ঢাবি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পর্কে ফাটল
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
গত বছরের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দায়িত্ব পাওয়ার এক বছর না পেরুতেই সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও সুপার ইউনিট খ্যাত ১ নং ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে সমন্বয়হীনতা ও নানান অসামঞ্জস্যতার কারণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। যা সংগঠনের শীর্ষ নেতাদের ফেসবুক পোস্ট ও কথাবার্তা থেকে স্পষ্ট হয়।
সম্প্রতি ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের কম পদায়ন; ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজকে ঢাবি শাখা ছাত্রলীগের অধীনে আসা নিয়ে টানাটানি; ছাত্র সমাবেশের খরচ না দেয়া; কেন্দ্রীয় ছাত্রলীগ হস্তক্ষেপমুক্ত ঢাবি শাখা এবং সর্বশেষ ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশে ঢাবি শাখাকে একপেশে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ‘প্রাধান্য’ দেয়ার পর তাদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি জোরালো হয়।
গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দেন যাতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়। সেখানে শয়ন লিখেছেন, কেন্দ্রীয় কমিটির কাজ কেন্দ্রীয় বিষয়াদি সম্পাদন করা; সারাদেশের ইউনিটগুলির মাঝে সমন্বয় সাধন করা; কর্মসূচী প্রণয়ন করা ও শৃঙ্খলা, গঠনতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করা। এর বাইরে ৩০০ জন কেন্দ্রীয় নেতা দ্বারা ব্যক্তিগতভাবে ৫ জন কর্মী সংগঠন করা বর্তমান কাঠামোতে সম্ভব না।
শয়ন লিখেন, ছাত্রলীগের প্রাণ হলো তৃণমূল তথা বিভিন্ন ইউনিট ; যারা মাত্র কয়েকদিন আগেই সম্মিলিতভাবে লাখো কর্মীর সমাগম করে দেখিয়েছে। এরাই সংগঠনের প্রাণ। এরা দামী ফ্ল্যাটে থাকে না, দামী গাড়িতে ঘুরে না, এরা নিজের পরিবারকে ঠকিয়ে, পেটে ক্ষুধা রেখে, টিউশনির টাকা জমিয়ে, ছেঁড়া স্যান্ডেল-ঘর্মাক্ত জামা পড়ে রাজপথে জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে সংগঠনকে টিকিয়ে রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই নেতা আরও লিখেছেন, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া, আমরা অনেকেই প্রায়শ নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য সংগঠনকে নিলামে তুলে ফেলি। আমাদের মনে রাখতে হবে ,ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনের কর্ম আমাদের ফিরিয়ে দেওয়া হবে। আমাদের মনে রাখতে হবে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আমাদের আশ্রয়স্হল দেশরতœ শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যলয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। আমি নিশ্চিত বঙ্গবন্ধু তনয়ার হাতে সময় থাকলে সারা বাংলাদেশের সকল জেলা-উপজেলা কমিটি নিজ হাতে গঠন করতেন। ছাত্রলীগের সর্বোচ্চ পদ থেকে তৃণমূলের সর্বশেষ কর্মীর এই বিষয়টি অনুধাবন করা উচিত।
শয়নের এই পোস্টের পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি তার এই স্ট্যাটাসের পর পরই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও পোস্টটি ফেসবুকে শেয়ার করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারাও তা শেয়ার করতে দেখা যায়। ছাত্রলীগের একাধিক নেতা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ছাত্রলীগ ঘোষিত ছাত্র সমাবেশ সফল করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ইউনিটকে অর্থ দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে কোন ধরনের অর্থ দেয়নি। এছাড়া, সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ যাকে ভালো চোখে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে বিভিন্ন সিদ্ধান্তে না রেখে কেন্দ্রীয় ছাত্রলীগ একাই সব সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ঢাবি ছাত্রলীগের। আগষ্টের প্রোগ্রাম হওয়া স্বত্বেও ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বক্তব্য দেওয়ার সুযোগ দেইনি কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ১৩ জুলাই ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে শয়ন ও সৈকতের অনুসারীদের কম পদায়ন করাও একটি কারণ বলে জানান ছাত্রলীগের একাধিক নেতা।
এছাড়াও, দীর্ঘদিন কমিটি না হওয়া ঢাকা কলেজ ছাত্রলীগসহ অধিভুক্ত সাত কলেজ শাখার নিয়ন্ত্রণ চায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তাদের দাবি, এতে অ্যাকাডেমিক মানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মানেরও উন্নয়ন ঘটবে সাত কলেজের শিক্ষার্থীদের। তবে এতে সম্মতি জানায়নি সংগঠনের কেন্দ্রীয় সংসদ। গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাবি শাখা সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর। এ সময় তারা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নানান সংকট সমাধানের আশ্বাস দিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপরই সংগঠনের সাত কলেজ শাখার নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে যাওয়ার খবর প্রকাশিত হয়।
তবে এক দিন পরই কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীদের থেকে সিভি আহ্বান করে সে আলোচনা এক প্রকার অকার্যকর করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সর্বশেষে বিষয়টির মীমাংসা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা করবেন বলে আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
টানাপোড়েনের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না মহানগরের নেতারাও এটা (শয়নের ফেসবুক পোস্ট) শেয়ার করেছেন। শয়ন ভাই যে কথাগুলো বলেছেন এটা যৌক্তিক। নেত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তৃণমূলের ভাগ্য পরিবর্তন করার জন্য; আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করার জন্য। একইসাথে সামনে যে নির্বাচন সেটাতেও ছাত্রলীগের অনেক বড় ভূমিকা থাকবে। সে জায়গা থেকে আমার মনে হয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে কিন্তু আমরা সেটা করছি না; অবহেলা করছি।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন বলেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আমরা বলেছি যে, তৃণমূল হচ্ছে সংগঠনের প্রাণ। তারাই সকল ধরনের অনুষ্ঠান বাস্তবায়ন করেন। এবং তারাই আমাদের সংগঠনকে টিকিয়ে রাখেন। আমি তাদের কথাই বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ছাত্রলীগের এক নম্বর ইউনিট। এবং এটি একটি স্বতন্ত্র ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে। এবং দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের রাজপথ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় শাখার সাথে কেন্দ্রের কোনো মতানৈক্য বা দ্বন্দ্ব রয়েছে কিনা- এমন প্রশ্নে শয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের মতো কাজ করে এবং কেন্দ্রীয় কমিটি তাদের মত কাজ করে। ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের মতো কাজ করবে। পূর্বে কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও এখন তাতে কোনো ব্যাঘাত ঘটছে কিনা জানতে চাইলে শয়ন বলেন, তা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনই ভালো বলতে পারবেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফোনে পাওয়া যায়নি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স