জেলায় জেলায় বিক্ষোভ ও সংঘর্ষ আহত ৮৫
১৯ আগস্ট ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বেগম খালেদা জিয়ার মুক্তি, অবৈধ সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ ৮৫ জন আহত হয় । হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত হয় বিএনপির ৫০ নেতাকর্মী। এদিকে নারায়ণগঞ্জে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এসময় পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বরগুনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জে ১৫ নেতাকর্মী আহত হয়।
স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) ও জেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে । পরে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার কর্মসূচি পালনে বিকাল ৩টায় জেলা বিএনপির সেক্রেটারি গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন ও সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। এ সময় বিএনপি নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরে কর্মসূচি পালনের অনুরোধ করে পুলিশ। এ নিয়ে তাদের মধ্যে কাথ কাটাকাটি পরবর্তী ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায় আইনশৃঙ্খলা রক্ষায় ও মহাসড়ক সচল রাখতে র্যাব, ডিবি পুলিশ, আমর্ড পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। এতে পুলিশের কমপক্ষে ১০ সদস্য আহত হয়। এদিকে, বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি’র কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক। গুরুতর আহত অবস্থায় কয়েক জনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি মিছিল বের করে। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ২ শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, পৌরববিএনপির সাধারন সম্পাদক এসএম আউয়াল অন্তত ৫০ জন আহত হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ জানান, বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ২শতাধিক নেতাকর্মীকে আহত করেছে।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। বরগুনা জেলা শহরে সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০ টায় পদযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বর পৌছলে পুলিশ তাতে বাধা প্রদান করে। এক পর্যায়ে নেতা কর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু নেতা কর্মীরা আহত হয়।
নাটোর জেলা সংবাদদাতা জানান, শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে কর্মসূচিতে আসার সময়ে দুর্বৃত্তের হামলায় জেলা বিএনপি ৩ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক ছাত্রদল নেতা এস এম মোস্তফা আনাম ও কাফুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন। কর্মসূচিকে ব্যাহত করতে সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সকালের পদযাত্রা কর্মসূচি বাতিল করে জেলা বিএনপি।
বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় কর্মসূচিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। পদযাত্রায় অংশগ্রহণ করেন হাজারো নেতাকর্মী।
রাজশাহী ব্যুরো জানায়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শাহীন শওকত, বজলুল হক মন্টু , মাহফুজুর রহমান রিটন সহ প্রমুখ। এ সময় বক্তারা নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও কঠোর সমলোচনা করেন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। পদযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন।
কক্সবাজার ব্যুরো জানায়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সবাপতিত্বে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন, সদরের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এতে সভাপতিত্ব করেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও অংশ নেন সাধারণ জনতা।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন সহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ নগরীর রুপাতলী থেকে একই কর্মসূচি পালন করার লক্ষে পদযাত্রা শুরু করে।
স্টাফ রিপোর্ট, লক্ষ্মীপুর থেকে জানান, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। তিনি বলেন, এ সরকার জিয়া পরিবারকে টার্গেট করেছে। জিয়া পরিবারকে টার্গেট করা মানে বাংলাদেশের গণতন্ত্রকে টার্গেট করা। ভোটারবিহীন অবস্থায় নিয়ে যাওয়া।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় সভাপতির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক । এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের মো. মোস্তাক মিয়া, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি জসিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, মহানগর সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ মহানগর ও জেলার নেতৃবৃন্দরা।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর জেলা ও মহানগর বিএনপির পদযাত্রায় জনতার ঢল নামে। পদযাত্রাপূর্ব সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপি নেতা জিএস সুরুজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় বৃষ্টি উপেক্ষা করেই জেলা বিএনপির কার্যালয়ে সামনে দলটির হাজারো নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা সকাল সাড়ে ১১টায় শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে পদযাত্রা বের হয়ে কোর্টমোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ উপস্থিত নেতেৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাড. শাহাদাৎ হোসেন পদযাত্রায় নেতৃত্ব দেন। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহে বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার , ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন,ড্যাবের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলীসহ জেলা উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি রেউথা বাসস্ট্যান্ড প্রদক্ষিন করে এলজিডি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বেনজির আহম্মেদসহ প্রমুখ।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন। জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, দেশের একজন আলেম দেলোয়ার হোসাইন সাঈদী বিনা চিকিৎসায় মারা গেল। বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবে না। আপনারা সামান্য কিছু হলেই সিঙ্গাপুর চিকিৎসা নিতে যান। বেগম খালেদা জিয়ার কিছু হলে আপনারাও রক্ষা পাবেন না।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের ঈদগাহ মাঠ থেকে পদযাত্রা বের হয়। অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টি. এ রোডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে কর্মসূচিতে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মিয়াচাঁন মেম্বার নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এই পদযাত্রায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায়চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন, ধামরাই উপজেল পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজউদ্দিনসহ প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের