বেগম খালেদা জিয়ার নাইকো মামলা ১৪ আগস্টের বেশি সময় দেবেন না আদালত

দ্রুত নিষ্পত্তির তোড়জোড়

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০৯ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তির তোড়জোর শুরু হয়েছে। সরকারপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের আইনজীবী দ্রুত আবেদনের শুনানি সম্পন্ন করতে দেখাচ্ছেন এই তোড়জোর। এ প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৪ আগস্ট। এরপর আর সময় বাড়ানো হবে না- মর্মেও জানিয়ে দেন আদালত। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চ আবেদনের আংশিক শুনানি গ্রহণ করে এ তারিখ নির্ধারণ করেন। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়া।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন শুনানিতে অংশ নেন। গত ১৭ মে মামলাটির অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয় হাইকোর্টে।

এর আগে গত ১৯ মার্চ মামলাটিতে বেগম খালেদা জিয়া এবং অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক এমপি এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের অন্তত ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।

গতকাল শুনানিতে বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০০৭ সালে সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো চার্জশিট হয়নি। হাইকোর্ট মামলাটি বাতিল করেছেন। সেই মামলা বাতিলের বিরুদ্ধে দুদক এখন পর্যন্ত কোনো আপিল করেনি। একই ইস্যুতে মামলায় বেগম খালেদা জিয়া মামলা মোকাবেলা করলে শেখ হাসিনা কেন করবেন না?

জবাবে দুদকের আইনজীবী বলেন, মামলার অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে এ আবেদনটি করা হয়েছে। তাদের (খালেদা জিয়ার আইনজীবীদের) দেখাতে হবে যে, বিচারিক আদালত অভিযোগ গঠনের আদেশে কোথায় আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। আমি বলবো আদেশের কোথাও আইনের ব্যত্যয় ঘটেনি। দুদক শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাতিলের আদেশের বিরুদ্ধে কেন আপিল করলো না সেটি এ মামলার বিষয়বস্তু নয়। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো মামলা কেন বাতিল করা হয়েছে- সেটির বিশদ ব্যাখ্যা হাইকোর্টের রায়ে রয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা এক জিনিস নয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে তা অন্যান্য অভিযুক্তদের স্বীকারোক্তিতে উঠে এসেছে।

খুরশীদ আলম খান বলেন, ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ওই রায়ে আপিল বিভাগ বলেছেন, খালেদা জিয়ার অপরাধ প্রকাশ হচ্ছে, এই অপরাধের গুরুত্ব কতটুকু, তা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ণয় হবে। পক্ষান্তরে ২০১০ সালে শেখ হাসিনার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা বাতিলের রায়ে হাইকোর্ট বলেছেন, এ মামলায় কোনো অপরাধ সংঘটিত হয়নি।

এ পর্যায়ে ব্যারিস্টার কায়সার কামাল শুনানির জন্য সময় প্রার্থনা করেন। তিনি বলেন, আবেদনের ওপর মূল শুনানি করবেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তিনি এখন অসুস্থ। তাই আজকের শুনানি মুলতবি রেখে নতুন সময় নির্ধারণের আর্জি জানাচ্ছি। আদালত তখন বলেন, আমরা দুদকের বক্তব্য শুনি। আপনি নোট নিন। আমরাও নোট নিচ্ছি। এ সময় দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান সময় প্রদানের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এ মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ অবস্থায় মামলাটির অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ২২ আগস্ট বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। হাইকোর্টে শুনানির তারিখ থাকলে বিচারিক আদালত তারিখ পিছিয়ে দিতে হয়। এতে বিচার আটকে থাকে। এসব বিচারে এই আবেদনের শুনানি দ্রুত শেষ হওয়া জরুরি।

আদালত তখন আগামী ১৪ আগস্ট সকাল ১১টায় পরবর্তী শুনানির তারিখ ধার্য করে বলেন, এরপর শুনানি আর পেছানো হবে না। ওইদিন শুনে (আবেদনের শুনানি) শেষ করে দেবো।

এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী বলেন, প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা আজকে শুনানি করতে চাই। ১০ মিনিটের মধ্যে শুনানি শেষ করব। আদালত তখন আগামি ১৪ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
আরও

আরও পড়ুন

কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?

কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা