আইএমইডি’র চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া ১৫ দিনের মধ্যে ত্রুটি অনিয়ম সংশোধনের নির্দেশ

মডেল মসজিদ নির্মাণে অনিয়মের পাহাড়

Daily Inqilab শামসুল ইসলাম

০৭ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অনিয়মকারীরা সরকারের এই মডেল মসজিদ নির্মাণ প্রকল্পটিকে বিতর্কিত করে তুলছে। নানা অনিয়মের অভিযোগ উঠলেও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। সরকারি অর্থ ব্যয়ে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নির্মাণেও অনিয়ম-দুর্নীতি হতে পারে এটা শুনে ইসলামি চিন্তাবিদরা বিস্মিত হয়েছেন। তাদের মতে, যারা সরকারের এই মহতি উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সম্প্রতি মসজিদ প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে আইএমইডির তদন্ত প্রতিবেদনে মডেল মসজিদ নিয়ে যে সব ত্রুটি অনিয়মের অভিযোগ উঠেছে তা’ আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন পূর্বক প্রকল্প সার্কেল ২ বরাবর পত্র মারফত জানানোর জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তার সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। এদিকে, সিদ্ধান্তহীনতার দরুণ মডেল মসজিদগুলোর বিদ্যুৎ বিলের কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। স্থানীয়ভাবে নিয়োগের সিদ্ধান্তে রাজনৈতিক তদ্বিরে কোনো কোনো মডেল মসজিদে অনভিজ্ঞ ইমাম নিয়োগেরও অভিযোগ উঠছে।

এ ছাড়াও বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে সিদ্ধান্তহীনতা এবং ত্রুটিপূর্ণ ডিজাইনের কারণে মূল মসজিদে মুসল্লি সঙ্কুলান না হওয়া ইত্যাদি কারণে মডেল মসজিদ কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারেনি। ইতিমধ্যে মডেল মসজিদকে ঘিরে হতাশার সুর প্রত্যন্ত এলাকায়। ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান মডেল মসজিদে নিয়ে এসব অনিয়মের বিষয়ে কেন নীরব ভূমিকা পালন করছেন তা’ বোধগম্য নয়। ইসলামিক ফাউন্ডেশনের একাধিক সূত্র এ অভিমত ব্যক্ত করেছেন।

আইএমইডির সরেজমিন প্রতিবেদনের তথ্য বলছে, কুমিল্লার চান্দিনায় নির্মিত মডেল মসজিদের অবস্থান উপজেলা প্রশাসন থেকে ১০ কিলোমিটার দূরে মাধইয়া বাজার সংলগ্ন এলাকায়। এটির কাছাকাছি রয়েছে আরও তিনটি মসজিদ। তবে আশপাশে জনবসতি কম। তাই মডেল মসজিদে নামাজ পড়ার মুসল্লি সংখ্যা কম। স্থানীয়দের অভিমত, মডেল মসজিদের স্থান উপজেলা প্রশাসন সংলগ্ন এলাকায় নির্ধারণ হলে ভালো হতো; মাধইয়া বাজারের কাছে মসজিদ স্থাপন করা যথাযথ হয়নি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শনে দেখা গেছে, ৭০টি পিলারের কাজ হলেও সেগুলোর ৪৯টিই ভয়াবহ ত্রুটিপূর্ণ। পিলারের অ্যালাইনমেন্ট ঠিক নেই, রডও বেরিয়ে আছে। মাটি ভরাট করে পিলার নির্মাণের এই ত্রুটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পিলারের জায়গা থেকে শুরু করে রডের ব্যবহারও স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি। মডেল মসজিদটি এমন নি¤œমানের হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে গেছে। বর্তমানে এর নির্মাণকাজ বন্ধ আছে। চাঁদপুর জেলার সদর উপজেলার মডেল মসজিদ পরিদর্শনে দেখা যায়, মসজিদের ছাদ ঢালাইয়ের পুরুত্ব ৬ ইঞ্চি হওয়ার কথা থাকলেও ৫.৫ ইঞ্চি করা হয়েছে। সাইটে মজুদ পাথরের কিছু অংশে মাটির মিশ্রণ দেখা গেছে। জানালার গ্রিল ১২ মিমি ব্যবহার করার কথা থাকলেও ব্যবহৃত হয়েছে ১০ মিমি গ্রিল। কলাম ঢালাই যথাযথ হয়নি। নির্মাণের জন্য আনা ইটের গুণগত মানও খারাপ। সমীক্ষার আওতায় পরিদর্শনকৃত মডেল মসজিদগুলোতে দেখা গেছে, শিক্ষার্থীদের কোরআন হেফজ ও হজযাত্রীদের ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে না। স্থানীয় পর্যায়ে দ্বীনি দাওয়াত কার্যক্রমও পরিচালনা করানো হয় না। প্রকল্পে উল্লেখ থাকলেও নির্মিত মসজিদগুলোতে পুরুষের পাশাপাশি নারীরা আলাদাভাবে নামাজ আদায় করে না। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের শুরুতে এর সম্ভাব্যতা যাচাই করা হয়নি। যা এটির একটি দুর্বল দিক। প্রকল্পের ভূমি অধিগ্রহণে সমস্যা ছিল। মডেল মসজিদের নির্মাণকাজে ধীরগতি একটি বড় সমস্যা। অনেক মসজিদের সঙ্গে সংযোগ সড়ক নেই। প্রকল্পে পর্যাপ্ত জনবল এবং মনিটরিংয়ের অভাব দেখা গেছে। মডেল মসজিদের সামনে সিঁড়ি অনেক উঁচু হওয়ায় বয়স্ক মুসল্লিদের মসজিদে প্রবেশ ঝুঁকিপূর্ণ হবে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

পরামর্শক প্রতিষ্ঠান ডিটিসিএলের এ সমীক্ষায় ১ হাজার ৭৫০ জন অংশ নিয়েছেন। ৭২ শতাংশ অংশগ্রহণকারীই বলেছেন, মডেল মসজিদ নির্মাণে স্থান নির্বাচন সঠিক হয়নি। তারা মনে করেন, মসজিদ মূল সড়কের পাশে হলে ভালো হতো। ৩৭ শতাংশ বলেছেন, কাজের মান তেমন ভালো হয়নি।
ধর্ম মন্ত্রণালয় সূত্র বলছে পুরো মডেল মসজিদের স্বপ্ন নষ্ট হয়েছে একজন ধর্ম সচিবের কারণে। কৃষিবিদ হিসেবে পরিচিত ৯ম বি.সি.এস-এর উক্ত সচিব সিদ্ধান্ত দেন যে মডেল মসজিদের ইমাম নিয়োগ দেবে উপজেলা নির্বাহী অফিসারগণ। অথচ বিষয়টি বায়তুল মোকাররমের খতীবসহ ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্ণরস কিছুই জানেন না। এতে রাজনৈতিক তদ্বিরেই নিয়োগ হয়েছে বেশিয় ভাগ ইমাম। নিয়োগকৃত অনেক ইমামের স্বীকৃত কোন সনদ নেই বলে জানা গেছে।

মসজিদ নির্মাণ প্রকল্প দলিলে বৈদ্যুতিক সাব স্টেশনসহ মসজিদরে নকশা করা হয়। কিন্তু এ সাব স্টেশনের কারণে বিদ্যুৎ বিল বেশী আসে। এ বিল পরিশোধ করতে না পারার কারণে বহু মডেল মসজিদে বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়েছে। চট্টগ্রামের কল্পলোক মডেল মসজিদসহ বহু মসজিদে এ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়ছিল। পরে স্থানীয়দের অনুরোধ ক্রমে তা পূনঃ সংযোগ দেয়া হয়। সারা দেশে বিদ্যু বিল কিভাবে দেয়া হবে তার কোন দিক নির্দেশনা দিতে পারছে না ধর্ম মন্ত্রণালয়। মসজিদের ডিজাইনেও আছে মারাত্মক ত্রুটি। দোতলায় মূল মসজিদে বিশাল জায়গা কেটে রাখা হয় অফিসের জন্য। এর পর অজু খানার জন্যও জায়গা কেটে রাখা হয়। এতে করে দোতলায় মূল মসজিদে মুসল্লি সঙ্কুলান কম হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালট্যান্টস (প্রা.) লিমিটেডকে (ডিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ৫৬০টি মডেল মসজিদ থেকে সম্পন্ন এবং কাজ চলমান রয়েছে এরকম ১৭৫টি নমুনা মডেল মসজিদ পরিদর্শন করে নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন দিয়েছে।

শুধু এই মসজিদ নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি হিসেবে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্পের অধিকাংশ মসজিদ নির্মাণেই এমন চিত্র দেখা গেছে। সম্প্রতি প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালট্যান্টস (প্রা.) লিমিটেডকে (ডিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ৫৬০টি মডেল মসজিদ থেকে সম্পন্ন এবং কাজ চলমান রয়েছে এরকম ১৭৫টি নমুনা মডেল মসজিদ পরিদর্শন করে নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন দিয়েছে। এতে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অনিয়মকারীরা সরকারের এই মডেল প্রকল্পটিকে যেন ‘অনিয়মের মডেল’ হিসেবেই বেছে নিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশে ধর্মীয় জ্ঞানচর্চা বিকাশের অবকাঠামোগত সুযোগ সৃষ্টির লক্ষ্যে নান্দনিক স্থাপত্যশৈলীবিশিষ্ট, ইসলামিক কার্যক্রমের সুযোগ-সুবিধা সংবলিত প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই আলোকে ২০১৭ সালের ২৫ এপ্রিল একনেক সভায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) অনুমোদিত হয়। প্রকল্পটি এপ্রিল ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ মেয়াদে এবং ৯ হাজার ৬২ কোটি টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়ন করার কথা ছিল।

শুরুতে প্রকল্পটি সউদী সরকারের সহায়তায় বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ এক বছর পেরিয়ে গেলেও বৈদেশিক সাহায্য না পাওয়ায় ২০১৮ সালের ২৬ জুন এতে প্রথম সংশোধন করা হয়। সংশোধনের কারণ হিসেবে উল্লেখ করা হয়Ñ এটি সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে এবং প্রকল্পের এ-টাইপ মসজিদের ক্ষেত্রে ৫-তলা ভিতের বদলে ৪-তলা ভিতবিশিষ্ট ৪-তলা মসজিদ, বি-টাইপ মসজিদের ক্ষেত্রে ৪-তলা ভিতের বদলে ৩-তলা ভিত বিশিষ্ট ৩-তলা মসজিদ এবং সি-টাইপ মসজিদের ক্ষেত্রে ৫-তলা ভিতের বদলে ৪-তলা ভিত বিশিষ্ট ৪-তলা মসজিদ নির্মাণ করা হবে। তখন প্রকল্পের মেয়াদ এপ্রিল ২০১৭ থেকে জুন ২০২২ এবং ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা নির্ধারণ করে প্রথম সংশোধন করা হয়। কিন্তু কাজ শেষ করতে না পারায় ২০২১ সালের ৭ ডিসেম্বর এর মেয়াদ ও ব্যয় উভয়ই বাড়ানো হয়। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে জুন ২০২৪ করা হয়। ব্যয় নির্ধারণ করা হয় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। এভাবে একনেক সভার মাধ্যমে প্রকল্পের দ্বিতীয় সংশোধন আসে।

প্রকল্পটি দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের শুরু থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৫৫ দশমিক ১৬ শতাংশ ও বাস্তব অগ্রগতি হয়েছে ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট ২০০টি মডেল মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং সেগুলোর উদ্বোধনও হয়েছে। প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত হলেও পূর্ত কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। এ প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র এক অর্থবছর। এত অল্প সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পূর্ণ করা কষ্টসাধ্য বলে মনে করছে আইএমইডি।
মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের বিষয়ে প্রকল্পটির পরিচালক মো. নজিবুর রহমান গতকাল সোমবার ইনকিলাবকে বলেন, ‘প্রকল্পে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি। ছোটখাটো কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। উল্লাপাড়ায় পিলারগুলো ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। বিদ্যুতের কাজে আমরা ভালো মানের পণ্য ব্যবহার করেছি। আইএমইডি মডেল মসজিদ নিয়ে যে তথ্য সংগ্রহ করেছে, সেটা পুরোপুরি সঠিকভাবে হয়নি। প্রকল্প পরিচালক নজিবুর রহমান বলেন, গত ২ আগষ্ট অনুষ্ঠিত মডেল মসজিদ প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে আইএমইডি মডেল মসজিদ নিয়ে যে সব ত্রুটি অনিয়মের অভিযোগ উঠেছে তা’ আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন পূর্বক প্রকল্প সার্কেল ২ বরাবর পত্র মারফত জানানোর জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তার সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। ওই বৈঠকে আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য নির্ধারিত মডেল মসজিদ সমূহের কাজ আবশ্যিকভাবে যথাসময়ে গুনগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।

গতরাতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মডেল মসজিদ নির্মাণে নানা অনিয়ম ও ত্রুটির প্রসঙ্গে ইনকিলাবকে বলেন, মসজিদ নির্মাণের অনিয়মের ব্যাপারে আমি নীরব নই। গতকাল যেসব মসজিদ নির্মাণে ত্রুটি ও অনিয়মের অভিযোগ পেয়েছি ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি। এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণে যারা দুর্নীতি অনিয়মের আশ্রয় নিয়ে সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করছে তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর শাখার উপ-পরিচালক মুহাম্মদ জাকের হোসাইন গত ৩ আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেরা মডেল মসজিদের যাবতীয় সমস্যা এবং নির্মাণ কাজে নানা ত্রুটি অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, লক্ষ্মীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন। এতে মসজিদের ভেতরে বৃষ্টির পানি প্রবেশসহ ৯টি ত্রুটি উল্লেখ এবং তা দ্রুত নিরসনের অনুরোধ জানানো হয়। সৃষ্ট সমস্যার দরুণ মসজিদে আগত মুসল্লিদের ইবাদত-বন্দেগীতে ব্যাঘাত ঘটছে এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে বাকবিত-া হচ্ছে প্রতিদিন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ