আড়িয়াল বিলের স্যাটেলাইট ম্যাপ তলব
১৬ আগস্ট ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের ২০১০ ও ২০২২ সালের স্যাটেলাইট এরিয়াল ম্যাপ তলব করেছেন হাইকোর্ট। বিলের প্রকৃত মানচিত্র দাখিল করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া পৃথক আদেশে মুন্সিগঞ্জের ডিসি, পুলিশ সুপার (এসপি), শ্রীনগরের ইউএনও এবং পরিবেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরকে আড়িয়াল বিলে আর যেন মাটি ভরাট, নির্মাণ কাজ, দখল কার্যক্রম করতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে আগামি ৩ মাসের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন।
রিটের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, হাইকোর্ট তার রুলে মুন্সীগঞ্জের শ্রীনগরে অবস্থিত বৃহৎ জলাশয় ‘আড়িয়াল বিল’ দখল করে বিভিন্ন ব্যক্তি ও হাউজিং কোম্পানি কর্তৃক মাটি ভরাটের ওপর নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না-জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে দখল বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
এর আগে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত আড়িয়াল বিল দখল করে হাউজিং কোম্পানির অবৈধ ভরাটের বিষয়ে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন সংযুক্ত করে গত ১৩ আগস্ট রিট করে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটে আড়িয়াল বিল সংরক্ষণের নির্দেশনা এবং সব দখল, মাটি ভরাট, বালু ভরাট অপসারণের নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আড়িয়াল বিল বন্ধে পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জলাশটির মূল অবস্থান অনুযায়ী সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
রিট শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরের বন্যা প্রতিরোধে অন্যতম ভূমিকা রাখে আড়িয়ার বিল এবং জলাশয়। জলাধার সংরক্ষণ আইন, ২০০০, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ পানি আইন, ২০১৩ এর বিধান অনুসারে জলাশয় ভরাট শাস্তিযোগ্য অপরাধ। ভরাটকারীদের বিরুদ্ধে জলাধার আইনের ৮ ধারায় ৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন ভরাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের নিষ্ক্রিয়তার কারণে দিনে দিনে গুরুত্বপূর্ণ জলাশয়টি ভরাট হয়ে যাচ্ছে।
রিটের বাদী হলেন, এইচআরপিবি’র পক্ষে অ্যাডভোকেট মো: সারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া এবং অ্যাডভোকেট সঞ্জয় ম-ল।
রিটে পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার শ্রীনগর, অফিসার ইনচার্জ শ্রীনগরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত: গতবছর ২১ আগস্ট দৈনিক ইনকিলাব ‘এক গ্রামে অনেক ‘শহর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে মুন্সিগঞ্জের ওপর দিয়ে চলে যাওয়া ঢাকা-মাওয়া সড়কে হাউজিং প্রতারণা হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। ভূমিদস্যুদের কবলে কৃষি, খাস ও জলাশয় হারিয়ে যাওয়ার তথ্য উল্লেখ করা হয়। এ ছাড়া গত ১৮ মে প্রকাশিত ‘পুষ্পধারা’র স্বপ্ন বিক্রি’ শীর্ষক আরেকটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়। এতে আড়িয়ার বিলের জলাধার-জলাশয় দখল করে হাউজিং কোম্পানির আবাসন ব্যবসার তথ্য তুলে ধরা হয়। এসব প্রতিবেদন যুক্ত দায়ের করা হয় রিট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী