বাংলাদেশে আগামীতে ভালো নির্বাচন দেখতে চায় ভারত
২৩ আগস্ট ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন যাতে হয়, নির্বাচনের আগে পরে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে তা প্রত্যাশা করে ভারত। গতকাল বুধবার সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে বিদ্যমান মতদ্বৈততার বিষয়ে ভারত কোনো বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা এ বিষয়ে বলেছে, এটি বাংলাদেশের বিষয়। দলগুলো আলাপ-আলোচনা করে এটি সমাধান করবে। এক্ষেত্রে জাতীয় পার্টি ভূমিকা রাখতে পারে বলেও তারা বলেছে। তিন দিনের ভারত সফরে জি এম কাদেরের সফরসঙ্গী ছিলেন স্ত্রী শেরিফা কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।
সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। কাদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। জাতীয় পার্টি সম্পর্কে উনাদের ধারণা ভালো। উনাদের আস্থা আছে জাতীয় পার্টির সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ থাকবে।
আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, উনারা একটা ভালো নির্বাচন দেখতে চান। সময়মতো যাতে হয়।
নির্বাচনের আগে পরে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেটা তারা চান। সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়। কারণ এখানে তাদের নানা ধরনের বিনিয়োগ আছে। তারা আশা করেন, বাংলাদেশে সার্বিকভাবে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে যাতে পরবর্তী সরকার গঠিত হয় তাহলে তাদের পক্ষে এসব কাজকর্ম করা সহজ হবে। এবং তারা প্রত্যাশা করেন যাতে আমরা সবাই মিলে সে রকম একটা পরিবেশ তৈরি করি, সুন্দর একটা নির্বাচন হয় এবং আগে পরে যাতে কোনো সহিংসতা না হয়। কোনো ধরনের অরাজকতা যাতে না হয়, দেশের স্থিতিশীলতা যাতে নষ্ট না হয়।
নির্বাচন ব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে মতদ্বৈততা রয়েছে এ বিষয়ে ভারতের তরফে কিছু বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না ভারত বলেছে এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে আপনারা এর সুরাহা করবেন। আমাদেরকে বলেছেন, যেহেতু সবার কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আছে, আপনারা যদি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সবাইকে একসঙ্গে করে একটা সুন্দর নির্বাচন করতে পারেন তাহলে আমরা খুশি হবো।
আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে এ প্রশ্নে তিনি বলেন, আমরা আরও কিছুদিন দেখেশুনে সিদ্ধান্ত নেবো।
সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণার বিজ্ঞপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বড় ভাইকে আমরা পিতার মতো দেখতাম। তেমনি ছোট বেলা থেকে বয়সে যাই হোক আমার ভাবীকেও (রওশন এরশাদ) আমরা মায়ের মতো দেখেছি। ওনার সঙ্গে আমার কখনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই।
আমার জানা মতে ওগুলো তিনি নিজের ইচ্ছা বা জেনেশুনে দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টিকে দুর্বল করা। জিএম কাদের বলেন, আমাদের বিরুদ্ধে কিছু লোক এটা করছেন। তারা দেবর-ভাবীর দ্বন্দ্বসহ বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন। দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে, ইমেজ সংকট তৈরি করে যেন দলটা নিচে নেমে যায় তার উদ্দেশ্যে এসব করা হয়। একটা ভাবমূর্তির সংকট হয় যে দলের মধ্যে একতা নেই, বিভাজিত, শক্তি নেই, নীতির ঠিক নেই। এক একজন এক এক কথা বলেন। তিনি বলেন, এ ধরনের দুই-চার ভাগ করে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। দলের নেতাকর্মী শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে। আমরা এটার তীব্র ভাষায় নিন্দা করি। আমরা বিশ্বাস করি তিনি (রওশন এরশাদ) এটা করেননি। ওনাকে দিয়ে যারা করানোর চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ওদিকে জাপা চেয়ারম্যানকে বরণ করতে বিমানবন্দরে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্বার
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই