ। ডাকাতদের ভয়ে এলাকাবাসী রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন।
এলাকাবাসী জানান, গত দেড় মাসে গুটিয়া, আন্দারুল, বাকরাল, ভাদাম ও মুদাফা গ্রামের বিভিন্ন বাসাবাড়ি ও বিলে ৬-৭টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলেই ডাকাতরা দ্রুতগতির দুই মাথায় ইঞ্জিন লাগানো বিশেষ নৌ-যান নিয়ে বিল ও তুরাগ নদে পানিতে চলাচলরত ট্রলারগুলোতে হানা দেয়। সুযোগ বুঝে বিভিন্ন বাসা বাড়িতেও হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এদের হাত থেকে এলাকার মৎসজীবী, কৃষক, পর্যটক ও পিকনিকে ঘুরতে আসা লোকজনও রেহাই পাচ্ছে না। তাদের ডাকাতি কাজে বাধা দিলে নেমে আসে মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন। গুটিয়া এলাকার কিছু দুর্বৃত্তের সহযোগিতায় সাভার আমিন বাজার এলাকার জলদস্যু ও ডাকাত সর্দার রাজন, টেক্কা, লেদু, শামীম দেওয়ানসহ ৩০-৩৫জনের একটি ডাকাতদল ৩-৪টি ইঞ্জিন চালিত বিশেষ নৌ-যান নিয়ে গুটিয়া, আন্দারুল, বাকরাল, ভাদাম, মুদাফা, পলাশোনা, ইছরকান্দিসহ তুরাগ নদের পাশ ঘেঁষে গড়ে উঠা গ্রামগুলোতে প্রতিনিয়ত ডাকাতি করে আসছে। থানা এলাকা থেকে এসব গ্রামের যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় পুলিশ প্রশাসনের লোকজন খবর পেলেও সময় মতো সেখানে পৌঁছতে পারছেন না। এছাড়াও টঙ্গী মিরাশপাড়া নৌবন্দর এলাকায় নৌ-পুলিশ ফাঁড়ি থাকলেও তুরাগ নদ বা আশপাশের এলাকায় নৌ পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না বলেও এলাকাবাসীর অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক গুটিয়া, আন্দারুল ও বাকরাল গ্রামের কয়েকজন বাসিন্দা ইনকিলাবকে জানান, গত জুলাই মাসে মাঝামাঝি সময় একদল সশস্ত্র ডাকাত গুটিয়া এলাকার আব্দুল মান্নানের ট্রলার ডাকাতি করে ছিনিয়ে নেয়। কয়েকদিন নর্থ টাউন প্রকল্পের পশ্চিম পাশে তুরাগ নদের ঘাট থেকে সায়েম ওরফে বাবুর ট্রলার ডাকাতদলের সদস্যরা নিয়ে যাওয়া সময় তিনি বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গুলির আঘাতে তার দুই চোখ নষ্ট হয়ে গেছে। এর কয়েকদিন পর সোহাগ মিয়া গুটিয়া বিলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে তাকেও গুলি করে আহত করে ট্রলার নিয়ে যায়। এর আগে কৃষক জাকারিয়ার বাসায় হানা দেয় ডাকাতদল। এসময় তার মেয়ের বিয়ের জন্য কেনা স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এছাড়াও বাকরাল-আন্দারুল বিলের মধ্যবর্তীস্থানে পারিবারিক পিকনিকের ট্রলারে হানা দিয়ে ডাকাতরা যাত্রীদের মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এর আগে গাজীপুরের মির্জাপুর এলাকা থেকে ট্রলারে তুরাগ নদে ঘুরতে আসা যাত্রীদের মারধর করে পানিতে নামিয়ে দিয়ে ট্রলার নিয়ে যায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি কর্পোরেশন ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন ইনকিলাবকে বলেন, গুটিয়া, আন্দারুল, বাকরাল, ভাদাম, মুদাফাসহ আশপাশের গ্রামগুলোতে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটছে। বিশেষ করে পিকনিকের ট্রলারগুলোতে ডাকাতির ঘটনা ঘটছে বেশি। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে পশ্চিম থানা পুলিশ ও নৌ-ফাঁড়ি পুলিশকে জানিয়েছি।
যোগাযোগ করা হলে টঙ্গী নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল মান্নান বলেন, আমরা প্রায় সময়ই তুরাগ নদে নৌ টহল দিয়ে থাকি। ডাকাতির ঘটনাটি আমাদের জানা নেই। তবে ওইসমস্ত এলাকায় নৌ টহল আরও বৃদ্ধি করা হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বর্ষাকালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকার গ্রামগুলোর নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়ে যায়। তাই ডাকাতির মতো ঘটনা সংঘঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ওইসব এলাকায় থানা পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ