মক্কার হোটেল ব্যবস্থাপনায় বিড়ম্বনা
০৭ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আমাদের ক’জনের থাকার ব্যবস্থা হয়েছিল মিসফালাহ ব্রিজের আগে গোলাকার ১০ তলা বিল্ডিং-এর তৃতীয় তলায়। একদিন পর হঠাৎ গুঞ্জন ওঠে, পাশের দুটি রুমে বিদ্যুৎ নেই। দেখতে দেখতে আমাদের রুমের এসিও বন্ধ হয়ে গেল। হোটেল ব্যবস্থাপনার সব ছেলে বাংলাদেশি। সবচে চতুর চট্টগ্রামের ছেলেটিকে জিজ্ঞেস করলাম। সে বুঝিয়ে বলল, মিস্ত্রি আনা হয়েছিল। সে টাকাও নিয়ে গেছে, কিন্তু আবার বিকল হয়ে গেছে। কমপ্রেসার নষ্ট। শেষে রাত পোহানোর পর ঠিক হয়ে গেল।
হজের মূল পর্ব মিনায় তিন দিন অবস্থানের পর হোটেলে ফিরলাম শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে। মনে হচ্ছিল পা দুটি কোথাও রেখে আসতে পারলে শান্তি পেতাম। কামরায় ঢুকে দেখি বাথরুমে পানি নাই। পাশের সিটে হাত-পা ছেড়ে দেয়া তরুণ ইফতিখারকে বললাম, এই অবস্থা রিসিপসনে একটু বলোনি। আঙ্কেল! রিসিপশনে যাওয়ার বা যোগাযোগের মতো শক্তি আমার শরীরে নেই। অগত্যা নিচে গেলাম। হোটেলের মূল আরবি মালিককে তো কেউ কখনো চোখে দেখেনি। যিনি ভাড়ায় নিয়েছেন তিনিও অদৃশ্য। দেখা গেল কয়েকশ’ লোকের নিবাস পুরো বিল্ডিংয়ে পানির হাহাকার। সবাই মিনা থেকে ফিরেছেন এমন সময় এই দুর্গতি। এক কর্মচারী ছেলে বলল, ৬টা মোটরের ৪টাই নষ্ট হয়ে গেছে গেল রাতে। আনতে হবে জেদ্দা হতে। সময় লাগবে। হোটেলে বয়োবৃদ্ধ ও মহিলারাও আছে। অবস্থাটা কি চিন্তা করা যায়।
রুমমেটদের মধ্যে একজন আসাদ হালিম ভাই বাংলাদেশে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা। আরেকজন ব্যাংক ম্যানেজার মাহমুদুন নবী। তৃতীয়জন দায়েরা জজ মোস্তফা কামাল ভাই। তাদেরও অভিন্ন মত হল, মধ্যম বা নিম্ন মানের হোটেলগুলোতে পানি ও বিদ্যুতের এই ভোগান্তির কথা নিশ্চয়ই সউদী কর্তৃপক্ষ জানে না। ভাষাগত কারণে তাদের সাথে যোগাযোগের বিড়ম্বনাও কেউ পোহাতে চায় না। সউদী কর্তৃপক্ষের উচিত যেভাবে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কাজটি দক্ষতার সাথে আঞ্জাম দিচ্ছেন এবং হোটেল মালিকদের ইচ্ছার ওপর ছেড়ে দেননি, তেমনি বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যাপারটিও সম্পূর্ণ নিজের হাতে নেয়া। বিদ্যুৎ সংযোগে বিঘœ ঘটার সঙ্গে সঙ্গে সরকারি লোকেরা দৌড়ে আসবে, হোটেল মালিকদের মিস্ত্রির বা মেকানিকের পেছনে দৌড়াতে হবে না, নষ্ট মেশিন বা যন্ত্রপাতির জন্য নিজস্ব উদ্যোগে জেদ্দায় যেতে হবে না, এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে মক্কার ম্যানেজমেন্টকে। স্টারযুক্ত বা উন্নত হোটেলগুলোতে এ সমস্যা নাই বা প্রকট নয়, এ জন্যে সমস্যাটি কর্তৃপক্ষের কাছে প্রকট মনে হচ্ছে না। কিন্তু মদীনায়ও শুনেছি, কোনো কোনো ফন্দিবাজ হজ এজেন্সি সস্তায় বাড়ি ভাড়া নিয়ে হজযাত্রীদের জিম্মি করে এ ধরনের ভোগান্তির মধ্যে ঠেলে দিয়েছেন। অভিযোগ করলে হয়ত প্রতিকার পাবে; কিন্তু অভিযোগ করার ভাষা তো তারা জানে না, জায়গাও চেনে না।
আমাদের সুনির্দিষ্ট পরামর্শ, মক্কা মোকাররমা ও মদীনা মুনাওয়ারার সর্বত্র সব ধরনের আবাসিক হোটেল বা বাসাবাড়ির বিদ্যুৎ ও পানি সরবরাহের দায়িত্ব সরাসরি সউদী কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। বিশেষ করে বাথরুম ফিটিংসের অবস্থা নিরীক্ষণ করা একান্তই জরুরি। বিদ্যুৎ ও পানির মতো হজ এজেন্সিগুলোর পরিবেশিত খাবারের ওপরও নজরদারি থাকতে হবে।
হাজীরা হলেন দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। সেই সুবাদে সউদী আরবের মেহমান। মেহমানদের আতিথেয়তা আরব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনে হোটেল মালিকদের ওপর বর্ধিত কর আরোপ করুন। তবুও সামনের বছরগুলোতে সাধারণ হাজীরা যাতে এ ধরনের বিড়ম্বনার সম্মুখীন না হন, তার ব্যবস্থা করুন। এটি আমাদের আবদার, আমাদের প্রত্যাশা, প্রাণের দাবি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত