দেড়মাস যাবৎ বন্ধ ভারত থেকে পাথর আমদানি
২৬ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নাকুগাঁও স্থলবন্দরে দেড়মাস যাবত ভারত থেকে পাথর আমদানি ও অন্যান্য রফতানি কার্যক্রম বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে এর সার্বিক ব্যবস্থাপনা। কাজ না থাকায় কর্মহীন হয়ে বেকার হয়ে পড়েছে বন্দর সংশ্লিষ্ট প্রায় ৫ হাজার শ্রমিক। তবে বন্দর কর্তৃপক্ষ জানান, মাঝে মধ্যে দুই এক গাড়ি ভুটানের পাথর আসলেও এ থেকে ব্যবসা কিংবা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে মানবেতর জীবনযাপন করছে বন্দর সংশ্লিষ্টরা।
সূত্রে জানা যায়, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে গত দুই মাস আগেও ভারত থেকে পাথরভর্তি ট্রাক আসত। এসব ট্রাক লোড-আনলোড, পাথর ভাঙা মেশিনের শব্দ ও শ্রমিকের পদভারে মুখোরিত ছিল জেলার একমাত্র এই বন্দরটি। এতে দৈনিক প্রায় ৫ হাজার নারী-পুরুষ শ্রমিকের মনে ছিল প্রাণচাঞ্চল্য। গত ৯ জুলাই থেকে ভারতের ব্যবসায়ীরা রাস্তা মেরামতের নামে হঠাৎ করে পাথর রফতানি বন্ধ করে দেয়। এই ঘোষণা এক সপ্তাহের জন্য দেওয়া হলেও প্রায় দেড়মাস অতিবাহিত হতে চলেছে এখনো ভারতীয় পাথর আসছে না। ভারতের পাথর রফতানিকারক সমিতি বন্ধের বিষয়টি মৌখিকভাবে বাংলাদেশি ব্যবসায়ীদের অবগত করা হলে ব্যবসায়ীরা তা মেনে নেন। কিন্তু দীর্ঘ দেড়মাস ভারত থেকে কোন পাথর না আসায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এমনকি বন্দর ডিপোতে জমানো পাথরও শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে শ্রমিক ও ব্যবসায়ীরা। তবে গত কয়েক দিনে বেশ কয়েকটি গাড়ি ভুটানের পাথর নিয়ে আসলেও তা খুবই কম পরিমানের।
শেরপুর বড়িং এন্ড কনশট্রাকশনের স্বত্বাধিকারী আলহজ্ব মো. আজাদ মিয়া জানান, এলসি করা বাংলাদেশী ব্যবসায়ীদের প্রায় শত কোটি টাকার পাথর আটকে আছে ভারতে। কয়েক দিনের মধ্যেই পাথর আসা শুরু হবে এমন আশ্বাস দিয়ে আসছে ভারতীয় ব্যবসায়ীরা। কিন্তু তার কিছুই হচ্ছে না। তাই সরকারের কাছে দাবি ভারত সরকারের সাথে জরুরীভিত্তিতে কথা বলে পাথর ও অন্যান্য পণ্য আমদানি করার ব্যবস্থা করা হোক।
বন্দর শ্রমিক আয়নাল হক, বিবি খাতুন ও নেকবর আলী বলেন, আমরা পাথর শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাই। প্রায় দুই মাস যাবত পাথর আমদানি বন্ধ থাকায় খুব কষ্টে দিন পার করছি। তাই দ্রুত এই বন্দরের কার্যক্রম চালুর জন্য সরকারের কাছে দাবি জানাই।
নাকুগাঁও শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া বলেন, প্রায় এক বছর আগে কয়লা আমদানি বন্ধ হয়ে গেছে। এখন শুধু মাত্র ভুটান ও ভারতের পাথরের উপর নির্ভর করে টিকে আছে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। পাথর আমদানি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে বন্দরের প্রায় ৫ হাজার শ্রমিক।
নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতের ব্যবসায়ীরা রাস্তা মেরামতের নামে দেড়মাস যাবত পাথর আমদানি বন্ধ রেখেছে। পাথর আমদানি বন্ধ থাকায় আমাদের কোটি কোটি টাকা আটকা পড়ে আছে। এতে লসের মুখ দেখতে হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পাথর আসা শুরু হবে বলে আশ্বাস দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের উপ-পরিচালক (এডি) পার্থ ঘোষ বলেন, গত জুন মাসে এ বন্দরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৮৫ লাখ ৮৮ হাজার টাকা। জুলাই ও চলতি আগস্ট মাস পর্যন্ত দুই মাসে ভুটানের কিছু পাথর আসায় অল্প পরিমাণে রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া ডলার সঙ্কট না থাকলে আর আমদানি কার্যক্রম চালু থাকলে এ বন্দরে দুই মাসে রাজস্ব আদায় হতো প্রায় দেড় কোটি টাকা। পাশাপাশি শ্রমিকরাও কাজ করে তাদের সংসার চালাতে পারতো। তাই দ্রুত সময়ের মধ্যে ভারতীয় পাথর আমদানির ব্যাপারে আমরা সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের