দেশের নাম বদলে দিচ্ছে মোদি সরকার?
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
রাতারাতি বদলে ফেলা হবে ইন্ডিয়া নাম? এই নিয়ে ভারতজুড়ে জল্পনা এবং বিরোধীদের সমালোচনার জবাবে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ হিসাবে উল্লেখ করে তার স্বাক্ষরিত জি-২০ সম্মেলনের নৈশভোজের কার্ড বিলি থেকে শুরু হয় এ বিতর্ক। বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখার পর থেকেই ভয় পেয়েছে মোদী সরকার। আর তাই রাতারাতি দেশের নামবদল করে দেয়া হচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি।
কেবলমাত্র প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার ইন্ডিয়া মুছে ভারত হলেন। ২০তম আশিয়ান সামিট এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ ও ৭ সেপ্টেম্বর তিনি থাকবেন ইন্দোনেশিয়ার জাকার্তায়। এ সফরের সরকারি নোটিফিকেশনে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ হিসেবে উল্লখ করা হয়েছে নরেন্দ্র মোদীকে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘আমার মনে হয় এটি স্রেফ গুজব। আমি শুধু এটুকু বলব যে বা যারা ভারত শব্দটি নিয়ে আপত্তি জানাচ্ছেন, তাদের মানসিকতা কী তা স্পষ্ট বোঝা যাচ্ছে।’ অনুরাগ ঠাকুরের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরও এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘ইন্ডিয়া, অর্থাৎ ভারত। সংবিধানে এই কথাটিই উল্লেখ করা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব আরও একবার সংবিধানের এই লাইনগুলি পড়ে দেখুন। ভারত শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই একটি যথার্থ সংজ্ঞা আমাদের সামনে ফুটে ওঠে। সেটাই আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে।’
উল্লেখ্য, ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘ইন্ডিয়া অর্থাৎ ভারত, রাজ্যের সমষ্টি।’ অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত, দুই নামেই সংবিধানের সিলমোহর রয়েছে। তবে কি ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কিংবা ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দে কোনও আপত্তি থাকার কথা নয়? বিরোধী জোটের নামকরণ ‘ইন্ডিয়া’ হওয়ার পর থেকে একাধিক বিজেপি নেতা সংবিধান থেকে ইন্ডিয়া নাম মুছে ফেলার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। শুধু ‘ভারত’ নাম চেয়ে ২০১৬ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়। কেন্দ্র কিন্তু, সে বার বলেছিল, এই নাম পরিবর্তনের কোনও প্রয়োজনীয়তা নেই। সুপ্রিম কোর্টের রায় ছিল, যে যা খুশি নামে ডাকতে পারে দেশকে। সূত্র : টিওআই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ