ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই
২০ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
দেশজুড়ে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮৩ জন। এতে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯৯৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ জনে। গতকাল রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৫ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৩৪৯ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৯ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮ হাজার ৪৫৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৩৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরের ৪৭ হাজার ৩৬৯ জন। প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, নারীদের তুলনায় পুরুষরা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আক্রান্তে পুরুষরা এগিয়ে থাকলেও ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারীদের মৃত্যু বেশি হচ্ছে। গতকাল দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে ডেঙ্গুর ৩৩তম সপ্তাহে এসে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও সংক্রমণ কিছুটা নিম্নমুখী দেখা গেছে। যার প্রভাবে রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। ডা. শাহাদাত হোসেন বলেন, এ বছর ডেঙ্গু আক্রান্তের ২৯-৩০ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল ঢাকার দুই সিটি করপোরেশনে। তবে ৩১-৩২ সপ্তাহে ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গেছে।
ডা. শাহাদাত বলেন, ঢাকা সিটিতে ডেঙ্গু আক্রান্তের হার কমছে। গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আমরা দেখছি, নারীদের তুলনায় পুরুষরা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে পুরুষদের আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ, নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে আশঙ্কাজনক বিষয় হলো, আক্রান্তে পুরুষরা এগিয়ে থাকলেও নারীর মৃত্যু বেশি হচ্ছে। গত এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান যদি আমরা দেখি, ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন। তার মানে ডেঙ্গু আক্রান্ত নারীদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।
ডেঙ্গু চট্টগ্রামে আরো ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো জানান : চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ অব্যাহত আছে। সিভিল সার্জন অফিস থেকে গতকাল রোববার আরও তিনজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। যা আগের বছরের চেয়ে তিনজন বেশি। গত বছর ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে গত বছরের মৃত্যুর রেকর্ড অতিক্রম করলেও এডিস মশা নিধনে কোন গতি আসেনি। সিটি কর্পোরেশন লোক দেখানো কিছু অভিযানের মধ্যেই তাদের কর্মকা- সীমিত রেখেছে। তাতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১০৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন মহিলার মৃত্যু হয়েছে। তারা হলেন- মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার নাসরিন আক্তার (৩৭) ও নগরীর সদরঘাট এলাকার রাজ লক্ষী শর্মা (৫৯) এবং রোমানা আক্তার (২৪)।
জ্বরে আক্রান্ত রাজ লক্ষী শর্মাকে শুক্রবার নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, ১৬ আগস্ট জ্বরে আক্রান্ত তিনি। আগে থেকে তার ডায়াবেটিকস ও থাইরয়েড সমস্যা ছিল। প্রথমে তাকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়।
গৃহিণী নাসরিন আক্তারকে ১৮ আগস্ট নগরীর বেসরকারী এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম ও মাল্টি অর্গান ফেলিওর উল্লেখ করা হয়েছে। তার স্বামী সউদী আরব প্রবাসী। তাদের আড়াই মাস বয়সী এক শিশু রয়েছে। চমেক হাসপাতালে মারা যান রোমানা আক্তার। তিনিও ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। চলতি বছর চট্টগ্রামে মোট চার হাজার ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চারহাজার ৩৬২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
চলতি আগস্ট মাসে এক হাজার ৮৩৫ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে মারা মারা গেছেন ১৯ জন। এর আগে, জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৩১১ জন হাসপাতালে ভর্তি হন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির