বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৯:৫৭ পিএম
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় গতকাল বুধবার মিলাদ ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ, মাগুরা, ফরিদপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, মানিকগঞ্জ, দিনাজপুর ও চট্টগ্রাম জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারাণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সভাপত্বিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাফুল হক রিপন, আজিজ মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাকীর ভুইয়া, সানাউল্লাহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয়ে গতকাল বুধবার বিকেল ৫টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খান হাসান ইমাম সুজা, মিথুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সকাল ১১টায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার আহবায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এ সময় ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় লিফলেট বিতরণ কাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত গণমিছিল ও আগামী শনিবার বেলা ১১টায় পদযাত্রার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতাজানান, কুড়িগ্রামে গতকাল দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনায় সকাল ১০টার দিকে জয়নগর নতুন হাসপাতাল রোডস্থ আহ্বায়কের বাসভবনে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করে। এরআগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জ দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাঈদ।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সোনারগাঁ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন
হিলি সংবাদদাতা জানান, দিনাজপুরের বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ পৌর ও ইউনিয়ন নেতাকর্মীরা অংশ নেন।
এসময় সেখানে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মিরসরাইয়ে উপজেলা বিএনপির একাংশ দোয়া মোনাজতের আয়োজন করে। এছাড়া সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
নগরকান্দা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় গতকাল বিকালে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ চত্বরে দোয়ার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সঞ্চালনা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান