ভূমধ্যসাগরে নিখোঁজ হচ্ছে যুবকরা
১২ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইউরোপে ঢুকার জোয়ারে ভাসছে নিরীহ বাংলাদেশি যুবকরা। নৌকা ডুবিতে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছে। দালাল চক্রের হাত বদল হয়ে নিরীহ যুবকরা লিবিয়া হয়ে ইতালিতে ঢুকার চেষ্টা করে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিখোঁজ হচ্ছে প্রতিনিয়ত। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে অবৈধ সাগরপথে মানবপাচারের ঘটনা দিন দিন বাড়ছে। দালাল চক্র ইউরোপে মানবপাচারের প্রধান ঘাটি হিসেবে লিবিয়াকে বেছে নিয়েছে। দালাল চক্র সাগরপথে অবৈধভাবে রাতের বেলা নৌকা যোগ ইতালিতে পাঠানোর নামে জনপ্রতি ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন নরসিংদীর আট যুবক। নিখোঁজ সবাই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দার বলে জানা গেছে। সম্প্রতি দালাল জাকির হোসেনের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া কয়েকজন ও দালাল সূত্রে গত ১১ আগস্ট রাতে এ খবর নিখোঁজদের স্বজনের কাছে পৌঁছার পর থেকেই স্বজনদের বাড়ীতে মাতম চলছে।
গত ৯ আগস্ট রাতে লিবিয়া থেকে দালালদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি যুবকদের ডিঙ্গি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন। কিন্তু ৪০ মিনিট পর ভূমধ্যসাগারেই ডিঙ্গি নৌকা ডুবে যায়। দালাল জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন তীরে ফিরে এলেও আটজনের খোঁজ মিলেনি। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে নিখোঁজদের স্বজনদের জানানো হয়। এ মর্মান্তিক ঘটনার শোনার পর নিখোঁজদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ভূমধ্যসাগরে নিখোঁজ সাত যুবক হলেন, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫), কামাল হোসেন (৩৪), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নীলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)।
নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, ১০ থেকে ১২ লাখ টাকায় তারা লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন। লিবিয়ায় থাকা মূল দালাল বেলাব উপজেলার দুলালকান্দি গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও তার সহযোগী শাহিনুর বেগমের মাধ্যমে ওই টাকা দিয়ে ৫ থেকে ৬ মাস আগে দেশ ছাড়েন নিখোঁজরা। শুক্রবার খবর আসে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আছেন তারা। লিবিয়ায় বেশ কিছুদিন গেমঘরে রেখে ৯ আগস্ট রাত ৮ টার দিকে ডিঙ্গি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন। কিন্তু ৪০ মিনিট পর ডিঙ্গি নৌকাডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে এলেও আটজনের খোঁজ মিলেনি। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানানো হয়। এদিকে, দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে দুলালকান্দি গ্রামের ইউপি সদস্য মিলন জানান, নিখোঁজের খবর পেয়ে দালাল জাকিরের সঙ্গে যোগাযোগ করি। তখন অন্য একজন কল রিসিভ করে জানান, জাকির হোসেনের আন্ডারে ২০ জনের থেকে ১২ জন উদ্ধার হলে ও আটজন খোঁজ পাওয় যায়নি। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তানভীর আহমেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশি কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি। গত মে মাসে প্রায় ৫০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে সদ্যজাত শিশু ও সন্তানসম্ভবা নারীও ছিলেন। দুটি মানবাধিকার সংস্থা এই খবর জানিয়েছে।
বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন বলেছে যে, তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ওই সময় মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল। ইতালীয় এনজিও ইমার্জেন্সি বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিঁখোজ নৌকাটি খুঁজছে। তবে হদিস মেলেনি।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন। ইতালিসহ ইউরোপের সরকারগুলো অভিবাসনের বিষয়ে কড়া অবস্থানে যাচ্ছে। দেশটিতে সাগরপথে অভিবাসন প্রত্যাশীদের আসা বেড়েছে। গ্রিসের মূল ভূখ- থেকে বেশ দূরের জনবসতিহীন দ্বীপে নোঙর করা পালতোলা একটি নৌকা থেকে ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে সম্প্রতি দেশটির উপকূলরক্ষীরা। মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ফ্যালকোনেরা নামের একটি ছোট দ্বীপে অভিবাসীবোঝাই পালতোলা নৌকাটিকে প্রথম দেখতে পায় একটি ব্যক্তিগত জাহাজ। ওই দ্বীপটি গ্রিসের মিলোস ও পেলোপোনিসের মধ্যে অবস্থিত। প্রবল ¯্রােত এবং সমুদ্রের রুক্ষতার জন্য ওই এলাকাটি বহুল পরিচিত। উপকূলরক্ষীদের জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর রাজধানী এথেন্সের দক্ষিণ-পূর্বের মূল ভূখ- লাভরিওতে নিয়ে যাওয়া হয় তাদের।
একইদিনে, পৃথক আরেকটি অভিযানে দুর্দশাগ্রস্ত অবস্থায় আরও ১৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এজিয়ান সাগরের পূর্ব দিকের দ্বীপ সামোসের উত্তর-পূর্ব দিক থেকে উদ্ধার করা হয় তাদের। লেসবস দ্বীপ থেকেও ১৪ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক উপকূলরক্ষীরা। পরদিনও একই দ্বীপ থেকে আরও ১৮ জনকে উদ্ধার করে তারা। গত জুনে ভূমধ্যসাগরের সবচেয়ে গভীর অঞ্চলে আনুমানিক ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ডুবে যায় একটি নৌকা। এটি লিবিয়া থেকে ইতালির দিকে যাচ্ছিল। সেই ঘটনায়, ১০৪ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছিল। মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৮২টি। কিন্তু শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। যাদের আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ওই ঘটনায়, ঠিক সময়ে উদ্ধার অভিযান পরিচালনা না করায় সমালোচনার মুখে পড়ে গ্রিস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে