জনমনে ভীতি ও আতঙ্ক ছড়াতে আগ্নেয়াস্ত্র রাখা হয় -ডিবি
২০ আগস্ট ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিএনপি ও ছাত্রদলের উচ্চপর্যায়ের নির্দেশে রাজপথে শক্তি বৃদ্ধির লক্ষ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে ছাত্রদলের গ্রেফতার ছয় নেতা।
নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে শনিবার লালবাগ থানা সংলগ্ন একটি বাসার তৃতীয় তলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার গুলশান বিভাগের একটি টিম শনিবার লালবাগ থানা সংলগ্ন ৩৮/১/এ নম্বর বাসার তৃতীয় তলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতার ছয়জন হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯)।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গত শনিবার রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা আগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গত শনিবার রাত পৌনে ১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতাকর্মী আটকা ছিলেন বলেও জানান তিনি।
অন্যদিকে ডিবির হাতে গ্রেফতার ছাত্রদলের দুই নেতার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে পৃথকভাবে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুজন হলে- সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ।
এ ছাড়া অন্য বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের এসআই মো. আসাদুজ্জামান ছাত্রদলের এই ছয়জনকে আদালতে হাজির করেন। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় অন্য চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিপক্ষে জিসান ও আরিফের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিন ও অপর চারজনের পক্ষে শুধু জামিন আবেদন করা হয়। শুনানিকালে জিসান ও আরিফকে এজলাসে তোলা হয়। অন্য চার আসামিকে এজলাসে তোলা হয়নি। প্রথমে জিসান ও আরিফকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। এরপর আসামিদের রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর