কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড
১৫ আগস্ট ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাÐের ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছে। নিহতরা হলো মো. সোহাগ (৩০), তার স্ত্রী মিনা বেগম (২৩), তাইয়িবা (২), তাহমিনা (৪) জেসমিন আক্তার (৩৫), ঈসা (১৫)। আর দগ্ধরা হলো- হানিফ (৭০), পারুল ওরফে রোজা (৫), ফাতেমা (৭) ও সাইফ (১০)। দগ্ধদের ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত জেসমিনের স্বামী মো. মিলন সউদী প্রবাসী।
জানা যায়, সোমবার রাত সাড়ে তিনটার সময় কেমিক্যাল গোডাউনে এই আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিয়ান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু কেমিক্যাল বস্তুর এই আগুনের তাপ এতই প্রখর ছিল যে, মানুষ আগুনের তাপে ঘটনাস্থলের কাছে ভিড়তে পারেনি। এ সময় লোকজন গোডাউনের পাশের একটি ভাড়াটিয়া বাড়ির দেয়াল ভেঙ্গে তিনজনকে জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনজন মারা যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলের একটি রুমের ভিতর থেকে ৩ জনের দগ্ধ লাশ উদ্ধার করে। স্বাধীন নামে একজন এলাকাবাসী জানান, আমাদের এই এলাকায় কোন রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় আগুন নিভাতে দেরি হয়েছে।
সকালে খবর পেয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক নিহত প্রত্যেককে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা প্রদান করেন। এদিকে এলাকাবাসী আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউনটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য গোডাউনের মালিক হাজী টুলটুলকে একাধিকবার অনুরোধ করলেও তিনি কেমিক্যাল গোডাউনটি অন্যত্র সরিয়ে নেননি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
অপরদিকে ঢাকা-২ আসনের এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল গোডাউন ও কারখানা থাকতে পারবে না। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। কিন্তু অর্থলোভীরা এটা মানছে না। আবাসিক এলাকায় এধরনের কোন গোডাউন ও কারখানা যেন না থাকতে পারে সেজন্য উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলে দেয়া হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, আবাসিক এলাকায় আমরা কোন কেমিক্যাল গোডাউন ও কারখানা থাকতে দিব না। আমরা আবাসিক এলাকাগুলোতে এ ব্যাপারে অভিযান পরিচালনা করব। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সামসুদ্দোয়া বলেন, গদারবাগে কোন রাস্তা না থাকায় তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে একটু দেরি হয়েছে। তারা দ্রæত ৬টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের