বাংলাদেশে সংবিধানের আলোকে নির্বাচন হবে, ভারত বিশ্বাস করে

চীন-জামায়াত ভারতের জন্য কোনো ঝুঁকি নয় : আওয়ামী লীগকে বিজেপি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম

চীন ও জামায়াত ভারতের জন্য কোন ঝুঁকি নয় বলে বাংলাদেশের ক্ষমতাশীন দল আওয়ামী লীগকে জানিয়েছেন ভারতের ক্ষমতাশীন দল ভারতীয় জনতা পার্টির- বিজেপি নেতারা। গতকাল বৃহস্পতিবার ৩ দিনে ভারত সফরে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলের নেতারা। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভারত সফর করে আসা দলটির প্রতিনিধি দলের প্রধান ও দলের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের কোন আগ্রহ নেই। তবে ভারত বাংলাদেশের আগামী নির্বাচন এদেশের সংবিধান অনুসারে হবে বলে বিশ্বাস করে বলে জানিয়েছেন ওই প্রতিনিধি দলের সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গত রোববার ভারতের ক্ষমতাশীন দল বিজেপির আমন্ত্রণে সে দেশে সফরে যান আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সভাপতিমÐলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ ছাড়া দলের যুুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত আওয়ামী লীগের পাশে থাকরব কী না এমন প্রশ্নের জবাবে ভারত সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজাক বলেন, নির্বাচন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। এখানে ভারতের কিছু করার নাই। ভারত নির্বাচনে কী করবে? তাদের কিছু করার নাই। তারা কোন মন্তব্যও করে নাই।

বাংলাদেশে মার্কিন চাপ নিয়ে ভারত জানে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ। তাদের সাথে আমাদের কানেকটিভিটি অনেক বেশি। পার্সন টু পার্সন কানেকশন কত বেশি, আপনারা জানেন। বাংলাদেশে কি হচ্ছে তারা সবকিছু জানে। রাজনৈতিক অর্থনৈতিক কিছু বিষয়ে তারা জানে। তাদের আগ্রহ আছে।
আগামী নির্বাচনে জামাতের সহিংসতা ভারতীয় ধারণা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্ব আমাদের সাথে আলোচনা হয়নি। দুই দেশেরই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ আছে তথ্য আদান প্রদান করা হয়।

বিএনপির প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী বলেন, তারা বিদেশীদের উপর নির্ভয় করে এখন দেখেছে যে কিছু নাই, পানিতে
ডুবে যাবে। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে ভবিষ্যত রাজনীতি কার দ্বারা নিয়ন্ত্রিত হবে?

ভারত সফরকারী আওয়ামী লীগের ওই দলের সদস্য ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ভারত ধৃঢভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সংবিধানের আলোকে যে নির্বাচন হবে সেটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ জন্য এখানে অন্য যে দাবি আছে তার কোন প্রয়োজন নেই। এটা তারা বুঝে। তারা মনে করে, সংবিধান আলোকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট বাংলাদেশ হবে। সংবাদ সম্মেলনে চীন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের জন্য চীন সবসময়ে দুশ্চিন্তার ফ্যাক্টর। সে জন্যই তাদের সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয়। আমরা বলেছি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়। সেই নীতি নিয়েই আমরা চলি কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা এই সম্পর্কের সাথে কারো সম্পর্ক তুলনীয় নয়। সেই প্রসঙ্গে এই বিষয়টি এসেছে। তিনি আরো বলেন, আমাদের সাথে জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গিদের একটি ক্রস বর্ডার কানেকশন রয়েছে এটা নিয়ে তারা ওয়াকিবহাল আছে। ভারত বাংলাদেশে মার্কিন চাপ কমাতে কোন পদক্ষেপ নিবে কীনা জানতে চাইলে তিনি বলেন, কে বলেছে যে আমেরিকার চাপ আছে। বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন চাই।

বিএনপিকে নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির বিদেশ প্রীতি তাদের আছে ধন্যা দেওয়া কমে নাই। সেটি করে যে কোন লাভ হচ্ছে না সেটা অনুধাবন করতে পেরেছে। সেজন্য এই সুরে কথা বলছে। আমরা ভারত গেছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে। মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগের অফিসে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তারা নিজেরা ধন্যা দিয়ে বিভিন্ন জায়গায় যায়। ধন্যা দিয়ে যে লাভ হচ্ছে না সেটা তারা অনুধাবন করতে পেরেছে। সে জন্য তারা এখন উল্টা শুরু কথা বলা শুরু করেছে।

এর আগে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ভারত সফরে আওয়ামী লীগ প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীরে ও আন্তরিক। আগামীদিনেও ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ আওয়ামীলীগের সাথে কাজ করতে আগ্রহী।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগের প্রতিনিধি দলকে ভারতীয় জনতা পার্টি জানিয়েছে, চীন ও জামায়াতে ইসলামী ভারতের জন্যে কোন ঝুঁকি নয়। জামায়াত সা¤প্রদায়িক শক্তি, নিরাপত্তার জন্যে হুমকি। জামায়াতে ইসলামীর সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে, আইএসআই›য়ের সম্পর্ক রয়েছে। এ নিয়ে আ›লীগ ও বিজেপি একমত হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা ৭ তারিখে ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে ভারত সফরে যাই। ভারত আমাদের বন্ধুপ্র্রতিম দেশ, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিলো। মুক্তিযুদ্ধের পরে ভারতের সাথে সম্পর্ক অনেক চড়াই উৎরাই পেরিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক উঁচুতে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অভাবনীয়ভাবে। অতীতে বাংলাদেশের মাটি ব্যবহার করে ১০ ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাঠানো হয়। কিন্তু এখন বাংলাদেশ এক ইঞ্চি মাটিও কাউকে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না। শেখ হাসিনার এমন পদক্ষেপ তারা (বিজেপি) সন্তুষ্ট।
গত ৭ আগস্ট সফরের প্রথম দিনে ভারতীয় জনতা পার্টি-বিজেপি›র প্রেসিডেন্ট শ্রী জেপি নাড্ডা, জেনারেল সেক্রেটারি শ্রী বিনোদ তড়ে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয় শঙ্করের সাথে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় জনতা পার্টি-বিজেপির সভাপতি জগত প্রকাশ নাড্ডার সাথে বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গিবাদ দমন ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এসময় আ›লীগ প্রতিনিধি দলকে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা বলেন, তাঁর দল এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বিজেপির জেনারেল সেক্রেটারি শ্রী বিনোদ তড়ে বলেন, ভারত ও বাংলাদেশের বর্তমান বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমাদের দুই বন্ধুপ্রতীম দল এ সম্পর্ক অটুট রাখতে কাজ করে যাবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয় শঙ্কর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দু›দেশের মধুর সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বেশি উচ্চতায়।
আর ভারতীয় রাজ্যসভার নেতা ও বাণিজ্যমন্ত্রী পীয‚ষ গয়াল আ›লীগ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, খাদ্যশস্য রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি ভারত সক্রিয়ভাবে বিবেচনা করবে। একইসাথে ভারত যাতে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারে, সেজন্য তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের কাছ থেকে সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন এ সময় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তালিকা প্রস্তাবের অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী।
উল্লেখ্য, আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আরও

আরও পড়ুন

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম