টানা বৃষ্টিতে যশোরে ক্ষতিগ্রস্ত আগাম শীতকালীন সবজি ক্ষেত
২৭ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
যশোরে কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন যশোরের সবজি চাষিরা। দেশের সবজি জোন হিসেবে পরিচিত যশোর সদরের চুড়ামনকাটি, হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া ও কাশিমপুর ইউনিয়নে ইতোমধ্যে শত শত বিঘা শীতকালীন সবজি রোপণ করেছেন কৃষকরা। কৃষকরা জানান, এভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক লাখ টাকার ক্ষতি হবে। তবে ভারী বৃষ্টিপাত না হলে তেমন ক্ষতি হবে না বলে অনেক কৃষকের অভিমত। তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে বীজতলার মালিকদের।
সবজি রাজ্যখ্যাত যশোর জেলায় ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। সবজিতে ভরে গেছে যশোরের ফসলের মাঠ। মাঠের পর মাঠ সবুজের সমারোহ নজর কাড়ছে সবার।
যশোরের বিভিন্ন মাঠে বর্তমানে শীতকালীন সবজি রোপণ ও পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সবজি চাষিরা। তারা মাঠের পর মাঠ বিভিন্ন ধরনের শীতকালীন সব সবজিরোপণ করেছেন। ইতোমধ্যে কিছু কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষকরা স্বপ্ন দেখছেন এবার শীতকালীন সবজি বিক্রি করে তারা ব্যাপক লাভবান হবেন। তাদের সেই স্বপ্ন পূরণে বাধ সাধতে শুরু করেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। জেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ কৃষকদের রোপণকৃত বাহারি সব সবজি ক্ষেতে ঠাসা। যেদিকে চোখ যাবে সেদিকে কোনো না কোন সবজির ক্ষেত চোখে পড়বে। মৃদু বাতাসে দুলছে সব সবজির ক্ষেত। সবজির সাথে সাথে দুলছে কৃষকের স্বপ্নও। টানা বৃষ্টির কারণে ইতোমধ্যে সবজির ক্ষেতে জমতে শুরু করেছে পানি। চাষিরা ক্ষেত থেকে পানি সরাতে মাঠেই ব্যস্ত সময় পার করছেন। আব্দুলপুর গ্রামে গিয়ে দেখা গেছে অধিকাংশ বীজতলায় পানি জমেছে।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র জানিয়েছে, যশোরে ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির আগাম চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করেছেন চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের চাষিরা।
হৈবতপুর গ্রামের কৃষক ইয়াদুল বলেন, এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হবে মূলা চাষিদের। মূলায় একটু বৃষ্টির পানি পেলেই পচন শুরু হয়। চুড়ামনকাটির কৃষক দিনার গাজী জানান, বৃষ্টি যা হয়েছে তাতে কৃষকদের তেমন ক্ষতি হবে না। তবে এই বৃষ্টি আর অব্যাহত থাকলে পটল, সিম, মূলা, পাতা কপি, বাঁধা কপি ও বেগুন চাষিদেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষেতে পানি জমে থাকলে সবজি গাছের গোড়ায় দেখা দেবে পচন। আব্দুলপুর গ্রামের বাঁধাকপি ও ফুল কপির চারা তৈরিকারী সফল কৃষক রিকো জানান, আগাম চারা রোপণে কয়েকদিনের বৃষ্টিতে চারা রোপণকারী কৃষকদের কয়েক লাখ টাকার ক্ষতি হবে।
চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকতা রফিকুল ইসলাম জানান, চলমান বৃষ্টিতে এখনো কৃষকদের তেমন ক্ষতির সম্ভবনা নেই। তবে যদি কোন কৃষক বীজতলা পলিথিন দিয়ে বৃষ্টির আগে ছাউনি দিয়ে না ঢাকে তাহলে তাদের ব্যাপক ক্ষতি হবে। তবে ভারি বৃষ্টি হলে ক্ষতি হবে বেশি।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হৈবতপুর ইউনিয়নে ২ হাজার ৪৩২ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১ হাজার ২৬ হেক্টর ও কাশিমপুর ইউনিয়নে ৮৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। বর্তমানে শীতকালীন আগাম সবজি আবাদ চলছে পুরোদমে। নানা ধরণের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের সবজি ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন, যশোর সবজির জেলা হিসেবে সারা দেশে পরিচিত। প্রতি বছর এখানে দুই মৌসুমে সবজির আবাদ হয়। একটা হলো আগাম শীতকালীন সবজি চাষ ও আরেকটি শীতের ভরা মৌসুমে সবজির চাষ। এবার আগাম সবজি চাষের সময় আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের ভাগ্য খুলেছে। তিনি জানান, শীতের ভরা মৌসুমে সবজি চাষের পরিমাণ আরো বাড়বে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী