কালো পতাকা মিছিল
৩০ আগস্ট ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আদালত প্রাঙ্গণে কোনো ধরণের মিছিল-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর এ নির্দেশের পরপরই কালোপতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করলেন আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলনরত সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন জানান, সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবী মিটিং-মিছিলে অংশ নিলে বাংলাদেশের কোনো আালতে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না সেই আইনজীবী। নিজ দফতরে বসে তিনি যখন বিরোধী আইনজীবীদের উদ্দেশ্যে কঠোর এ হুঁশিয়ারি উচ্চারণ করছিলেন, তখন সুপ্রিশ কোর্ট অঙ্গনে চলছে বিরোধীপক্ষীয় আইনজীবীদের কালোপতাকা মিছিল। তবে অ্যাটর্নি জেনারেলের কঠোর বক্তব্যের পর অন্যান্য দিনের মতো পাল্টা কোনো কর্মসূচি পালন করেননি সরকার তথা আওয়ামীলীগ সমর্থক আইনজীবীরা। পক্ষান্তরে দ্বিগুণ উৎসাহে কালো পতাকা মিছিলে অংশ নেন বিএনপি ও সমমনা আইনজীবী সংগঠনের শত শত আইনজীবী।
গতকাল বুধবার ছিলো তারেক রহমানের ৭ আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননা আবেদনের শুনানির তারিখ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানি করতে যান আবেদনকারী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। এ সময় সরকারের প্রধান আইনজীবী (অ্যাটর্নি জেনারেল) এএম আমিনউদ্দিন উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট যুথি শুনানি করতে চাইলে আদালত শুনানি আগামি ১৯ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেন।
আদালত থেকে বেরিয়ে নাহিদ সুলতানা যুথি সাংবাদিকদের জানান, ২০০৫ সালে বিচারপতি আব্দুল মতিন এবং বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের তৎকালিন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন। আজ আপিল বিভাগ ওই রায় কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এ আদেশ সম্পর্কে জানিয়েছেন, সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবী মিটিং-মিছিলে অংশ নিলে বাংলাদেশের কোনো আদালতে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না সেই আইনজীবী। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ কারণে এখন থেকে আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল করলে সেটা আদালত অবমাননা হবে। যে আইনজীবী মিছিল মিটিংয়ে অংশ নেবেন, তিনি কোনো আদালতে শুনানিতে অংশ নিতে পারবেন না।
এদিকে আপিল বিভাগের নির্দেশনা এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে ভ্রুক্ষেপহীন বিএনপিপন্থি আইনজীবীরা দুই বিচারপতির পদত্যাগের দাবিতে কালোপতাকা মিছিল করেছেন। বিক্ষোভ সমাবেশে তারা ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ দাবিদার দুই বিচারপতির পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিচারপতি এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান দেন।
আপিল বিভাগ মিটিং-মিছিল সম্পর্কে হাইকোর্টের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেয়ার পরপরই সুপ্রিম কোর্ট বারের সামনে ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র ব্যানারে আইনজীবীরা জড়ো হন। তারা কালো পতাকা হাতে নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে বের হয়ে বিভিন্ন রকম শ্লোগান দিতে থাকেন। মিছিলটি জাতীয় ঈদগাহ ময়দান, কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিল সংলগ্ন ফটকে এসে শেষ হয়। সেখানে বেলা পৌনে ২টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আইন সম্পাদক ও সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই শব্দটি আজ শুধু জাতীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি কোডে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি এখনও বলছি, যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। শপথ নিয়ে কেউ রাজনৈতিক নেতা হতে পারে না। শপথবদ্ধ রাজনীতিবিদ একটি নতুন টার্ম। আপনারা যেহেতু সেই টার্মে নিজেদের অভিহিত করেছেন সেহেতু নিজেরা পদত্যাগ করে অন্তত সুপ্রিম কোর্টকে বাঁচান । এই মহামান্য সুপ্রিম কোর্ট মানুষের সর্বশেষ আশ্রয়স্থল এ জায়গাকে কলঙ্কিত করবেন না।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারপতিরা শপথ নিয়ে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবেন। কিন্তু কিছু বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের পক্ষে কাজ করনে। সংবিধান লঙ্ঘন করছেন। তারেক রহমানের মামলায় একজন বিচারপতির বিষয়ে প্রধান বিচারপতির কাছে অনাস্থা দো হয়। তার পরও আদেশ পাস করেছে। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে ঘটনা ঘটে যাবে। প্রধানমন্ত্রী বিদেশে যোগাযোগ করছেন। আার দেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে।
ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, আইনজীবীদের এই কালোপতাকা মিছিল কর্মসূচি দেশের সর্বোচ্চ আদালতের সম্মান রক্ষার জন্য। আইনজীবীদের দাবি বিচার বিভাগের স্বাধীনতার জন্য দেশের জনগণকে সোচ্চার হতে হবে। সৈয়দ মামুন মাহবুব বলেন, তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তার বক্তব্য এভাবে বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ হবে না।
আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কঠোরভাবে অনুসরণে আপিল বিভাগের নির্দেশনা এবং প্রধান আইন কর্মকর্তার হুঁশিয়ারি উচ্চারণের মধ্য দিয়ে শুধু দুই বিচারপতির পদত্যাগ দাবির ইস্যু নয়- পুরো সরকারবিরোধী আন্দোলনকেই উসকে দেয়া হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফোরাম (্ইউএলএফ)র কো-কনভেনার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, সরকার আদালতকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে। মিটিং-মিছিল সংক্রন্ত যে রায়ের কথা এখন অ্যাটর্নি জেনারেল বলছেন সেই রায় তারা পাবলিকলি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। আজকে যারা আওয়ামীলীগপন্থি প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করেছিলেন। তাই কোনো আদালতের আদেশ কিংবা অ্যাটর্নি জেনারেলের কথায় আন্দোলন নিবৃত হবে না। স্বৈরাচার হটানোর আন্দোলনে অনেক ধরণের দলন-পীড়ন আসবে। আমরা এগুলো জানি। সব জেনেশুনেই আমরা আন্দোলনে আছি। স্বৈরাচারকে হটাতে আমরাতো আত্মহুতি দিতেও প্রস্তুত।
প্রসঙ্গত: গত ২৯ আগস্ট আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এই ৭ আইনজীবী নেতা হলেন, সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি,আব্দুল জব্বার ভূঁইয়া, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, সঅ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এ আবেদন দেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের