প্রকৃতির শোভা বহুবিধ ভেষজ ঔষুধি গুণসম্পন্ন চালতা
২৪ আগস্ট ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৩, ১১:৫৮ পিএম
শেরপুর জেলা উত্তর গারো পাহাড়ের প্রকৃতির শোভা, বহুবিধ ভেষজ ওষুধি গুণসম্পন্ন ফল চালতা হারিয়েই যাচ্ছে! চালতা গ্রামবাংলার অত্যন্ত সুপরিচিত একটি ফল। নানাবিধ ভেষজ ওষুধি গুণে ভরপুর চালতা ফলের দেখা মেলে বর্ষাকালে। তার ফুলও খুব বাহারী, দৃষ্টিনন্দন। প্রস্ফুটিত ফুল গাছের শাখায় ফুটে প্রকৃতির শুদ্ধতার কথা জানান দেয়। বিস্মিত করে সৌন্দর্য পিপাসুদের। ফুলে মৌমাছিসহ কীট পরাগায়নে এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহে ব্যস্ত থাকে। নয়নাভিরাম চালতা ফুল সৌন্দর্যবর্ধক। তবে ফুল নয় কাজে লাগে চালতা ফল। চালতার আচার মেয়েদের অত্যন্ত লোভনীয় মুখরোচক খাবার। কিন্তু এ গাছ রোপণে মানুষের আগ্রহ কমে যাওয়ায় গারো পাহাড় ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা থেকে হারিয়ে যেতে বসেছে। বহুবিধ ভেষজ ওষুধি গুণে ভরপুর এ ফল পাকে বর্ষার পর। ফল থাকে শীতকাল পর্যন্ত। আষাঢ়-শ্রাবণে ফোটে ফুল। সুগন্ধি ফুলে থাকে ৫টি পাপড়ি। পাপড়িগুলো থেকেই ফল হয়। ফুল সাদা রংয়ের। ফোটার পর ফুলে মৌমাছি বসে। মৌমাছি মধু আহরণে এক ফুল থেকে অন্য ফুলে বসে। এভাবেই চালতার পরাগায়ন ঘটে আস্তে আস্তে ফলে পরিণত হয়। অবশ্য ঢাকায় চালতা গাছের দেখা মিলবে কমই। তবে কিছু বাগানে দেখা মেলে। বরিশাল অঞ্চল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, নরসিংদী ও রংপুর-দিনাজপুরে এ গাছ রয়েছে। অনেকের বাগানে দেখা মেলে এ গাছ। বছরে একবার গাছে ফল ধরে। চালতা ফলের ওজন হয় ২০০-৫০০ গ্রাম। এক সময় গ্রামীণ জনপদের রাস্তার পাশে, পুকুরপাড় ও বাড়ির আঙ্গিনায় এবং শেরপুর গারো পাহাড়ের বনে-বাদাড়ে চালতা গাছ দেখা মিলতো। বর্তমানে সে দৃশ্য চোখে পড়ে খুব কমই। চালতা ফুল রাতে ফোটে। ফুল ফোটার ১ দিনেই ফুলের পাপড়ি ঝরে পড়ে। ফলে এক দিনেই পরিপূর্ণ ফুল ফুটে ঝরে যায়। গাছটি ওষুধি গুণসম্পন্ন। পরিবেশবান্ধব, বিপন্ন এ গাছকে রক্ষা করা জরুরি। এ গাছ ভারতবর্ষীয়। চালতা ফলে চাটনি ও আচার তৈরি হয়। গাছ দেখতেও চমৎকার তাই শোভাবর্ধক তরু হিসাবে কোনো কোনো উদ্যানে লাগানো হয়। চালতার জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ায়। গাছ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় জন্মে। গাছটি মাঝারি ও চিরহরিৎ জাতীয় উদ্ভিদ। উচ্চতায় ১৫ মিটার পর্যন্ত হয়। গায়ে লাল রঙের চকচকে বাকলা থাকে। পাতার কিনারা খাঁজকাটা। শিরা উঁচু সমান্তরাল। ফুল সাদা। দেখতে খুব সুন্দর সুগন্ধযুক্ত। ফুলের ব্যাস ১৫-১৮ সেন্টিমিটার। ফুল ৫টি মোটা পাঁপড়িবেষ্টিত। কেন্দ্রে অনেক হলুদ পুংকেশর থাকে। বৃতিগুলো পাঁপড়ি আঁকড়ে রাখে। মে-জুনে ফুল ফোটে। ফল টক। তাই আচার, চাটনি, টক ডালে অনেকেরই প্রিয় খাদ্য। পাকা ফল পিষে, লবন-মারিচে মেখে ভর্তা অনেকের কাছেই বেশ লোভনীয়। গ্রাম বাংলার ঝোপ-জঙ্গল এবং গারো পাহাড়ে এ গাছ জন্মে। ইতোপূর্বে অনেক বিত্তশালি লোকের বাড়ির উঠোনে দেখা মিলতো এ গাছ। ফলের যে অংশ খাওয়া হয় তা ফুলের বৃতি। প্রকৃত ফল বৃতির অন্তড়ালে থাকে। ফল বাঁকা নলের মত। ভেতরে আঠার মধ্যে বীজ থাকে। চালতা মূলত.অপ্রকৃত ফল। মাংসল বৃতিই খাওয়ার যোগ্য। বর্ষার পর ফল পাকে। থাকে শীতকাল পর্যন্ত। পাকা ফলের বীজ থেকে চারা হয়। ফল পাকলে না পাড়লে বীজ মাটিতে ঝরে পড়ে। ঝরে পড়া ফল থেকেই গজায় চারা। এজন্য চালতা গাছের নিচেই অনেক চারা মেলে। বীজে করা চারা গাছে ফল ধরতে ৬-৭ বছর লাগে। গাছের আয়ুস্কাল ২৫-৩০ বছর। কলম বা কাটিং করেও চারা তৈরি করা যায়। কলম কাটিং করে তৈরি চারায় তাড়াতাড়ি ফল ধরে। চালতা ঠাÐা জ্বরে ভীষণ উপকারী। রস করে খেতে হয়। এছাড়া বাত ব্যথায় কচি চালতার রস পানিসহ খেলে দ্রæত উপকার হয়। রক্ত আমাশয়েও কচি পাতার রস বেশ উপকারী। সর্দি কফ কাশিতে গাছের ছালের গুঁড়ায় উপকার হয়। মুখের ঘা, চামড়া উঠে গেলে খেলে দ্রæত সেরে ওঠে। এতে রয়েছে প্রচুর ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে স্বাস্থ্যহানিতেও যথেষ্ট উপকারে আসে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা