ভাদ্রেও ডুবল চট্টগ্রাম
২৭ আগস্ট ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ভাদ্র মাসের টানা ভারী বর্ষণের সাথে প্রবল জোয়ারে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম। কোমর থেকে গলা সমান পানি উঠে পানিবদ্ধতা স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল রোববার সকালে টানা বর্ষণের সময় পাহাড় ধসে শিশু কন্যাসহ পিতার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বিকেলে নালায় পড়ে দেড় বছরের এক শিশু তলিয়ে গেছে। পানিবদ্ধতার কারণে চরম বিপাকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। বাধ্য হয়ে এক ঘণ্টা দেরিতে শুরু করা হয় পরীক্ষা। পানিতে তলিয়ে যাওয়ায় নগরীর চান্দগাঁওয়ে ‘নলেজ পার্ক’ এর উদ্বোধনী অনুষ্ঠান চান্দগাঁও থেকে সরিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে করা হয়। টানা ভারী বর্ষণের সাথে প্রবল জোয়ারে মহানগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। চট্টগ্রাম-হাটহাজারী সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ নিয়ে চলতি মাসে পঞ্চম বারসহ ১৪ বারের মত বৃষ্টি-জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। ভাদ্র মাসের প্রবল বর্ষণে ভয়াবহ পানিবদ্ধতার কবলে পড়ল এ মহানগরী। বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে শনিবার গভীর রাত থেকে শুরু হয় বৃষ্টি; মুষলধারে এ বৃষ্টির তোড় গতকালও অব্যাহত থাকে। এমন বৃষ্টি আরও কয়েকদিন ঝরতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহওয়া অফিস।
চলতি মাসের শুরুতেও চট্টগ্রাম ও আশেপাশের জেলা ভেসে যায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায়। তলিয়ে গিয়েছিল দক্ষিণ চট্টগ্রামের তিনটি উপজেলা বান্দরবান ও কক্সবাজার। গতকাল ভারী বর্ষণ এবং সেইসাথে প্রবল জোয়ারে মহানগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর, চান্দগাঁও, পাঁচলাইশ, ষোলশহরসহ বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। বর্ষণ-জোয়ারের সাথে পাহাড়ি ঢল এবং ঢলের সাথে নেমে আসা কাদামাটি, বালু আর জঞ্জালে ভেসে যায় মহানগরীর বিভিন্ন এলাকা। বাসাবাড়ি, দোকানপাট, আড়ত, স্কুল-কলেজ, হাসপাতালসহ বিভিন্ন ভবনে পানি উঠে যায়।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে দুর্ভোগে পড়তে হয় তাদের। বর্ষণ, ঢল, বন্যার কারণে চট্টগ্রামের তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল পরীক্ষার প্রথম দিনেই পানিবদ্ধতার দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। তলিয়ে যাওয়া সড়কে যানবাহন সঙ্কটের কারণে পরীক্ষার হলে পৌঁছাতে বিলম্ব হয় পরীক্ষার্থীদের। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়ে হলে উপস্থিত হয়। বাধ্য হয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মহানগর ও জেলার ২৯টি পরীক্ষাকেন্দ্রে এক ঘণ্টা দেরিতে পরীক্ষা গ্রহণ শুরু করতে হয়।
পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু : সকালে নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল আউয়াল (৩৫) ও তার সাত মাস বয়সী কন্যা শিশু বিবি জান্নাত মারা যায়। আহত হয়েছেন আবদুল আউয়ালের স্ত্রী শরিফা বেগম ও তাদের ১২ বছর বয়সী কন্যা বিবি কুলসুম। একই বিছানায় ঘুমিয়েছিলেন চার জন। স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির সময় প্রচ- শব্দে পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের ঘরশুদ্ধ মাটি চাপা দেয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, আই ডব্লিউ কলোনির পাহাড়টি অন্তত ৫০ ফুট উঁচু, সেখানে রিটেইনিং ওয়ালও আছে। পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকজন বসবাস করেন। একটি ঘরের উপর মাটি পড়ে একই পরিবারের চারজন চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পিতা ও কন্যাকে মৃত ঘোষণা করা হয়। আবদুল আউয়াল ষোলশহর স্টেশনে একটি চায়ের দোকান চালাতেন। শিশু কন্যাসহ পিতার এমন মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
নগরীর রাজাপুকুর লেইন এলাকাতেও একটি পাহাড়ের মাটি ধসে পড়েছে। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া গাছ ভেঙে পড়েছে কয়েকটি এলাকায়। বিকেলে নগরীর আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াসিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামে। শিশুটি ওই এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেলে ওই শিশুটি কে এম হাশিম টাওয়ার এলাকার নালায় পড়ে যায়। আবর্জনায় ভরা নালাটিতে এরপর থেকে তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলছিল শিশুটির খোঁজে।
এদিকে বৃষ্টির কারণে নগরীর কালুরঘাট এলাকায় নবনির্মিত নলেজ পার্ক উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নলেজ পার্ক উদ্বোধন করার কথা ছিল সিটি মেয়র এম রেজাউল করিমের। এছাড়া অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি ও ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার গেস্ট অব অনার হিসেবে যোগ দেয়ার কথা ছিল। পরে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, মহানগরীতে পানিবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। পানিবদ্ধতার দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দিতে বিগত কয়েক বছরে ১১ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়। এর মধ্যে এসব প্রকল্পে প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হলেও তার কোন সুফল মিলেনি। ভারী বর্ষণ আর প্রবল জোয়ারে নিয়মিত প্লাবিত হচ্ছে চট্টগ্রাম মহানগরী। তাতে সহায়-সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। পানিবদ্ধতার জন্য সিডিএ এবং সিটি কর্পোরেশন একে অপরকে দোষারোপ করে দায় সারছেন। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী