খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
১৬ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে ‘কঠিন কর্মসূচির’ নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা না করে সরকার সজ্ঞানে এবং জেনেশুনে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকারের উদ্দেশে বিএনপি এই নেতা বলেন, স্পষ্ট ভাষায় বলছি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠিয়ে উনার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। আমাদের ১৯ আগস্ট একটি প্রতিবাদ কর্মসূচি আছে। পরে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে।
গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং তার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ও ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে বাঁচাতে হবে। আজকে সমস্ত জাতি আমরা সেই পথে চলছি। ইনশাল্লাহ আমি নিশ্চিত, আমরা দেশনেত্রীকে মুক্ত করব, চিকিৎসা করে উনি আবার রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন, লক্ষ-কোটি জনতা সেজন্য প্রস্তুত আছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশনেত্রীকে চিকিৎসা না দিয়ে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সজ্ঞানে, জেনেশুনে, বুঝেশুনে ডাক্তারদের বার বার অনুরোধ সত্ত্বেও তারা (সরকার) কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। এর দায় এই সরকার শুধু নয়, এই সরকারের সাথে জড়িত যারাই, প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে।
বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে আমির খসরু বলেন, খালেদা জিয়াকে, গণতন্ত্রের মাকে মিথ্যা মামলা দিয়ে ১০ বছরের সাজা দিয়েছে। যখন বিচার বিভাগ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, মানুষের শেষ আশা-ভরসার জায়গা, তখন বাংলাদেশের মানুষ আর চুপ করে বসে থাকতে পারে না।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কারাগারে পাঠিয়ে আজকে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের মনে অনেক সন্দেহ আছে। আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে।
খালেদা জিয়ার সুস্থতা নিয়ে দেশের বাইরের কিছু মানুষও চিন্তিত উল্লেখ করে তিনি বলেন, উনাকে সুস্থ করার জন্য বাংলাদেশের মানুষ ছাড়াও দেশের বাইরে কিছু মানুষের চিন্তা আছে। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে অনেক চিঠিপত্রের মাধ্যমে বলেছেন উনার চিকিৎসা করানোর জন্য। কিন্তু তারা (সরকার) খালেদা জিয়ার চিকিৎসা করতে দেবে না। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এই দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলামসহ অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী মাহফিলে অংশ নেন। ঢাকা ছাড়াও মহানগর-জেলা-উপজেলাতেদ ও এদিন মিলাদের কর্মসূচি পালন করছে বিএনপি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২