নিজেদের জীবন নয়, শিক্ষার্থীদের জীবন ও রাষ্ট্র নিয়ে উদ্বিগ্ন ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি
২৪ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম
জীবন নয়, ছাত্রদল রাষ্ট্র নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। তিনি বলেন, আমরা আমাদের জীবন নিয়ে উদ্বিগ্ন নই, আমরা উদ্বিগ্ন আমাদের রাষ্ট্র নিয়ে। উদ্বিগ্ন হাজারো শিক্ষার্থীর জীবন নিয়ে। কারণ এক যুগের বেশি সময় ধরে আমাদের অনেক নেতাকর্মী বাড়িতে যেতে পারে না। অনেকে দুই ঘণ্টা নিশ্চিন্তে নিদ্রায় যেতে পারে না। সব সময় রাষ্ট্র বাহিনী আমাদের পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে। অবৈধ ক্ষমতার দখলদারদের নিপীড়ন-নির্যাতন, মোসাহেবদের হুমকি-ধমকি, নানা কল্পকাহিনী সাজানোতে আমরা ন্যূনতম বিচলিত নই। গণতন্ত্রের পক্ষে আমাদের যে রক্তস্নাত পথচলা, সেই পথা চলা কোনো কিছুতেই থামবে না, আমরা সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকার দমনপীড়নের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলকে চলমান আন্দোলন থেকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সারাদেশে নেতা-কর্মীদের ওপর নির্যাতনের নানা ঘটনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাশেদ ইকবাল বলেন, এই অবৈধ সরকার আর তার মোসাহেবরা মিলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমাদের ভাবতে হবে। আমরা কোনোভাবেই উত্তর কোরিয়ার কাতারের রাষ্ট্র হতে চাই না। আজকে বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে নিয়ে ক্রমাগত উদ্বেগ জানাচ্ছে, স্যাংশন আসছে, ভিসা নিষেধাজ্ঞা আসছে, আন্তর্জাতিক রাজনীতির এক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই সবকিছুর মূল হচ্ছে একতরফা অবৈধ কারচুপির, ভোটচুরির নির্বাচন। এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দেশকে আজকের পর্যায়ে ঠেলে দেয়া হয়েছে। গণতন্ত্রের পক্ষে, গণমানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায়, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার প্রতিষ্ঠার এই লড়াই যত বেগবান হচ্ছে, শহীদের সংখ্যা, গ্রেপ্তারের সংখ্যা, আহতের সংখ্যা, পঙ্গুত্বের সংখ্যা, গুমের সংখ্যা, অস্ত্র উদ্ধারের মতো দুর্বল স্ক্রিপ্টের সংখ্যা তত বেশি দীর্ঘতর হচ্ছে।
লিখিত বক্তব্যে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এদেশের আপামর জনসাধারণ অবগত আছেন যে, ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ এদেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশবিরোধী তথা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন। স্বাধীনতা প্রাপ্তির অব্যবহতি পরই ১৯৭৩ সালের ১ জানুয়ারি ‘ভিয়েতনাম দিবস› উপলক্ষে বের করা মিছিলে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যা শুরুর মাধ্যমে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল, আওয়ামী লীগের সেই কলঙ্কিত ইতিহাসের ধারাবাহিকতা আজও অব্যাহত আছে।
তিনি বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। অবাধে নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য, ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করে প্রতিবাদ করতে না পারে সেই উদেশ্যে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোতে সহাবস্থান বলতে কিছুই অবশিষ্ট নেই।
এই ছাত্রনেতা বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স¤প্রতি বিএনপি সহিংসতার জন্য অস্ত্র সংগ্রহ করছে বলে বক্তব্য দিয়েছে। আর এই বক্তব্যের পরই তার বক্তব্যের সত্যতা প্রমাণে মাঠে নেমে পড়েছে কিছু অতিউৎসাহী গোয়েন্দা কর্মকর্তা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে গ্রেপ্তার করে। এরপর হাসপাতালে রোগী দেখা শেষে বের হবার পথে ছাত্রদলের সহ-সভাপতি আবুল হাচান চৌধুরীকেও তুলে নিয়ে যায় ডিবি পুলিশের সদস্যরা। জিসানকে খুঁজতে তার বাসায় গেলে কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আরিফ বিল্লাহকে গ্রেফতার করা হয়। বেআইনিভাবে দীর্ঘ সময় আটক রাখার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরব হয়ে উঠলে একপর্যায়ে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজিয়ে তাদেরকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়।
রাশেদ ইকবাল বলেন, হেফাজতে থাকার সময়ে ছাত্রনেতাদের ওপর বর্বর নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রনেতা জিসানের শরীরের জমাট বাঁধা কালচে রক্তের ছাপগুলোই যেন আজকের বাংলাদেশের প্রতিচ্ছবি। এই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবার বদলে আজকের বাংলাদেশ হয়ে উঠেছে কিছু আওয়ামী লুটেরার অবাধ লুটপাটের জায়গা, প্রশাসনের কিছু দলবাজ অতিউৎসাহী সদস্যের নাটক মঞ্চস্থ করার ক্ষেত্র!
সারাদেশে নেতাকর্মীদের ওপর নির্যাতনের তথ্য তুলে ধরে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আবু তৈয়ব মোল্লা আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে তিনদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার ইন্তেকাল করেছেন। গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ৪ দিনেই ছাত্রদল নেতা আবুল হাচান চৌধুরী, আশরাফুল হোসেন মামুন, ওমর সানী, মীর ইমরান হোসেন মিথুন, শাহাদাত হোসেন, মমিনুল ইসলাম জিসান, হাসানুর রহমান, আবদুল্লাহ আর রিয়াদ, সাখাওয়াত হোসেন আনান, সুমন সরকার, আরিফ বিল্লাহ, রাব্বি, আসলাম হোসেন চয়ন, সজল তালুকদার, সৈয়দ মোকসেদুল আলম রাজীব, মো. হাবিব সিকদার, সারোয়ার শাহেদ মুন্না, মো. স্বপন মাহমুদ, মো. ফিরোজ কবির, আবদুল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে। আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তেজগাঁও কলেজের আনোয়ার হোসেন, অষ্টগ্রাম উপজেলার আল মাহমুদ মোস্তাক, সিলেট জেলার জয়নাল আবেদিন রাসেলকে। সারাদেশের একাধিক জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কারাবন্দী আছেন। পদযাত্রা কর্মসূচিতে হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরগুনাসহ বিভিন্ন স্থানে নৃশংস হামলা করে অসংখ্য ছাত্রনেতাকে আহত করা হয়েছে।
তিনি বলেন, আমাদের সহযোদ্ধাদের প্রতিবিন্দু রক্ত, প্রতি ফোঁটা চোখের জল আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যারা আজকে ক্ষমতার মোহে অন্ধ হয়ে, মোসাহেবির নেশায় বুঁদ হয়ে, ছাত্রলীগ-যুবলীগের নেতাদের মতো বক্তব্য দিয়ে নিজেদেরকে ফ্যাসিবাদের বড় দোসর প্রমাণের প্রতিযোগিতা করছেন, তারা কেউই আইনের উর্ধ্বে নন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পর, ন্যায়বিচার প্রতিষ্ঠার পর আপনাদেরকে অবশ্যই এসব অপকর্মের জবাবদিহি করতে হবে, ইনশাআল্লাহ।
রাশেদ ইকবাল খান বলেন, বিজয় আমাদের অনিবার্য। রক্তস্নাত পথ পেরিয়ে সেই অবশ্যম্ভাবী বিজয় অচিরেই অর্জিত হবে, ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলাম জিসানসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছয়জনকে আটকের পর পুরনো অস্ত্র হাতে গ্রেপ্তার দেখানো হয়েছে অভিযোগ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, এসব ছিল অস্ত্রের নাটক। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ছাত্রদলের কর্মসূচিগুলো অত্যন্ত শান্তিপূর্ণ। আমাদের বিগত দিনের কোনো আন্দোলনে দেখবেন না কোনো ছাত্রদলের কর্মী প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিচন্ন স্থানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা অস্ত্র প্রদর্শন করলেন তাদেরকে শনাক্ত করার পরেও এই দলকানা প্রশাসন তাদেরকে গ্রেফতার করেনি কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমরা গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে ও বিশ্বের কাছে বলতে চাই, আমাদের প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজাম উদ্দিন রিপন, মাহবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, নাসির উদ্দিন নাসির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক মঞ্জুর রিয়াদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে