ছাত্রদলের ৬ নেতাকে তুলে নেয়ার অভিযোগ
১৯ আগস্ট ২০২৩, ১১:৪৯ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে তুলে নেয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর আজিমপুরস্থ নিজ বাসভবন থেকে বের হওয়ার ছাত্রদল ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজ নেয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে বেআইনীভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসান, শাহাদত হোসেন, মো. হাসানুর রহমান, আব্দুল্লাহ আল রিয়াদ, শরিফুল ইসলাম ও জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। উল্লেখিত ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানান। রিজভী বলেন, এটি নিশ্চিত যে, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মূহুর্তে আটক ছাত্রদলের নেতাদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।
এদিকে অপর এক বিবৃতিতে তাদের সন্ধান ও মুক্তির দাবি জানান ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তারা বলেন, শুক্রবার সকাল থেকে মমিনুল ইসলাম জিসানের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য মমিনুল ইসলাম জিসানকে ভুলে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভার থাকার মতো সম্ভাব্য সকল জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও এখন পর্যন্ত তার কোনও পাওয়া যায়নি। এ কারণে ছাত্রদলের ৫জন নেতা জিসানকে খুজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ভোটারবিহীন ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য সারা দেশব্যাপী ছাত্রদলের নেতা কর্মীদের গুম, বিচার বহির্ভূত হত্যা, গ্রেফতার ও শারীরিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক আইন শৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে সহযোদ্ধাদের সন্ধান প্রদান করে গণমাধ্যমের সামনে হাজির করার জোর দাবি জানান। একইসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদেরকে এহেন ন্যাক্কারজনক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানান। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের