ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

Daily Inqilab জাহেদ খোকন

১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ এএম

উপমহাদেশের ক্রিকেটে সর্বোচ্চ টুর্নামেন্ট এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে হেরে আসর থেকে বিদায় নিলো বাংলাদেশ। গতকাল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানরা ২১ রানে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে ভালোভাবেই টিকে রইল। আর টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো টাইগাররা। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে ৪৮.১ ওভারে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোলিংয়ে বাংলাদেশের পেসাররা উজ্জ্বল থাকলেও ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। বিশেষ করে লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন অনেকটাই ব্যর্থ। একমাত্র মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেননি। তিনি মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে একাই লড়াই করে যান। লক্ষ্যটা খুব বড় ছিল না। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিং উদ্বোধন করতে এসে আরও একবার ভালো সূচনা এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ফলে ১১তম ওভারে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পার করে বাংলাদেশ। জুটি অবশেষে ভাঙে ৫৫ রানে। ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে মিরাজ পুল করতে গিয়ে দাসুন শানাকার শিকার হন। জুটি গড়লেও শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না নাইম শেখ। ধীরগতিতে এগোচ্ছিলেন তিনি। তবে ধীরগতির এক ইনিংসও বড় করতে পারলেন না। ৪৫ স্ট্রাইক রেটে ৪৬ বলে ২১ রান করে শানাকার বলে আউট হয়ে ফেরেন নাইম। লঙ্কান অধিনায়কের শর্ট বলে ব্যাট চালিয়ে আকাশে তুলে দেন বাংলাদেশের এই ওপেনার। উইকেটরক্ষক নেন সহজ ক্যাচ।
সাকিব আল হাসানও ভরসা দিতে পারেননি দলকে। আরও একবার ছোট মালিঙ্গা 'খ্যাত মাথিসা পাথিরানার শিকার হন টাইগার অধিনায়ক। পাথিরানার গতিতে বিভ্রান্ত হয়ে গ্রুপ পর্বের ম্যাচের মতোই সাকিব ক্যাচ দেন উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে। যদিও পাথিরানার আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে জেতে শ্রীলঙ্কা। রিপ্লেতে দেখা যায়, বল আলতো করে সাকিবের (৭ বলে ৩) ব্যাট ছুঁয়ে গেছে। লিটন দাস সেট হয়ে হতাশ করেছেন আরও একবার। ২৪ বলে ১৫ রান করে দুনিথ ওয়েলালাগের বলে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত হন লিটন। ফলে ৮৩ রান তুলতে ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। জুটিতে তারা ১১২ বলে ৭২ রান যোগ করেন। ৪৮ বলে ২৯ করে মুশফিক শানাকার বলে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। তারপরও হৃদয় আশা বাঁচিয়ে রেখেছিলেন। ৪২ বলে যখন ৬২ দরকার ছিল বাংলাদেশের। হৃদয় তখনও আশা হয়ে আছেন। কিন্তু থিকসানাকে ছক্কা হাঁকানোর পরের বলেই তার প্যাডে বল লাগলে আঙুল তুলে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে ফিরতে হয় হৃদয়কে। আউট হওয়ার আগে ৯৭ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৮২ রানের ইনিংস খেলেন হৃদয়। তিনি ফেরার পরই বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। নাসুম আহমেদ ১৪ বলে ১৫ আর হাসান মাহমুদ ৭ বলে ১০ করে পরাজয়ের ব্যবধানই যা কমিয়েছেন। শ্রীলঙ্কার থিকসানা, শানাকা ও পাথিরানা যথাক্রমে ৬৯, ২৮ ও ৫৮ রানে পান তিনটি করে উইকেট।
এর আগে টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিনের প্রথম তিন-চারটি বল তো চোখেই দেখেননি লঙ্কান ওপেনাররা। এলবিডব্লিউ আউটও হয়েছিলেন পাথুম নিশাঙ্কা। যদিও ডিআরএস নিয়ে বেঁচে যান তিনি। ওই সময় আউট না হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন লঙ্কান দুই ওপেনার। যে কারণে ৫.৩ ওভার পর্যন্ত ৩৪ রানের জুটি গড়ে ফেলেন তারা। কিন্তু হাসান মাহমুদ বল করতে এসেই ব্রেক থ্রুটা এনে দেন। নিজের করা দ্বিতীয় ওভারেই দিমুথ করুণারতেœকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। বলে দুর্দান্ত সুইং ছিল। যে কারণে ক্রিকইনফো লিখে, এমন বল নিয়ে দুঃস্বপ্নও দেখে থাকেন ব্যাটাররা। পায়ের ওপর বলটি পিচ করে অফস্ট্যাম্প দিয়ে বের হয়ে যাচ্ছিলো। স্কয়ার লেগে খেলার চেষ্টা করেছিলেন করুণারতেœ। কিন্তু বল ব্যাটের কিনারায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। ১৭ বলে ১৮ রান করে বিদায় নেন করুণারতেœ। ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর উইকেটে বেশ ভালোভাবেই থিতু হয়ে যান পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস। তারা যে বর্তমান সময়ে শ্রীলঙ্কার দুই সেরা ব্যাটার তার প্রমাণ দেন দুর্দান্ত ব্যাট করে। যদিও বাংলাদেশের ফিল্ডারদের মিস ফিল্ডিং তাদের ভালো করার পেছনে অনেকটাই অবদান রেখেছে। অবশ্য শেষ পর্যন্ত পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিসের ভয়ঙ্কর হয়ে ওঠা জুটিকে ভাঙতে সক্ষম হন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের ২৪তম ওভারের দ্বিতীয় বলে শরিফুলের বলে এলবিডব্লিউ হন পাথুম নিশাঙ্কা। আউট হওয়ার আগে তিনি ৬০ বল খেলে ৫ বাউন্ডারির মারে করেন ৪০ রান। দলীয় ১০৮ রানে শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেট হারালে কুশল মেন্ডিস সাবধানেই ব্যাট করছিলেন। এই সাবধানী ব্যাটিংই তাকে এনে দেয় হাফসেঞ্চুরি। তবে হাফসেঞ্চুরির পর আর এগুতে পানেনি কুশল। তাকে তুলে নেন শরিফুল। ৭৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫০ রান করার পর কুশল মেন্ডিসকে তাসকিনের ক্যাচে পরিণত করেন শরিফুল। ২৫.৫ ওভারে দলীয় ১১৭ রানে কুশলকে হারানোর পর সাদিরা সামারাবিক্রমাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি চারিথ আসালঙ্কা। ৩১.৫ ওভারে তাসকিনকে তুলে মারতে গিয়ে অধিনায়ক সাকিবের তালুবন্দী হন তিনি। মিডঅন থেকে দৌঁড়ে এসে আসালঙ্কার ক্যাচ লুফে নেন সাকিব। দলীয় ১৪৪ রানে আউট হওয়ার আগে তিনি করেন ২৩ বলে ১ চারের মারে ১০ রান। ধনঞ্জয়া ডি সিলভাকেও সেট হতে দেননি পেসার হাসান মাহমুদ। ১৬ বলে ৬ রান করে টাইগার পেসারের দ্বিতীয় শিকার হন লঙ্কান অলরাউন্ডার। ১৬৪ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে সাদিরা সামারাবিক্রমা আর অধিনায়ক দাসুন শানাকা ৫৭ বলে ৬০ রান যোগ করেন দলীয় সংগ্রহে। ৪৭তম ওভারে শানাকাকে বোল্ড করে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরার আগে ৩২ বলে এক বাউন্ডারির মারে ২৪ রান করেন শানাকা। এরপর ৪৮.৩ ওভারে দলীয় ২৪৩ রানে আউট হন দুনিথ ওয়েলালাগে। হাসান মাহমুদের বলে রান আউট হয়ে ফেরার আগে তিনি করেন তিন বলে ৩ রান। ৪৯.১ ওভারে তাসকিন মাত্র ২ রান করা মহেশ থিকশানাকে ফেরালে ২৪৬ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। আর দলীয় ২৫৭ রানে সবচেয়ে মূল্যবান উইকেটটি হারায় লঙ্কানরা। শেষ ওভারের শেষ বলে সাদিরা সামারাবিক্রমা তাসকিনের শিকারে পরিণত হলে থামে শ্রীলঙ্কার ইনিংস। আউট হওয়ার আগে ৭২ বলে ৮ চার ও ২ ছয়ের মারে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সাদিরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬২ রানে ও হাসান মাহমুদ ৫৭ রানে পান ৩টি করে উইকেট। ৪৮ রানে ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ম্যাচ সেরা নির্বাচিত হন শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা