ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারে দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আহত শতাধিক
১৫ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদÐপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে ঘিরে রাজধানীর শাহবাগ, বায়তুল মোকাররমে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত সোমবার রাত থেকে ভোর পর্যন্ত শাহবাগে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ এবং সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। দুপুরে সংঘর্ষ হয় বায়তুল মোকাররমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। অন্যদিকে চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়েছে পুলিশ। এতে এক জামায়াত কর্মী নিহত এবং আরো ১০ মুসল্লি গুলিবিদ্ধ হয়ে হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চকরিয়া হাইস্কুল মাঠে দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছিল জামায়াত। এছাড়া চট্টগ্রাম নগরীতে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে জামায়াত শিবির নেতাকর্মী ও সাঈদী ভক্তদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩০ জনকে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন দামপাড়া আলমাস সিনেমা হল ও কাজির দেউড়ী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হƒদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ৮টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালের প্রিজন সেলে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খররে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকে। হাসপাতালে ভেতর ও বাইরে কয়েক দফায় পুলিশ, জামায়াত, শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এসময় শাহবাগ যেনো রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ব্যাপক পুলিশি পাহারায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে সাঈদীকে বের করে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে। তখন সাঈদীর সমর্থক ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় লাশবাহী গাড়ি ঘিরে।
রাতভর উত্তেজনার পর ফজরের নামাজের পর মঙ্গলবার ভোরে তার লাশ বের করার সময় সমর্থকরা রাস্তায় শুয়ে পড়ে। তারা সেøাগান দিতে দিতে ঢাকায় জানাজ পড়ার দাবি জানান। পরে পুলিশ বিপুল পরিমান কাঁদানে গ্যাস সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় ঘন্টাব্যাপী পুলিশের সঙ্গে সাঈদী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সাঈদীর লাশ নিয়ে যাওয়ার পর মঙ্গলবার বেলা ১টার দিকে সমর্থকরা বাইতুল মোকাররম মসজিদে অবস্থান নিয়ে গায়েবানা জানাজা নামাজ আদায়ের চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। তখন সাঈদী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব ও রিজার্ভ ফোর্সের সদস্যরা রায়টকার, এপিসিসহ দাঙ্গা দমন সামগ্র নিয়ে প্রস্তুত ছিল।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, শাহবাগ মোড়, বারডেম হাসপাতালের সামনের সড়ক ও বিএসএমএমইউ এর ভেতরে রাতভর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে ‘হত্যাকাÐ’ উল্লেখ করে বিক্ষোভ করেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিতে থাকে তারা। পরিস্থিতি বুঝে ভোর ৫টার দিকে পুলিশ মারমুখী ভ‚মিকায় অবতীর্ণ হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল এলাকা।
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএসএমএমইউর সামনে সড়কে ২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। কয়েক দফায় দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সাঈদীর লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের কাচ ভেঙে দেওয়া হয়। পাংচার করে দেওয়া হয় চাকা। চাকা পাংচার এবং গ্রøাস ভেঙে দেওয়ার কারণে হাসপাতালের ভেতর থেকে ঠেলে সেই অ্যাম্বুলেন্স বাইরে বের করে অন্য একটি অ্যাম্বুলেন্সে লাশ তুলে দেয় পুলিশ। সাঈদীর লাশ পিরোজপুরে নিয়ে যাওয়ার পর সমর্থকদের একটি অংশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থান নেয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শোক দিবসের দোয়া চলাকালীন তারা মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদÐে দÐিত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা করে। এ নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সাঈদী সমর্থকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।
পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণ থেকে ১০-১২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যুরো জানায়, চকরিয়ায় মাওলানা সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়েছে পুলিশ। এতে এক জামায়াত কর্মী নিহত ও কমপক্ষে আরো ১০ মুসল্লি গুলিবিদ্ধ হয়ে হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চকরিয়া হাইস্কুল মাঠে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে এতে পুলিশ বাধা দেয়ায় ৪ বার স্থান পরিবর্তন করে লামার চিরিঙ্গা মসজিদ চত্ত¡রে গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিল জামায়াত। নামাজে অংশ নিতে শত শত মুসল্লি আসতে থাকে। অভিযোগ রয়েছে, পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা এতে নির্বিচারে গুলি চালিয়ে মুসল্লিদের হতাহত করে। পুলিশের গুলিতে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী ফোরকান উদ্দিন। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে জামায়াত শিবির নেতা কর্মী ও সাঈদী ভক্তদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩০ জনকে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন দামপাড়া আলমাস সিনেমা হল ও কাজির দেউড়ী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর নগর জামায়াতের পক্ষ থেকে বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি স্থগিত করে জামায়াত। এরপরও বিপুল সংখ্যক জামায়াত নেতা কর্মী ও সাঈদী ভক্ত জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইটে সমবেতন হন। তার আগেই অনেক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদের বিভিন্ন গেইটে অবস্থান নেয়। দামপাড়া এলাকায় জামায়াত কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখানে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে ঢুকে যায়। এর কিছুক্ষণ পর আলমাস সিনেমা হল এলাকায় জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে কাজির দেউড়ী পর্যন্ত নিয়ে আসে। এ সময় কাজির দেউড়ী মোড় থেকে চট্টেশ্বরী মোড় এবং ওয়াসা পর্যন্ত এলাকায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আটঘরিয়ায় ঘন কুয়াশায় বিনা চাষে রসুনের জমি পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক
সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
সখিপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
রামগড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪লক্ষ টাকা জরিমানা
আমতলীর ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন
নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে
চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ
বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু
বিনা খরচে কৃষকের দেড়’শ ধানের চারা রোপন করে দিল কালীগঞ্জ কৃষি আফিস
সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন
সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল
অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ
আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪