ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
দুই বিচারপতির পদত্যাগ দাবির আন্দোলন অব্যাহত

ইউএলএফ’র বিক্ষোভ-আওয়ামী আইনজীবীদের সংবাদ সম্মেলন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ আগস্ট ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে দুই বিচারপতি অত্যন্ত ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। বিচারপতিগণ যদি উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানান তাহলে নিম্ন আদালত হবে রাজনৈতিক খেলার মাঠ। শপথবদ্ধ রাজনীতিবিদ বলার মাধ্যমে দুই বিচারপতি তাদের শপথ ভঙ্গ করেছেন। তারা এভাবে বক্তব্য দিতে থাকলে এক সময় এই বিচারপতিদেরও বিচার হবে।

এমন বক্তব্য দেয়া হয়েছে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) আহূত বিক্ষোভ সমাবেশে।
গতকাল রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুরে সংগঠনের পক্ষে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধর, স্বৈরাচারী সরকারের পতন এবং ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারকদের পদত্যাগের দাবি পুন:র্ব্যক্ত করেন।

সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইউএলএফের কো-কনভেনার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক ও ইউএলএফের সদস্য মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্বপাদক গিয়াস উদ্দিন আহমেদ, রূহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র অ্যাডভোকেট আবেদ রাজা, ড. গোলাম রহমান ও ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম আহ্বায় রেজাউল করিম খন্দকার।

সমাবেশে অ্যাডভোকেট মো: সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসান, রেজাউল করীম রেজা, মো: জহিরুল ইসলাম সুমন, শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো: তাজরুল হোসেন, অ্যাডভোকেট সালমা সুলতানা, সালা উদ্দিন, মো: মাকসুদ উল্লাহ মু. কাইয়ুম, আরিফা জেসমিন, নাহিদ সুলতানা, এ কে এম এহসানুর রহমানসহ শতাধিক আইনজীবী অংশ নেন। সভায় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আপনারা অত্যন্ত ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। আপনারা যদি উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানান তাহলে নিম্ন আদালত হবে খেলার মাঠ।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দুর্বার আন্দোলন সৃষ্টি করতে হবে। তিনি বলেন, শপথবদ্ধ রাজনীতিবিদ যারা বলেছেন তাদের নিজেদের পদত্যাগ করা উচিৎ।

সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিরা শপথ ভঙ্গ করেছেন। তারা এভাবে বক্তব্য দিতে থাকলে একসময় তাদেরও বিচার হবে।
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে। সরকারবিরোধী আইনজীবী সংগঠনগুলো পালন করছে ধারাবাহিক কর্মসূচি। এরই অংশ হিসেবে আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।

এদিকে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজ (২১ আগস্ট, সোমবার) বিক্ষোভ মিছিলের কর্মসূছি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সুপ্রিম কোর্ট ইউনিটি। সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুর ইসলাম সজল এ তথ্য জানান।

তবে গতকাল ইউএলএফ’র বিক্ষোভ কর্মসূচির জবাবে পাল্টা সাংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ সমর্থক সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি’র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন, দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ আদালত অবমাননা করেছেন।

সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বলেন, গত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনায় সভায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এবং বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিদেশি শক্তির মাথা ঘামানো নিয়ে বক্তব্য দেন। এরপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে দুই বিচারপতির শপথ ভঙ্গ হয়েছে উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন। এছাড়া একই ইস্যুতে সরকারবিরোধী একাধিক আইনজীবী সংগঠন পৃথক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।

এর জবাবে প্রতিবাদ জানাতে শুরু করেছে সরকার সমর্থক আইনজীবীরাও। তারা বলেছেন, আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বিচারপতিদ্বয়ের পদত্যাগ দাবি করে সারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নূর দুলাল বলেন, বিচারপতিগণ সম্পর্কে কটূক্তি করে জাতীয় আইনজীবী ফোরাম এবং তাদের নেতৃত্ব গর্হিত কাজ করেছেন এবং সুস্পষ্টভাবে আদালত অবমাননা করেছেন।
বিএনপির আইনজীবীদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিনি বলেন, অতি সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেছেন। তাদের পদত্যাগ দাবি করে সারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিএনপির আইনজীবীরা বিচারপতিদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন এমন অভিযোগ করে বারের সম্পাদক বলেন, শপথবদ্ধ রাজনীতিবিদ অর্থ দলীয় রাজনীতিবিদ নন। আমাদের সংবিধান একটি রাজনৈতিক ও সাংবিধানিক দলিল। দেশের সর্বোচ্চ আইন। সম্মানিত বিচারপতিরা সেই সংবিধানের রক্ষক। সেই সংবিধান চর্চা করেন। গণতন্ত্রের ওপর ভার্ডিক্ট (রায়) দেন। আইনের শাসনের ওপর ভার্ডিক্ট দেন, সামরিক জান্তার কর্মকা-ের ওপর ভার্ডিক্ট দেন। বিচারপপতিরা প্রতিনিয়ত রাজনীতি করেন। শপথের মধ্যে থেকেও রাজনীতি করেন, শপথের বাইরে গিযে নয়। রাজনীতি করতে রাজনৈতিক দল করা লাগে না।

তিনি বলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম এই প্রসঙ্গের অবতারণা করে কোন প্রকার ভুল করেননি। দেশ এবং জাতির প্রতি তার বুদ্ধিমত্তা, দেশপ্রেম দায়িত্ববোধ এবং মানবিকতার পরিচয় দিয়েছেন। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মাথা ঘামানোর সমালোচনা করে বলেন, দেশে দেশে কত নির্বাচন হয়। সেসব নিযে বিদেশীদের রাষ্ট্রসমূহের কোনো খবর নেই বা মাথা ব্যথাও নেই। সকল মাথা ব্যথা কেবল মাত্র বাংলাদেশের নির্বাচন নিয়ে। মানবাধিকার নিয়ে।

তিনি বলেন, ১৯৭০ সালে গণতন্ত্রে জিতে ছিল বাংলাদেশ। তখন পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করে নাই। উপরন্তু আমাদের ওপর জঘন্যতম বর্বর হামলা করেছিল। সেদিন গণতন্ত্র ছিল বাংলাদেশের পক্ষে, মানবাধিকারও ছিল বাংলাদেশের পক্ষে। সেদিন কি ভূমিকা ছিল তাদের? আজ তারা বিনা অজুহাতে গণতন্ত্র এবং মানবাধিকারের নাম করে মায়া কান্না কাঁদছে। হুমকি ধমকি দিচ্ছে।

বিদেশী শক্তি গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন বিশ্বে এমন একটাও নজির নেই বলেও উল্লেখ করেন তিনি।
কিছু কিছু রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের আভ্যন্তরীণ বিষযে হস্তক্ষেপ করার জন্য সুযোগ সন্ধানী বহির্বিশ্বকে সুযোগ এবং ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বারের এই নেতা। এ সময় বারের সভাপতি
অ্যাডভোকেট মো: মোমতাজ উদ্দিন ফকির এবং কার্যকর কমিটির সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির