প্লট আকারে বিক্রির সাইনবোর্ড যুবলীগ নেতার
১৯ আগস্ট ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে মাদরাসা ও এতিমখানার জমি প্লট আকারে বিক্রির সাইনবোর্ড দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকপক্ষ আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। পিবিআই পুলিশ সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা রাসেদুল পালোয়ানসহ তার সহযোগীদের নামে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তাতে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি জবর দখল, ভাঙচুর, গাছপালা কর্তন, জিনিসপত্র লুট, কেয়ারটেকারকে মারপিট ও খুন জখমের অভিযোগ আনা হয়।
জানা গেছে, নগরীর কোনাবাড়ি থানার জরুন এলাকায় কাশিমপুর রোডে প্রায় ৪৫ বছর আগে ক্রয়কৃত জমিতে আহম্মদুল হক ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসা, মসজিদ, হাসপাতাল ও কবরস্থান প্রতিষ্ঠা লাভ করে। এসব দাতব্য প্রতিষ্ঠানের মালিকরা ঢাকায় বাস করেন। এসব প্রতিষ্ঠানের পাশেই মালিকপক্ষের কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানও রয়েছে। সম্প্রতি কোনাবাড়ী থানা যুবলীগ নেতা রাসেদুল পালোয়ান, রফিকুল, মিলন ও রসুল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানের সীমানা প্রচীর ভেঙ্গে ভেতরের খালি জায়গা প্লট আকারে বিক্রির সাইনবোর্ড টানিয়ে দেয়। এ ঘটনায় জমির মালিকপক্ষ জিএমপি কোনাবাড়ি থানায় মামলা করতে গেলে পুলিশ যুবলীগ নেতাদের বিরুদ্ধে মামলা নেয়নি। অবশেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দিলে আদালত ঘটনা তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি পিবিআই পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে যুবলীগ নেতা রাসেদুল পালোয়ানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এ ঘটনায় জড়িত যুবলীগ নেতার সহযোগী আরো ২০-২৫ জন মুখোশ পড়ে ভাঙচুরে অংশ নেয়ায় তাদেরকে চিহ্নিত করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল আজিজ জানান, দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে শান্তিপূর্ণভাবে বর্তমান মালিকপক্ষ জমি ভোগদখল করছেন। এসব জমির পূর্বের রেকর্ডিয় মালিক সোনা মিয়া জীবদ্দশায় নিজের প্রাপ্য অংশের চেয়েও বহুগুণ বেশি জমি বিক্রি করে যান। সম্প্রতি কতিপয় ব্যক্তি মরহুম সোনা মিয়ার স্বত্বহীন নাতিদের কাছ থেকে আমমোক্তারনামা দলিলমূলে এসব বিক্রিত জমির মালিকানা দাবি করছেন। যা সম্পূর্ণ বেআইনী।
এদিকে যোগাযোগ করা হলে যুবলীগ নেতা রাসেদুল পালোয়ান জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জমিটি বায়নামূলে ক্রয় করেছি। রেকর্ডিয় মালিক সোনা মিয়ার বিক্রির পরও তার আরো জমি অবিক্রিত রয়েছে এবং এসব জমি মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের নয় বলেও তিনি দাবি করেন।
গাজীপুর মহানগর যুবলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, রাসেদুল আমাদের পলিটিক্স করে, তবে তার কোনো পদ পজিশন নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী