বঙ্গবন্ধু, যার ব্যক্তিত্বের অনুরাগী হয়েছেন সকলেই
১৩ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হিসেবে পরিগনিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। বেদনাবিধুঁর সেই আগষ্ট মাসের আজ ১৪তম দিন। একজন সত্যিকারের ক্যারিশম্যাটিক অর্থ্যাৎ সম্মোহনী নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি দেশের জনগণকে তাদের অধিকার সচেতন করতে পেরেছিনে বলেই তারা দেশের স্বাধীনতা আনতে পেরেছিলেন। যার একটি ডাকে সারা দেশের লোক এক হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিল। তিনি সেই অনন্য নেতা।
বঙ্গবন্ধুর এমন এক ধরনের ব্যক্তি ছিল যার অনুরাগী হয়েছেন বিশ্বের অনেক বড় বড় নেতাও। তিনি এমন এক ধরনের নেতৃত্ব গুনাবলি ছিল যে তিনি নিজের গুনে জনগণকে কাছে টানতে পারতেন। তিনি বাংলার জনগণকে ভালবাসা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু শত্রুর সঙ্গে কখনো আপোষ করেন নি। বাঙালীর জন্য তাঁর ভালবাসা ছিল সাগরসমান। তাই কোন বাঙালী তাঁকে মারতে পারে কিংবা ক্ষতি করতে পারে এ কথা তিনি বিশ্বাস করেন নি।
সারা বিশ্বে প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা আর শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। তাঁর কালজয়ী নেতৃত্বে তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল, অপর দিকে একজন সাদামাটা সাধারণ জীবন যাপন ছিল জাতির পিতার। তিনি ছিলেন একজন প্রিয়তম স্বামী আর স্নেহশীল পিতা।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা বলা, হাঁটা-চলায় সব কিছুতেই তাঁর ব্যক্তিত্ব ফুঁটে উঠতো। বঙ্গবন্ধু ছিলেন চরম রুচিশীল ব্যক্তিত্বের একজন মানুষ। জানা যায়, বঙ্গবন্ধু সাধারণত তিনি শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, কোট, টাই ও মুজিব কোট পরতেন। অনুষঙ্গ হিসেবে থাকতো জুতা, চশমা ও পাইপ। পায়ের জুতা থেকে শুরু করে গায়ের সাদা পাঞ্জাবি ও কালো কোটেও ছিল রুচির ছোঁয়া। তবে দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে ফিটিং স্যুট, প্রিন্স কোট, সাফারি স্যুট পরতে দেখা গেছে বঙ্গবন্ধুকে।
মানুষ হিসেবে জাতির পিতা ছিলেন সংগ্রামী। তিনি তাঁর প্রায় পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে ভালোবেসে, তাদের ভালো থাকার জন্য ত্যাগ করেছেন নিজের সবস্বার্থ। মানুষের অধিকার আদায়ে মাঠে থেকেছেন, জেল খেঁটেছেন কত না নির্যাতন সয়েছেন হাসি মুখে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে