পাঁচ জেলায় সড়কে নিহত ৫ আহত ২৯
২৪ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও আরো ২৯ জন আহত হয়েছে। এরমধ্যে কক্সবাজারে ২ জন ও কুড়িগ্রাম, পাবনা এবং সাতক্ষীরায় একজন করে নিহত হয়। আমাদের সংবাদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে অজ্ঞাতনামা ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের কাঁঠাল বাড়ি ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত আব্দুল মালেক মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম আর সাঈদ জানান, এখন পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। এবিষয়ে মামলার বিষয়টি থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়া বানিয়ারছড়া এলাকায় রডবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, এ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নার্সের মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৬টায় বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে ও শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন।
আলো জেনারেল হাসপাতালের ম্যানেজার সুমন আলী বলেন, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসববেদনা ওঠায় নার্স রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আনতে যান। আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রোজিনা মারা যান ও সোলাইমান আহত হন।
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু মারা গেছে। গত বুধবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত সানজিদা খাতুন উপজেলার কাপসন্ডা গ্রামের নাঈম সরদারের মেয়ে।
জানাযায়, গত বুধবার বিকালে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সানজিদা। এসময় অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে য়ায়। স্থানীয় ও পরিবারের লোকজনকে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার উন্নতি না হওয়ার তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহীবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের নারায়নপুর এলাকায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ৮টার মালবাহী একটি ট্রাক-যাত্রীবাহী বাস দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সাইড নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২৫ আহত হয়। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও ফুলবাড়ী থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আবু রিয়াদ ও ছানোয়ার নামে দুই বাসযাত্রীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে