ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
ঢামেকে আবারো নবজাতক চুরি আতঙ্ক

থামছে না নিখোঁজ সন্তানের মায়ের বিলাপ

Daily Inqilab হাসান-উজ-জামান

০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রতিটি প্রবেশ ও বের হবার পথে রয়েছে কলাবসিপল গেইট। যেখানে সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত থাকেন আনসার সদস্য। মাঝে মধ্যেই চলে র‌্যাব-পুলিশের অভিযান। এছাড়া পুরো এলাকাজুড়ে রয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। রয়েছে কর্তৃপক্ষের বিশেষ তদারকি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এমন নিñিদ্র নিরাপত্তার মধ্যেও সম্প্রতি নবজাতক চুরির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
নিখোঁজ শিশুর স্বজনরা বলেন, ওয়ার্ডে প্রবেশের ক্ষেত্রে এত কড়াকড়ি, ভালো কথা। কিন্তু এত কড়াকড়ির মাঝেও আমাদের সন্তান চুরি হলো কীভাবে? এটিই আমি জানতে চাই কর্তৃপক্ষের কাছে। এখন যেভাবেই হোক নিখোঁজ সন্তানকে হাসপাতাল কর্তৃপক্ষই বের করে দিবে।
প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, সম্প্রতি ঢামেক থেকে নবজাতক চুরির বিষয়টির তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, অভিনব এক রাস্তা দিয়ে বের হয়ে যান এক অজ্ঞাতনামা নারী। তার এই সুকৌশলে পালানোর পথ দেখে মনে হচ্ছে হাসপাতালটিতে নবজাতক চুরির বড় একটি চক্র কাজ করছে। ঘটনার প্রথম সময়টা ১৯৬৫ সালের নভেম্বর মাস। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মা তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ভোরবেলা। সেদিনই গভীর রাতে কেবিনে থাকা আরেকজন সন্তান সম্ভবা মায়ের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় ওই সদ্য প্রসুতি মায়ের। দেখলেন বহিরাগত নারী তার বাচ্চাটিকে খাট থেকে কোলে তুলে দাঁড়িয়ে। নবজাতকের মা ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ালেন এবং বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে বাকি রাতটুকু পার করে পরদিন সকালে বাসায় ফিরেন। পরে শিশুটির বাবা জানতে পেরেছিলেন ওই নারী একটি সংঘবদ্ধ দলের সদস্য, যারা বিভিন্ন হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে। এরপর সময় গড়িয়েছে। স্বাধীন হয়েছে দেশ। কিন্তু হাসপাতালে আয়া নামধারী বহিরাগত নারী কিংবা অপরাধী দলের শিশু চুরির সেই ধারা আজো অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞমহল বলছেন, দীর্ঘ ১০ মাস গর্ভে ধারণ করে, সন্তান জন্ম দিয়ে, বুকের দুধ খাওয়ানোর পর যখন সেই বুকের মানিক হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন মায়ের পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এ মানিকহারা মায়ের অনুভূতি কিংবা কষ্ট একমাত্র ভুক্তভোগী ছাড়া কাউকেই বোঝানো সম্ভব নয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের কাছ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী পুত্র সন্তান। নবজাতকের পিতা ভোলা সদর উপজেলার শান্তির হাট গ্রামের রাজ মিস্ত্রি হিরন মিয়া। তিনি স্ত্রী শাহিনা বেগমকে নিয়ে বসবাস করেন ঢাকার মিরপুরের রূপনগর এলাকায়। চুরি হয়ে যাওয়া নবজাতকটি এই হিরন-শাহিনা দম্পতির প্রথম সন্তান।
সন্তান চুরির ২ দিন আগে গত মঙ্গলবার শাহিনা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত আটটায় সিজারের মাধ্যমে পুত্র সন্তান হয়। ওই নবজাতকের দাদি বলেন, বাচ্চাটিকে তার মায়ের কাছে রেখে বারান্দায় কাপড় নাড়তে গিয়েছিলাম। শিশুটির নাম রাখা হয় আবদুল্লাহ।
এদিকে সন্তান চুরির ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই হিরণ মিয়া বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২। গতকাল শুক্রবার রাত ৯টা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি। জানতে চাইলে শাহবাগ থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
গতকাল ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুর মা শাহিনা সন্তানের জন্য বুক চাপড়ে কান্না করছেন। তিনি বলেন, আমি আর কিছুই চাই না। শুধু আমার সন্তান আমার কোলে আইনা দেন। আমার আব্দুল্লাহরে কই নিয়ে গেছে, আমার বুকের ধনরে ছাড়া কেমনে বাঁচব আমি। সন্তান হারানো শাহিনা বিলাপ করতে করতে আরো অসুস্থ হয়ে পড়েছেন। কোনো শান্তনাই তাকে নিবৃত করা যায়নি। কান্না করতে করতে তার চোখেও আর পানি আসছে না।
এদিকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে চিৎকার করছেন বাবা হিরন মিয়াও। তিনি বলেন, বাচ্চাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সেই স্বপ্নকে কারা আমার বুক খালি করে নিয়ে গেল। হিরন মিয়া বলেন, কোনো রোগীর লোক অথবা হাসপাতালেরই কেউ, এই চুরির সাথে জড়িত। হাসপাতালে এতো আনসার সদস্য, সিসি ক্যামেরা, তারপরও কীভাবে বাচ্চা চুরি হইল।
এদিকে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠান থেকে কীভাবে নবজাতক চুরি হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, একটি শিশু ওয়ার্ড থেকে চুরি হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা অলরেডি কাজ করছে। তিনি বলেন, জরুরি বিভাগের ঢাল সিঁড়িটি (পকেট গেট) হাসপাতাল থেকে লোকজনের বের হয়ে যাওয়া রাস্তা নয়। এখানে থাকা করোনা টিকা কেন্দ্রের পাশের গেট প্রায় সময়ই বন্ধ থাকে। কিন্তু সিসি ক্যামেরায় দেখা গেছে, এক নারী একটি বাচ্চা কোলে নিয়ে সেই ঢালসিঁড়ি পকেট গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে, এই বাচ্চা চুরি নিয়ে এখানে একটি বড় চক্র কাজ করছে। কারণ হাসপাতালের প্রতিটা গেটে আনসার সদস্যরা দায়িত্বে থাকে। হাসপাতালে নিয়ম আছে, কোনো স্বজন নবজাতককে নিয়ে বের হয়ে যাওয়ার সময় গেটের দায়িত্বরত আনসার সদস্যদের ছাড়পত্র দেখাতে হয়। সেই ছাড়পত্র যাচাই-বাছাই করে তারপর হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেওয়া হয়।
এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। নুসরাত শম্পাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকেও থানায় একটি অভিযোগ দেওয়া হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্প্রতি শিশু চুরির বিষয়টিই প্রথম নয়। এর আগেও একাধিক শিশু চুরির ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় তিনমাসের এক সন্তান। তবে জিম নামে সেই শিশুটিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালে ঢামেক হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় আতঙ্ক দেখা দেয়। এরপর কর্তৃপক্ষের কড়া নজরদারি, আদালতের নির্দেশ সব মিলিয়ে শিশু চুরির ঘটনা হ্রাস পায়। সম্প্রতি আবদুল্লাহর নিখোঁজে আবার আতঙ্ক দেখা দেয়। কোনো কিছুতেই যেন আশ্বস্ত হতে পারছেন না প্রসুতি মায়েরা।
এর আগে শিশু চুরি সিন্ডিকেডের সদস্যরা ধরা পড়ার পর পুলিশকে জানিয়েছে, তারা শিশুদের চুরি করে বিভিন্ন নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করেন। তাদের সাংকেতিক ভাষায় মেয়ে শিশুকে বউ এবং ছেলে শিশুকে জামাই বলা হয়। জামাই বিক্রি করতে পারলে অন্তত এক লাখ টাকা এবং বউ হলে কম করে হলেও জামাইয়ের অর্ধেক টাকা পেয়ে থাকেন চক্রের সদস্যরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা