সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শিগগিরই
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
মামলার মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে সরকার খালি মাঠে গোল দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে। আর প্রতিবাদ নয়, শীঘ্রই সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হবে। গতকাল সোমবার চট্টগ্রাম আদালতে মামলায় হাজিরা দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সারাজীবন রাজনীতি দেখেছি, শুনেছি, শিখেছি- জনগণকে নিয়ে রাজনীতি। এখন রাজনীতি হচ্ছে কোর্ট-কাচারি, পুলিশ এবং এগুলোর উপর তাদের নির্ভরশীলতা। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কোর্ট-কাচারি ব্যবহার করছে। পুলিশ ব্যবহার করছে, র্যাব ব্যবহার করছে। সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছে। ভয় ভীতির সম্পর্ক সৃষ্টি করছে। আর লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশের কোর্টগুলোতে দেখবেন, মনে হচ্ছে জনসভা চলছে। মামলা দিয়ে যদি ক্ষমতায় থাকতে চায়, সেটা কী সম্ভব হবে?
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে এখন। এটা তো ভালো লক্ষণ নয়। এটা তো সুখবর হতে পারে না। এটা বিচারকদের জন্য, বিচার ব্যবস্থার জন্য খুবই দুঃখের বিষয়। দেশ আজকে এখানে এসে পৌঁছেছে। এখান থেকে মুক্ত হতে হবে। আমরা এখন প্রতিবাদ করছি। এভাবে যদি চলতে থাকে একটা সময় আসবে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণ প্রতিরোধ করবে।
তিনি বলেন, দেশের জনগণকে আপনি মিথ্য মামলা, হয়রানিমূলক মামলা দেবেন। একেক জনকে ২০, ৫০, ১০০টা, ১৫০টা মামলা দিয়ে তাদেরকে সারাক্ষণ কোর্ট কাচারিতে রাখবেন। জেলে রাখবেন, জামিন দেবেন না। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। বিরোধী দলের নেতাকর্মীদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে নেওয়া। রাজনীতি থেকে সরিয়ে নেওয়া। এর মাধ্যমে ওরা খালি মাঠে গোল দেয়ার চেষ্টা করছে। সেটা তো সম্ভব হবে না। ৪০ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তো। এসব মামলা ভিত্তিহীন অভিযোগ অসত্য। আইনের নামে বেআইনী কর্মকা- চলছে। মানুষকে জুলুম করা হচ্ছে।
প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, মামলার মাধ্যমে বিরোধী দলকে ধংসের একটা প্রক্রিয়া। এটা বিচার বিভাগকে, আইনশৃঙ্খলা বাহিনীকে বুঝতে হবে। সরকারের মধ্যে এখনো সুস্থ মস্তিস্কের যারা কর্মকর্তা আছে তাদেরকে বুঝতে হবে। তা নাহলে বাংলাদেশের মানুষ একবার যদি অবস্থান নেয় এগুলোর বিরুদ্ধে সেটা কারো জন্য ভালো হবে না। আমাদের নেতাকর্মীরা ভীত হওয়ার প্রশ্নই আসে না। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক সমস্ত কাঠামো তারা ভেঙে ফেলেছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ খবর।
এ সময় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলায় হাজিরার বিষয়ে বিএনপি নেতা আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভুঁইয়া বলেন, মুখ্য মহানগর হাকিম রবিউল আলমের আদালতে ২০১৫ সালের কোতোয়ালী থানার একটি নাশকতার মামলায় এবং মহানগর হাকিম শরীফুল হকের আদালতে ২০১৩ সালের চকবাজার থানায় অন্য একটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু সব আসামি না থাকায় এবং এসব মামলার আসামি জামায়াত নেতাদের কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি। আগামী মাসে মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট