ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
পিলারের ওপরে রয়েছে গোপন আস্তানা (সুড়ঙ্গ)। মই বেয়ে সেখানে উঠত সদস্যরা। সেখান থেকে উড়াল সড়কে ওঠার জন্য ব্যবহার করত কম্বল দিয়ে বানানো একটি রশি। যার এক প্রান্ত বাঁধা থাকত উড়াল সড়কের রেলিংয়ে। আগে থেকে অবস্থান করা তরুণীরা কৌশলে গাড়ি কিংবা কাউকে দাঁড় করাতে পারলে রশি দিয়ে ‘সংকেত’ দিত। কয়েক সেকেন্ডে রশি বেয়ে উড়াল সড়কে উঠত ছিনতাইকারী চক্রের সদস্যরা। চাপাতি হাতে চোখের পলকেই লুটে নিতো সব।

উড়াল সড়কে ভয়ঙ্কর নারীর ফাঁদ

Daily Inqilab হাসান-উজ-জামান

১৫ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তা, শান্তিনগর থেকে সোনারগাঁও হোটেলসহ বিভিন্ন দিকে যাতায়াতের উড়াল সেতুতে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। ছিনতাইয়ে ফাঁদ পাতা হয় চক্রের তরুণী সদস্যদের দিয়ে। উড়াল সেতুটির মগবাজারের একটি অংশে পিলারের ওপরে বানানো রয়েছে গোপন আস্তানা (সুড়ঙ্গ)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গোপন আস্তানায় বসে দিনের বেলায় মাদক সেবন আর নারী নিয়ে অসামাজিক কর্মকাÐ চালাতো চক্রটি। আর রাতে নেমে পড়তো ছিনতাইয়ে। আস্তানার পিলারটির ওপরে উড়াল সেতুর রেলিং ধরে মাঝরাতে দাঁড়িয়ে থাকে নারী সদস্যরা। ওই সেতু ধরে চলাচলরত মোটরবাইক, সিএনজি কিংবা প্রাইভেটকার আরোহীদের কেউ যখনই ওসব তরুণীদের দেখে গাড়ির সামান্য গতি কমান, তখনই তরুণীরা কৌশলে ওইসব আরোহী কিংবা পথচারীদের সেখানে সামান্য দাঁড়াতে বাধ্য করে। সবচেয়ে আশ্চর্য্যরে বিষয় হলো- সেতুর ওপরে আশপাশে কাউকে দেখা না গেলেও কেউ ওসব তরুণীদের সামনে দাঁড়াতেই সেখানে হঠাৎই চাপাতি হাতে উপস্থিত হয় ছিনতাইকারী চক্র। দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারের আরোহীদের হামলা চালিয়ে লুটে নেয় সব।
এ ধরনের ঘটনা তদন্ত করতে গিয়েই পুলিশ পিলারে গোপন আস্তানার (সুড়ঙ্গ) সন্ধান পান। তরুণীরা উড়াল সড়কের যে পিলারের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে ওই রেলিংয়ের সাথে পিলারের আস্তানা পর্যন্ত ঝুলিয়ে রাখা থাকে একটি রশি। ওই তরুণীর সামনে যখন কেউ দাঁড়ায় অথবা ওই তরুণী কাউকে দাঁড় করাতে পাওে তখন ঝুলন্ত ওই রশিটি টান দিলেই আস্তানার ছিনতাইকারী বুঝতে পারে তাদের শিকার ধরা পড়েছে। কয়েক সেকন্ডের মধ্যেই তারা রশি বেয়ে উড়াল সেতুতে উঠে পড়ে। তাদের হাতে থাকে চাপাতি কিংবা ধারালো অস্ত্র। বেপরোয়া আঘাত করে তারা সবকিছু লুটে নেয়। সম্প্রতি একটি ছিনতাই ঘটনার পর এ চক্রের তিনি নারী সদস্যসহ ওই চক্রের মোট ৪ জনকে গ্রেফতার করেছে। ছিনতাইকারী চক্রটি যেখানে আস্তানা গেড়েছে এটি সাধারণ কিংবা পুলিশেরও দৃষ্টির বাইরে। পিলারের ওপর ওই আস্তানায় পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। এ সময় চক্রের প্রধান সেখানেই অবস্থান করেছিলো। সেখান থেকে মাদক দ্রব্যসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টায় আরামবাগ থেকে পল্লবীর বাসার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর হয়ে উড়ালসড়কে ওঠেন শামীম খান। তেল শেষ হলে মোটরসাইকেলটি মগবাজার মোড় পার হওয়ার পরপরই বন্ধ হয়ে যায়। তিনি মোটরসাইকেল ঠেলে হোটেল সোনারগাঁও ক্রসিংয়ের দিকে এগোতে থাকেন। এমন সময় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা নারী শামীমকে একপাশ দিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার কথামতো শামীমও উড়ালসড়কের একপাশে চলে আসেন। তখন উড়ালসড়কের নিচের ‘আস্তানা’ থেকে মুহ‚র্তের মধ্যে দুই যুবক চাপাতি হাতে শামীমের সামনে হাজির। কিছু বোঝার আগেই শামীমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। দুটি মোটর সাইকেলের আরোহী এ দৃশ্য দেখে এগিয়ে এলে ছিনতাইকারী দুই যুবক পালিয়ে যায়। আর ওই নারীকে মোটর সাইকেল আসা যুবকরা বেঁধে রেখে ৯৯৯-এ (জাতীয় জরুরি সেবা) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শামীমকে উদ্ধার করে।
এ ঘটনা প্রসঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত ওই তরুণীর নাম মীম। তার দেয়া তথ্যেই মগবাজার উড়াল সড়কের নিচে পিলারের ওপর ছিনতাইকারীদের আস্তানার খোঁজ পাই। সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই ফায়ার সার্ভিসকে খবর দিই। এর আগে মীম নামের ওই নারীসহ চারজনকে ১০ আগস্ট গ্রেফতার করা হয়। মীম ও শেফালীর আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চক্র কীভাবে ছিনতাই করে, কোথায় তাদের আস্তানা, সেসব বিস্তারিত উঠে এসেছে।
তিনি জানান, ছিনতাইকারী চক্রের প্রধান আকবরসহ অন্যরা ভাসমান ব্যক্তি। চক্রের আরো কয়েকজনের নাম জানতে পেরেছি। আকবর দিনে কারওয়ান বাজারে মাছ কাটেন। রাতে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাÐে নেতৃত্ব দেন। ছিনতাইয়ের পর উড়াল সড়কের পিলারের ওপর তারা অবস্থান করতেন। সেখানে অনৈতিক কাজ ও মাদক সেবন করতেন।
নিচ থেকে মই বেয়ে আস্তানায় আর কম্বল দিয়ে বানানো রশি দিয়ে উড়াল সড়কে উঠতো। উড়াল সড়কের রেলিংয়ে ওই রশির এক প্রান্ত বাঁধা থাকত। তরুণীরা কৌশলে কাউকে দাঁড় করাতে পারলে ‘সংকেত’ দিত। সঙ্গে সঙ্গে আস্তানা থেকে রশি বেয়ে আকবরসহ অন্যরা উড়াল সড়কে উঠত।
পুলিশের দেয়া তথ্য মতে, রাজধানী জুড়ে অন্তত ৬ হাজার ছিনতাইকারী রয়েছে। এর একটি অংশ রয়েছে বিভিন্ন উড়াল সড়কে। গত ঈদের সময় ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত হয়। এরপর রাজধানীতে শুরু হয় বিশেষ অভিযান। কিন্তু কিছুতেই যেন ছিনতাই রোধ হচ্ছে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে