রামগতির পৌর আলেকজান্ডারে পুকুর দখল করে মার্কেট নির্মাণ
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারস্থ জেলা পরিষদের শত বছরের পুকুর দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের মাধ্যমে বেপরোয়া অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাবেক জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট দখল বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎ করে। দখলিত স্থানে বিশাল মার্কেট নির্মাণে জেলা পরিষদের কোনো প্রকার অর্থ বরাদ্দ না থাকলেও প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেটের মালিকানা বা ব্যয় নির্বাহ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে জনগুরুত্বপূর্ণ স্থানের একটি পুকুরকে দখল করে শত বছরের ঐতিহ্য নষ্ট করে জোরপূর্বক দখল হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তারা অবিলম্বে সরেজমিন তদন্তপূর্বক সিন্ডিকেটের কবল থেকে পুকুরটি পুনরুদ্ধারের দাবি করছেন। জানা যায়, ২০২০-২১ অর্থবছরে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে উপজেলার আলেকজান্ডার বাজার পুকুরটি দখল করে সেখানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করা হয়। এতে ৭৫টি দোকান নির্মাণ করে জেলা পরিষদ। ২০২২ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ সমাপ্ত হয়। একইসাথে ওই সিন্ডিকেট জেলা পরিষদ থেকে ৭৫ জনের নামে পৃথক পৃথক একসনা বন্দোবস্ত নেন। বন্দোবস্ত নিয়ে অপকৌশলে তৃতীয় পক্ষ সৃজন করে দোকান বরাদ্দ দিয়ে একেকটি দোকানের ভিটি ৯৯ বছরের জন্য অন্যদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে নির্মিত দোকানগুলো মোটা অংকের টাকার বিনিময়ে একসনা বন্দোবস্ত দেন। জেলা পরিষদের নিয়মানুযায়ী এক হাজার ২৫০ টাকা ইজারা ফি দিয়ে লটারির বিধান থাকলেও কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নামে-বেনামে বণ্টন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দোকান নির্মাণের নামে সাধারণ মানুষ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন জেলা পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন।
স্থানীয়রা জানান, কাজের শুরুতেই করা হয় পুকুর চুরি। জেলা পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেনকে এই মার্কেটের দায়িত্ব দেন পরিষদের চেয়ারম্যান। এতে আমজাদ নিয়মনীতির তোয়াক্কা না করে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই পুকুর দখল করে দ্বিতলবিশিষ্ট ভবন নির্মাণ করেন। এতে ৭৫টি দোকান নির্মাণ করা হয়। পুকুরটি নানা কাজে বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পানীয় জলের সঙ্কট দূর ও এর আগে একাধিকবার সংঘটিত অগ্নিকা-ের সময় অগ্নি নির্বাপণ কাজে সহায়ক ভূমিকা রেখেছিলো। ব্যবসায়ীদের অভিযোগ, পুকুরটি দখল হওয়ার কারণে সেসব সুবিধা থেকে বঞ্চিত এখন তারা।
অপরদিকে ভবন নির্মাণের আগেই দোকানের মালিক বানানোর লোভ দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেন আমজাদ। অভিযোগ রয়েছে, হাতিয়ে নেয়া টাকা আমজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও কর্তাব্যক্তিরা ভাগাভাগির মাধ্যমে আত্মসাত করেন। এসব দোকান চড়ামূল্যে তাদের পছন্দের লোকজনের মাঝে বণ্টন করা হয়। পরবর্তীতে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা ‘মালিক’ সেজে ব্যবসায়ীদের কাছ থেকে দোকানগুলোর প্রত্যেকটি থেকে ৩-৫ লাখ টাকা করে জামানত নিয়ে মাসিক ৫-৬ হাজার টাকায় চুক্তিতে ভাড়া দেয়।
এদিকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান তথ্যানুসন্ধানে আলেকজান্ডারের জেলা পরিষদের পুকুর দখল, মার্কেট নির্মাণ ও বরাদ্দের সঠিক কোনো তথ্য দিতে পারেননি। এ সংক্রান্ত তথ্য নিতে জেলা পরিষদে একাধিকবার যোগাযোগ করা হলেও তথ্য না দিয়ে গড়িমসি ও হয়রানি করেন। একপর্যায়ে চেয়ারম্যান শাহজাহান এ প্রতিবেদককে বিভিন্ন সুবিধাদির অফার দিয়ে এ সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা থেকে বিরত থাকেন। সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।
সূত্র জানায়, মার্কেট নির্মাণের নামে বেপরোয়া বাণিজ্য হয়েছে। বাণিজ্যের টাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সদস্য আমজাদ হোসেন ভাগাভাগি করে নেন। যার কারণে সংবাদকর্মীদের সঠিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তারা। সূত্র মতে, স্থানীয় মোস্তফা মিয়ার ২টি, আব্দুর রহিমের ২টি, জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য রোফেনা আক্তারের ১টি ও শেখ ফরিদের দুইটি দোকান চড়া মূল্যে আমজাদ হোসেন থেকে কিনে নেয় তারা।
দোকান মালিক মোস্তফা মিয়া জানান, তিনি দুইটি দোকান কিনেছেন ১৬ লাখ টাকা দিয়ে। জেলা পরিষদের ফরমে মোটা অংকের টাকা উল্লেখ না থাকলেও জেলা পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন একটি স্ট্যাম্পের মাধ্যমে তার কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েছেন। তবে কোনো স্ট্যাম্প দেখাতে রাজি হননি তিনি। জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য রোফেনা আক্তার তার দোকানটি ২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে আমজাদ হোসেনের কাছ থেকে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে ক্রয় করার কথা জানান। বাজারের একমাত্র সরকারি পুকুর দখল করে দ্বোতলা ভবন নির্মাণের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বন্দোবস্ত পাওয়া শেখ ফরিদ তার একটি দোকান ৮০ হাজার টাকা আবির কৃষ্ণদাসের নিকট মাসিক ৫ হাজার টাকায় ভাড়া দেন বলে জানান।
দোকান মালিক ও ভাড়াটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত জামানতের টাকা ব্যাংকের মাধ্যমে নেওয়ার কথা থাকলেও কোনো প্রকার রশিদ ছাড়াই নগদ কালেকশানে নেয় তারা। প্রতিটি দোকান বরাদ্দের সময় উপরমহলের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকাও হাতিয়ে নেয় সিন্ডিকেট সদস্যরা।
এদিকে অনিয়ম করে টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সাবেক জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন বলেন, ‘আমি এখন দায়িত্বে নেই। আপনারা বর্তমান সদস্য ও পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন। অনিয়মের বিষয়ে তিনি দাবি করে বলেন, কাজ করলে নিয়ম-অনিয়ম হবেই। জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহানসহ পরিষদের সিদ্ধান্তক্রমেই মার্কেট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। তার নির্দেশক্রমেই কাজ করেছেন তিনি।’
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার বলেন, জেলা পরিষদের সম্পত্তি বন্দোবস্ত বিধান একসনা হয়ে থাকে। এর বেশি কেউ বলে দিয়ে থাকলে তা প্রতারণা। অন্য অনিয়মের বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন। জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আলেকজান্ডার জেলা পরিষদের দোকান নির্মাণ, বরাদ্দ ও জামানতের টাকা নিয়ে নানা অনিয়ম তিনি শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জেলা পরিষদের পুকুর কিংবা সম্পদ দখল অন্যায়। এছাড়া পুকুর যেহেতু জনগুরুত্বপূর্ণ, সে স্থান দখল করে দ্বিতল মার্কেট নির্মাণ অন্যায়। প্রধান নির্বাহীর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ