ভারতকে টেক্কা দিয়ে চাঁদের পথে রাশিয়া
১১ আগস্ট ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
মহাশূন্যের লড়াইতে আচমকাই এন্ট্রি রাশিয়ার। ভারতের পরে এবার চাঁদের দক্ষিণ মেরু জয়ে লুনা ২৫ নামের ল্যান্ডার পাঠালো মস্কো। আগামী দু’বছরের মধ্যে পৃথিবীর উপগ্রহে নভশ্চর পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর। কিন্তু তার আগেই চন্দ্র অভিযানে বাজিমাৎ রাশিয়ার। যা দেখে রাগে গা জ্বলছে সুপার পাওয়ার আমেরিকার। চীর প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলতে তাই এবার পালটা চাল দিল ওয়াশিংটন।
গতকাল সয়ূজ রকেট উৎক্ষেপণ করে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। ল্যান্ডার লুনা ২৫-কে নিয়ে চাঁদের দিকে রওনা হয় ওই রকেট। মাত্র পাঁচদিনে ল্যান্ডারটিকে চাঁদের কক্ষপক্ষে পৌঁছে দেবে সয়ূজ। এর পর চাঁদের বুকে নামতে লুনা ২৫-র সময় লাগবে আরও সাতদিন। এর মাধ্যমে প্রায় ৫০ বছর পর আবার মহাকাশ মিশন শুরু করল রাশিয়া। রুশ জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, মাত্র পাঁচ দিনেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে লুনা ২৫। তারপর টানা পাঁচ থেকে সাতদিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে সেটি। অবশেষে পৃথিবীর উপগ্রহের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুনা ২৫। ১২ দিনের মাথায় গোটা প্রক্রিয়াটা শেষ হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র।
আগামী ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান ৩। ওই দিনই পৃথিবীর উপগ্রহটির দক্ষিণ অংশে নামার কথা রয়েছে রুশ ল্যান্ডারের। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরু জয় করতে পারিনি। সেক্ষেত্রে চন্দ্রযান ৩ না লুনা ২৫ কে আগে পৌঁছবে সেখানে? এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। উল্লেখ্য, দু’টি মিশনেরই উদ্দেশ্য চাঁদের ওই অংশে পানি ও অক্সিজেনের অস্তিত্ব খুঁজে বের করা বলে জানা গিয়েছে।
এ অবস্থায় শক্তি দেখাতে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বামন গ্রহ প্লুটোর বেশ কিছু বিরল ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেখানে প্লুটোর অন্ধকার দিকটি দেখা দিয়েছে। এছাড়াও গ্রহের মধ্যের পাহাড়-পর্বতের ছবিও প্রকাশ্যে এসেছে। এছাড়াও প্লুটোর একাধিক উপগ্রহের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে নাসা। এর মধ্যে রয়েছে গ্রহটির সবচেয়ে বড় চাঁদ চারণ। এছাড়া নিক্স নামের প্লুটোর একটি উপগ্রহের ছবিও প্রকাশ্য এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
প্রসঙ্গত, গত শতাব্দীর ছয়ের দশক মহাকাশ গবেষণা নিয়ে তৎকালীন সোভিয়েত রাশিয়া ও আমেরিকার মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। শুরুর দিকে প্রায় প্রতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে যায় মস্কো। ১৯৬১-তে প্রথমবার মহাকাশে পা রাখেন রুশ নভশ্চর ইউরি গ্যাগারিন। পরবর্তীকালে চাঁদে প্রথমবার মানববিহীন মহাকাশযানও পাঠায় এই দেশ। উল্লেখ্য, চাঁদ জয় সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশই উপগ্রহটির দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি। চাঁদের সেই অংশটিকেই এবার টার্গেট করেছে রাশিয়া। যা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বড় ধাক্কা বলেই মানছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ