উপরে ফাঁকা নিচে চিরচেনা যানজট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) উড়ালসড়ক হয়ে ফার্মগেটের ইন্দিরা রোড পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। এর মধ্যে কয়েক সেকেন্ড সময় নষ্ট হয়েছে টোল প্লাজায়। এরপর ইন্দিরা রোড থেকে কারওয়ানবাজার আন্ডারপাসের কাছে মাত্র ২ কিলোমিটার পথ আসতে সময় লেগেছে ২৩ মিনিট। গতকাল রোববার দ্রুতগতির উড়ালসড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়ার প্রথম দিনে ভ্রমন শেষে এমন অভিজ্ঞতার কথা জানালেন নাজনীন আক্তার। এলিভেটেড এ´প্রেসের ভ্রমনের অভিজ্ঞতা নিতেই তিনি ব্যক্তিগতগাড়িতে চড়ে এলিভেটেড এ´প্রেসে ওঠেন। তার নিয়ে আসেন তার বয়স্কা মাকেও। কারওয়ান বাজারের গন্তব্যে পৌঁছানোর পর নাননীন তার মা জালোওয়াশান আখতার খানের অনুভূতি জানতে চান। জালোওয়াশান আখতার হেসে বললেন, ওপরে (উড়ালসড়ক) তো অনেক ভালো লাগল। নিচে (ফার্মগেট) এত জ্যাম!
উত্তরার জসীম উদ্দীন রোডের বাসিন্দা ফোরকান হাবিব। সকাল ৮টায় তিনি উত্তরা থেকে বাসে ওঠেন। ৯টা ১৫ মিনিটে তিনি মহাখালী রেলগেটে নামেন। ফোরকান জানান, আমি মহাখালী ডিওএইচএসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিদিন গণপরিবহনেই যাতায়াত করতে হয়। প্রতিদিন এই পথে যাতায়াতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে। আজ (গতকাল) এলিভেটেড এ´প্রেসওয়েতে যানবাহন চালুর পরও সড়কে তীব্র যানজট রয়েছে। এটা আমাদের হতাশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল সকাল ৮টা থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে কুর্মিটোলা থেকে বনানী-মহাখালী-তেজগাঁও হয়ে মগবাজার তীব্র পর্যন্ত যানজট লেগে ছিলো। একইভাবে বিমানবন্দরমুখী লেনেও যানবাহনের জটলা। ফলে অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা পৌঁছেন। অথচ বিমানবন্দর সড়কের এই অংশের ওপর দিয়েই এলিভেটেড এক্্রপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।
বিমানবন্দর সড়কে কুর্মিটোলা থেকে মহাখালী অংশে সারাবছরই যানজট থাকে বলে জানান প্রভাতী বনশ্রী পরিবহনের চালক লিয়াকত আলী। তিনি বলেন, ভাবছিলাম এলিভেটেড এক্্রপ্রেসওয়ে চালু হলে এই সড়কে যানজট কমবে। কিন্তু গতকাল এলিভেটেড এক্্রপ্রেসওয়ে চালু হলেও যানজট লাঘবের কোনো আলামত দেখতে পাইনি। আগের মতোই যানজট ঠেলে যাত্রী পরিবহন করতে হচ্ছে।
এই উড়ালপথ গণপরিবহনের যাত্রীদের তেমন সুবিধা দিতে পারবে না বলে মনে করেন মতিঝিলগামী যাত্রী হারুন রশীদ। তিনি বলেন, গণপরিবহনতো নিচের রাস্তা দিয়েই চলবে। গণপরিবহন এলিভেটেড এক্্রপ্রসওয়েতে ওঠার সুযোগ নেই। আর উঠলেও গণপরিবহন সেখানে যাত্রী পাবে না। এমন অবস্থায় যাদের ব্যক্তিগত গাড়ি আছে, তারাই এলিভেটেড এক্্রপ্রেসওয়ের সুফল পাবেন।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে গাড়িতে করে উড়ালসড়ক পার হন।
রাজধানীর যানজট নিরসনে সর্বসাধারণের জন্য গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এ´প্রেসওয়ে। গতকাল সকাল ৬টা থেকে এই এক্্রপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। ঢাকা এলিভেটেড এ´প্রসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার হোসেন জানান, গতকাল বিকেল ৪টা পর্যন্ত ১০ ঘণ্টায় এ´্রপ্রেসওয়েতে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় হয়েছে। তার দেওয়া তথ্যমতে, এক্্রপ্রেসওয়ের কাওলা প্রান্তের টোল প্লাজা দিয়ে ৫ হাজার ৮শ’টি গাড়ি, কুড়িল টোল প্লাজা দিয়ে এক হাজার ১৩টি গাড়ি, বনানী টোল প্লাজা দিয়ে ৯৩২টি গাড়ি এবং তেজগাঁও টোল প্লাজা দিয়ে এক হাজার ৬৯৫টি গাড়ি ঢাকা এলিভেটেড এ´প্রেসওয়ে পার হয়েছে। এর মাধ্যমে মোট ৯ হাজার ৪৪০টি গাড়ি থেকে ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় করা হয়েছে।
টোল প্লাজার একাংশের ব্যবস্থাপক হাসিব হামিদুল হক জানান, চাপ কম থাকায় ছয়টির মধ্যে চারটি টোল আদায়ের কেন্দ্র দিয়ে যানবাহন পার হচ্ছে। সব ব্যক্তিগত গাড়ি। কোনো বাস বা ট্রাক নেই। আর সাইকেল, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের তো অনুমতিই নেই। চলাচল করা যানবাহনের মধ্যে ৯০ শতাংশই ব্যক্তিগত গাড়ি।
এ´পেসওয়েতে ভ্রমনকারিরা জানিয়েছেন,এ´প্রেসওয়ের অধিকাংশ র্যাম্পে গাড়ির জটলা দেখা গেছে। র্যাম্পগুলোতে যানবাহন চলাচল নির্বিঘœ করতে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা চোখে পড়েছে। এর মধ্যে ফার্মগেট র্যাম্পের জটলা ছড়িয়ে পড়ে বিজয় সরণি পর্যন্ত। হঠাৎ বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মোট ১৫টি র্যাম্প রয়েছে। তবে বনানী ও মহাখালীর দুটি র্যাম্প এখনই খুলবে না। এর মধ্যে মহাখালী র্যাম্পের নামার পথের কাজ শেষ হয়েছে। ওঠার পথের কাজ বাকি রয়েছে। একইভাবে বনানীতে ওঠার পথের কাজ শেষ হলেও নামার পথের কাজ শেষ হয়নি। এ দুটি র্যাম্প চালু হলে নিচের সড়কের যানজট অনেকাংশে কমে যাবে।
এলিভেটেড এক্্রপ্রেসওয়ে থেকে নেমেই জটলায় পড়েন বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম। তিনি উত্তরা থেকে মোহাম্মদপুর যাচ্ছিলেন। বলেন, খুব দ্রুত আসলাম। তবে এলিভেটেড এক্্রপ্রেসওয়ে থেকে নেমেই যানবাহনের জটলায় পড়তে হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ বলেছে, এ সমস্যা নিরসনে বাড়তি পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলিভেটেড এক্্রপ্রেসওয়ের সুফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ বাকি অংশের (তেজগাঁও-কুতুবখালী) জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এ উড়ালপথের পুরোটা চালু হলে বদলে যাবে যানজটের নগরী ঢাকার দৃশ্যপট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত