মাস্ক পরা এক যুবককে খুঁজছে পুলিশ

কিশোর নূর নবীর খুনি কারা

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

২৬ আগস্ট ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

চট্টগ্রাম নগরীতে নির্মম খুনের শিকার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কিশোর নূর নবীর খুনি কারা সে ব্যাপারে এখনও অন্ধকারে পুলিশ। কেনই বা নিরপরাধ এ কিশোরকে হত্যা করা হলো তার রহস্যও অজানা। পুলিশ বলছে, হত্যাকা-ের একদিন আগে নগরীর ষোলশহর এলাকায় নূর নবীর সাথে মাস্ক পরা এক যুবককে দেখা গেছে। তাকে খুঁজছে পুলিশ। এছাড়া ঢাকা থেকে নূর নবীর সাথে আসা অপর কিশোর হোসেনেরও কোন হদিস পাওয়া যায়নি। এ দুজনকে পাওয়া গেলে আলোচিত এ হত্যাকা-ের রহস্য উদঘাটন সহজ হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে শুক্রবার মো. নূর নবীর ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে বাসা ওই কিশোরের। তার বাবার নাম গোলাম রসুল। তিনি পেশায় বাবুর্চি। বড় ভাই রমজান হোসেন নূর নবীর লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তিনি। মামলার এজাহারে ‘হোসেন ভাই’ বলে একজনের কথা বলা হয়েছে। নিহত কিশোর ঢাকা ছাড়ার আগে যাদের সঙ্গে খেলতে বাসা থেকে বের হয়েছিল তাদেরকে হোসেন ভাইয়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে বলে জানিয়েছিল।

গত ২১ আগস্ট যাত্রাবাড়ীর ধলপুরের বাসা থেকে খেলতে বের হয়ে নূর নবী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন যাত্রাবাড়ী থানায় তার বাবা নিখোঁজ ডায়েরি করেছিলেন। মামলায় বলা হয়েছে, ২৪ আগস্ট দুপুরে নূর নবীর বাবাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিলে তাকে ঘরে পৌঁছে দেয়ার কথা বলা হয়। পুলিশ জানায়, জন্মদিনে যাওয়ার কথা বলে হোসেন নামে যার সঙ্গে নূর নবী ঢাকা ছেড়েছিল তার বয়স আনুমানিক ১৬ বছর। ওই কিশোরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নূর নবীকে অপহরণ করে চট্টগ্রামে আনা হয়নি। সে স্বেচ্ছায় ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিল। কারণ স্টেশন এলাকার একটি ভিডিও ফুটেজে তাকে এক যুবকের সাথে হাসিখুশি অবস্থায় ঘুরতে দেখা গেছে। হত্যাকা-ের আগের দিনও ওই যুবকের সাথে তাকে নগরীর ষোলশহর রেলস্টেশনে দেখা যায়। সে মোবাইলের ওই যুবকের ভিডিও ধারণ করছিল।

পুলিশ জানায়, অপহরণের পর মুক্তিপণ দাবি করে যে নম্বর থেকে নূর নবীর বাবাকে প্রথম ফোন করা হয়েছিল সেটি অ্যাপ নম্বর। পাশাপাশি যে তিনটি নম্বর থেকে ফোন করা হয়েছিল সেগুলোর অবস্থানও চট্টগ্রামে ছিল না বলে জানান পুলিশ কর্মকর্তারা। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, যে স্থান থেকে নূর নবীর লাশ উদ্ধার করা হয়েছে সেখানকার আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মুক্তিপণ দাবি করে নূর নবীর বাবার মোবাইলে যে ভিডিও পাঠানো হয়েছিল সেটি ‘মাস্ক পরা’ যুবকই করেছিল বলে ধারণা পুলিশের। তবে লাশ উদ্ধারের পরপরই নূর নবীর সঙ্গে ঘর ছাড়া হোসেন এবং মাস্ক পরা যুবকের খোঁজও পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া গেলে হত্যাকা-ের মূল কারণ উদঘাটন হবে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা।

 

ওসি সন্তোষ চাকমা বলেন, পুলিশের ধারণা ২৪ তারিখ গভীর রাতে নূর নবীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নবীর সাথে সাথে ঘর ছাড়া অপর কিশোর হোসেনকে পাওয়া গেলে মাস্ক পরা যুবকটির পরিচয় জানা যাবে। পাশাপাশি তারা ২২ ও ২৩ তারিখে চট্টগ্রামের কোথায়, কার কাছে ছিল সেটিও পরিষ্কার হবে। ওসি জানান, নূর নবীর বাবার কাছে মুক্তিপণ দাবি করে যে বিকাশ নম্বরটিতে টাকা পাঠাতে বলা হয়েছিল সেটি ষোলশহর রেল স্টেশন এলাকার কাছেই চশমা হিল সংলগ্ন এলাকার একটি দোকানের। তবে নম্বরটি দোকানির ব্যক্তিগত বিকাশ নম্বর ছিল। এ ঘটনায় মো. সুজন নামের ওই দোকানিকে আটক করা হয়েছে। দোকানি দাবি করেছে এক ব্যক্তি তার কাছ থেকে বিকাশ নম্বর চেয়ে নিয়েছিল। সেখানে পাঁচ হাজার টাকা আসলেও সেগুলো নিতে আসেনি। কিন্তু এজেন্ট নম্বর না দিয়ে কেন ব্যক্তিগত বিকাশ নম্বর দেয়া হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। যার কারণে সুজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের