চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদনে ধস ঘাটতি ১৩৮৩ মেগাওয়াট
১৯ আগস্ট ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে রীতিমত ধস নেমেছে। যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। আবার জ্বালানি সাশ্রয় করতে গ্যাস ও ফার্নেস অয়েল নির্ভর কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। তাতে দিনের বেলায় ঘাটতি ১৩শ’ ৮৩ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সন্ধ্যায় পিকআওয়ারে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু করা হলেও ঘাটতি হাজার মেগাওয়াটের কাছাকাছি থাকছে। উৎপাদনে ধস নামায় চট্টগ্রামে বিদ্যুৎ সঙ্কট এখন স্থায়ী রূপ নিয়েছে। চাহিদার এক তৃতীয়াংশ বিদ্যুৎও মিলছে না।
ফলে রাতে-দিনে দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুৎ সঙ্কটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাদ্রের অসহনীয় ভ্যাপসা গরমে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা নগর জীবন অতিষ্ঠ করে তুলছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম স্থবির। বিদ্যুতের অভাবে শিল্প কারখানার উৎপাদনের চাকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও লোডশেডিংয়ের মাত্রা ছিল অসহনীয়। মহানগরীর অনেক এলাকায় দফায় দফায় লোডশেডিং করা হয়েছে। শহরতলি এবং গ্রামে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি শোচনীয় পর্যায়ে পৌঁছেছে।
বিগত দেড় দশকে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু তার সুফল পাচ্ছে না গ্রাহকেরা। এর মধ্যে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দাম। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অন্যান্য খাতেও ব্যয় বেড়ে গেছে। তাতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অথচ অতিরিক্ত দাম দিয়েও বিদ্যুৎ মিলছে না।
পিডিবির হিসেবে, চট্টগ্রাম অঞ্চলে ২৫টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৬০৫ মেগাওয়াট। এসব বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিট চালু থাকলে দুই হাজার ৫৪৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। কিন্তু সর্বশেষ রেকর্ড অনুযায়ী এ অঞ্চলে দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে এক হাজার ১৬২ মেগাওয়াট। আর সন্ধ্যায় পিকআওয়ারে উৎপাদন হয় ১৫শ’ ৫২ মেগাওয়াট। সে হিসেবে দিনের বেলা উৎপাদন ঘাটতি ১৩শ’ ৮৩ মেগাওয়াট এবং সন্ধ্যায় পিকআওয়ারে ঘাটতি দাঁড়ায় ৯৮৩ মেগাওয়াট।
হ্রদে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ মহাপ্রকল্পের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও ২০৩ মেগাওয়াটের মতো সরবরাহ মিলছে। রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ আছে। চালু ইউনিট থেকে ১২০ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। ১৫০ মেগাওয়াট ক্ষমতার শিকলবাহা পাওয়ার প্ল্যান্ট বন্ধ রয়েছে। তবে একই এলাকায় ৫৪, ২২৫, ১০৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি বিদ্যুৎকেন্দ্র সচল রয়েছে। আনোয়ারা, হাটহাজারী, দোহাজারীসহ কয়েকটি এলাকায় নবনির্মিত জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো দিনের বেলা প্রায় বন্ধ থাকছে। সন্ধ্যায় পিকআওয়ারে কয়েক ঘণ্টার জন্য এসব কেন্দ্র চালু রাখা হচ্ছে। এ কারণে উৎপাদন আরও কমে গেছে।
চট্টগ্রামে পিকআওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫শ’ মেগাওয়াট। চাহিদা এবং সরবরাহের বিশাল ফারাক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। পিডিবির হিসেবে, গড়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট লোডশেডিং দেয়া হচ্ছে। তবে বাস্তবে এর পরিমাণ আরও বেশি।
উৎপাদন কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। আবার জ্বালানি সাশ্রয়ে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। এ কারণে লোডশেডিং চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছেন বলে জানান তিনি।
অব্যাহত লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক মূল্যস্ফীতির কারণে এমনিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তার উপর ঘন ঘন লোডশেডিং ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মার্কেট, বিপণিকেন্দ্রগুলোতে এখন ক্রেতার জন্য হাহাকার চলছে। বিদ্যুৎচালিত ছোটখাটো কল-কারখানাগুলোর উৎপাদন থমকে গেছে। এর সাথে জড়িত শ্রমিক, কর্মচারীরা অসহায় হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে কল-কারখানার উৎপাদন বিঘিœত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক খাত। বিকল্প উপায়ে উৎপাদনের চাকা সচল রাখতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। বৈশি^ক অর্থনৈতিক মন্দার কারণে বিশ^বাজারে পোশাকের চাহিদা এবং দাম দুটোই কমে গেছে। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ায় অনেক কল-কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া পড়েছে। তাতে দিশেহারা শ্রমিক-কর্মচারীরা। ভারি শিল্পেও উৎপাদন থমকে গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী