ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
শাটলের ছাদ থেকে পড়ে আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক : ক্যাম্পাসে পরিস্থিতি থমথমে : নিরাপত্তা ছাড়া ট্রেন চালাতে রাজি নয় রেলওয়ে

চবিতে দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ এএম

জরাজীর্ণ লাইনে লক্কর-ঝক্কর ইঞ্জিন বগির শাটল ট্রেনে গাদাগাদি করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছিল। তাদের সেই দীর্ঘ ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বৃহস্পতিবার রাতে। চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনে ক্যাম্পাসে যাওয়ার পথে গাছের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ২৩ জন শিক্ষার্থী আহত হওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। ক্যাম্পাসে অবরোধ করে বিক্ষোভের মধ্যেই ভিসির বাসভবন, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বেই মধ্যরাত পর্যন্ত বিক্ষোভের সাথে এ ভাঙচুর চলে। তাতে ছাত্রলীগের বিবদমান বিভিন্ন গ্রুপ, উপ-গ্রুপের নেতাকর্মীরাও অংশ নেয়।
শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন থেকে শাটল ট্রেন এবং বগি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিল তারা। প্রশাসনের তরফে আশ^াসও দেয়া হয়েছিল। নতুন শাটল দেওয়া হবে এমন আশ^াসের পর বিশ^বিদ্যালয় লাইনে চলাচলরত দুটি ডেমু ট্রেনও বন্ধ করে দেয়া হয়। রেলমন্ত্রী ক্যাম্পাসে গিয়ে শাটল ট্রেন বাড়ানোর আশ^াস দেন। তবে এসব আশ^াসের কোনটাই বাস্তবায়ন হয়নি। প্রায় ২৮ হাজার শিক্ষার্থী যাতায়াতের এ প্রধান সমস্যাকে গুরুত্বই দেয়নি বিশ^বিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পুঞ্জীভূত যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ হয় বিক্ষোভ ও ভাঙচুরের মধ্যদিয়ে।

যদিও এই ঘটনায় বিশ^বিদ্যালয়ের কর্মকর্তারা রাজনীতির গন্ধ পাচ্ছেন। এ ঘটনাকে বিএনপি-জামায়াতের নাশকতা বলেও মন্তব্য করেছেন কর্মকর্তারা। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভাঙচুরে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে বলে সাংবাদিকদের জানান, ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। যদিও গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী থানায় এ ধরনের কোন মামলা রেকর্ডের তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

দুর্ঘটনার জের ধরে ব্যাপক ছাত্র বিক্ষোভ ও ভাঙচুরের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই দিন সরকারি ছুটির পর আজ রোববার বিশ^বিদ্যালয় ক্লাস পরীক্ষা চলার কথা রয়েছে। আজ খোলার দিনে ফের ছাত্র বিক্ষোভের আশঙ্কাও করা হচ্ছে। কারণ দুর্ঘটনার দুই দিন পরও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শাটল ট্রেন কিংবা বগির সংখ্যা বাড়ানোর সুস্পষ্ট ঘোষণা দেয়নি। উল্টো ছাত্র বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে খোদ ভিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে আরো মামলা দেয়ার হুমকি দেয়া হয়। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।

এদিকে দুর্ঘটনার পর শিক্ষার্থীদের হাতে শাটল ট্রেনের লোকো মাস্টারকে লাঞ্ছিত করার অভিযোগে গত দুই দিন শাটল ট্রেন বন্ধ রাখা হয়। চালকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ^বিদ্যালয় লাইনে ট্রেন চলাচল শুরু না করার পক্ষে রেলওয়ে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার পর দুই লোকমাস্টারকে (এলএম) লাঞ্ছিত করা হয়েছে। যেহেতু তাদের নিরাপত্তার বিষয় রয়েছে তাই আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র বিক্ষোভের সময় বিশ^বিদ্যালয় পরিবহন বিভাগে ব্যাপক ভাঙচুর হয়। এতে বেশ কয়েকটি শিক্ষক বাস চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিকল্প পরিবহনে শিক্ষকদের ক্যাম্পাসে আনার প্রস্তুতি নিচ্ছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে শাটল চলাচল শুরু করতেও রেলের সাথে যোগাযোগ চলছে বলে জানান বিশ^বিদ্যালয় কর্মকর্তারা।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নয় জন এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, তাদের সবার অবস্থা এখনও আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে এবং ছয়জনকে নিউরো সার্জারী ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসিইউতে থাকা তিনজনের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আর একজনের অবস্থা গুরুতর। এ তিনজন হলেন- অংসনু মার্মা, খলিলুর রহমান ও আমজাদ হোসেন। নিউরো সার্জারী ওয়ার্ডে রয়েছেন- তাজুল ইসলাম, আবু সাইয়েদ, মো. সান আহমেদ, মো. রাফসান ও মো. মোরশেদ। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা