কে এই মনু মানেসর?
১৫ আগস্ট ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
সাম্প্রদায়িক সহিংসতায় উত্তাল হরিয়ানা। সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মীও। এই সহিংসতার ঘটনাতেই জড়িয়েছে মনু মানেসরের নাম। বজরং দলের সদস্য এই যুবকের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে, গরুপাচারকারী সন্দেহে দুই মুসলিম যুবককে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। হরিয়ানার সহিংসতাতেও তার প্রত্যক্ষ যোগ রয়েছে বলে দাবি তুলছেন অনেকেই। দাবির নেপথ্যে অবশ্য রয়েছে মনু মানেসরের পোস্ট করা একটি ভিডিও। হরিয়ানায় সহিংসতার ঘটনা যে ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে, সেখানে যোগ দেয়ার কথা আগেভাগেই ভিডিও বার্তায় জানিয়েছিল মনু। তাই অনেকেই মনে করছেন, মিছিল ঘিরে তৈরি হওয়া অশান্তির নেপথ্যেও তার হাত রয়েছে। ঘটনার দিন হরিয়ানার নুহ-তে ধর্মীয় মিছিলের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মিছিলে বাধা দেয় একদল যুবক। জানা যায়, হঠাৎই মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে ওই যুবকের দল। তার জেরেই শুরু হয় তুমুল অশান্তি। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে, মিছিলে অংশ নেওয়া মহিলা ও শিশু-সহ প্রায় আড়াই হাজার মানুষ স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। কিন্তু তাতেও পুরোপুরি থামানো যায়নি অশান্তি। সংঘর্ষের জেরে এলাকায় জারি করতে হয় ১৪৪ ধারা। একইসঙ্গে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট।
কিন্তু স্রেফ মিছিলে যোগ দেয়ার জন্যই কি হিংসার ঘটনায় মনু মানেসরের নাম জড়াল? একেবারেই নয়। বরং ভিডিও-তে মনু যেভাবে সাম্প্রদায়িক ইস্যুতে সুর চড়িয়েছিল তার জেরেই উঠেছে অভিযোগের আঙুল। আসলে এই মনু মানেসর বজরং দলের একজন সক্রিয় সদস্য। বরাবরই নিজেকে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে প্রমাণের চেষ্টা করত মনু। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ভিডিও রয়েছে। সেখানে মূলত মুসলিম বিরোধী কথাবার্তাই বলতে শোনা যায় তাকে।
এদিনের ভিডিওতেও খানিকটা তেমনই বার্তা রেখেছিল মনু। তাই মিছিলের ঘটনায় যে সহিংসতা তৈরি হয়েছিল তার সঙ্গে মনুর প্রত্যক্ষ যোগ রয়েছে বলেই দাবি উঠছে। তবে এই প্রথম নয়। বজরং দলের সদস্য হওয়ার পাশাপাশি মনু গোরক্ষা দলের সঙ্গেও যুক্ত। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিতেও দুবার ভাবে না এই ব্যক্তি। কিছুদিন আগে, স্রেফ গরু পাচারকারী সন্দেহের বশে দুই মুসলিম যুবককে হত্যা করেছিল মনু। এই অভিযোগ রীতিমতো উত্তাল হয়েছিল নেটদুনিয়া। ঘটনায় পদক্ষেপ নিয়েছিল প্রশাসনও। রাজস্থান পুলিশের তরফে মনু মানেসরের নামে চার্জশিট দায়ের করা হয়। তবে এরপরেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে গ্রেফতারের জন্য খুঁজে পাচ্ছে না পুলিশ। সূত্র : আল-জাজিরা, বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া