মনিরামপুরে পর্যাপ্ত বৃষ্টি নেই বিপাকে পাটচাষিরা
১২ আগস্ট ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মেঘাচ্ছন্ন আকাশ তবে পর্যাপ্ত বৃষ্টি নেই। প্রকৃতিতে বর্ষাকাল চললেও এ বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন যশোর মনিরামপুরের পাটচাষীরা। এ উপজেলায় মার্চের শুরু থেকে মে’র মাঝামাঝি পর্যন্ত পাট বীজ রোপন করা হয়। তারপর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাট কাটা হয়।
পাট গাছ থেকে আঁশ ছাড়ানোর জন্য গাছগুলো প্রায় ১০-১২ দিন স্থির বা ধীর গতির পানিতে ডুবিয়ে রাখতে হয়। তারপর গাছ পঁচে গেলে পাট কাঠি থেকে আঁশ আলাদা করা হয়। পুরো প্রক্রিয়াকে পাট জাগ দেয়া বলে।
চলতি বছর মনিরামপুরে বৃষ্টিপাতের পরিমান কমে যাওয়ায় ছোট ছোট জলাশয়ের সংখ্যা কমে গেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষীরা পাট কেটে জমির পাশে বা রাস্তায় ধারে, খাল-বিল বা জলাশয়ের পাশে স্তুপ করে রেখেছেন। কেউ অল্প পানিতেই পাটের উপর মাটি চাপা দিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই আবার মাটি গর্ত করে, ডোবা-পুুকুরে স্যালোমেশিন দিয়ে পানি জমিয়ে পাট জাগ দিচ্ছেন। এছাড়া শ্রমিক দিয়ে দশ টাকা চুক্তিতে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করাতে হচ্ছে। সবমিলে কষ্ট ছাড়াও অতিরিক্ত খরচ বাড়ছে পাট চাষীদের।
কৃষ্ণবাটি গ্রামের পাট চাষী আশিক আহম্মেদ বলেন, সাড়ে তিন বিঘা জমিতে বীজ, সার ও কীটনাশক ক্রয় এবং শ্রমিকের মজুরি বাবদ প্রায় ৭০ হাজার টাকা খরচ করেছি। পানির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। নিজেদের পুকুরে স্যালোমেশিন পানি দিয়ে পাট জাগ দিয়েছি।
কথা হয় জুড়ানপুর গ্রামের নূরুজ্জামান, মামুর হাজী, সাবিনা বেগমের সাথে তারা জানান, হরিহর নদের সামান্য পানিতে পাট জাগ দিয়েছেন। তবে পাটের আঁশ ছাড়ানো নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন। চাকলা গ্রামের ডবলু বলেন, পানি অভাবে পাটের ফলন তেমন হয়নি, একবিঘা জমিতে পাট কেটে গাঙ (কপোতাক্ষ নদ) জাগ দিয়েছি।
খানপুর গ্রামের আইয়ূব আলী বলেন, ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ চাষীর জমিতেই পাট রয়ে গেছে। কাটার সময় হলেও জাগ দেওয়ার সমস্যা। বাড়ির সামনে একটি খাল আছে, পানি সামান্য। কিন্তু সবাই সেখানে পাট জাগ দিচ্ছে, তাই জায়গা পাওয়া যাচ্ছে না।
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, চলতি মৌসুমে এ উপজেলার পাট আবাদ হয়েছে ৫ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। এ পর্যন্ত পাট কাটার হার ৫০ শতাংশ। তবে, অপর্যাপ্ত বৃষ্টির কারণে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন চাষীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার